ফ্যাক্টচেক ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।
রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।
‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।
এসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।
এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে গতকাল রোববার রাতে হঠাৎই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন। মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন। পরে ছাত্রলীগের নেতা–কর্মীরাও ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা ডাকসুর সামনে অবস্থান নেন।
রাতের বেলার বিশাল জনসমাবেশের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ উভয়ই নিজেদের জনসমাবেশের ছবি বলে প্রচার করছে।
‘বাংলাদেশ ১৯৭১’ নামের একটি ফেসবুক পেজে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, এটি গভীর রাতে স্যাটেলাইটে ধারণ করা। সঙ্গে যুক্ত করা হয়েছে কোটা সংস্কারের পক্ষে কিছু স্লোগান। আবার ‘নূরি মোহাম্মাদিয়া ইতি’ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘তোদের ২ হাজারে আমরা ১০ লাখ, শুধু একটি স্ফুলিঙ্গের দরকার হয়!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘নিউ সোশ্যালিস্ট অলটারনেটিভ’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম ‘শাহবাগে বিপ্লবের আগুন’। এটি ২০১৩ সালের গণজাগরণ মঞ্চের বিষয়ে লেখা। ওয়েবসাইটে ছবিটি ২০১৩ সালের ৭ মার্চ আপলোড করা হয়। ছবির কৃতজ্ঞতা দেওয়া হয়েছে সুদীপ্ত সালাম নামে এক ব্যক্তিকে।
এসব তথ্যের সূত্রে সুদীপ্ত সালামের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিটি পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, ছবিটি সুদীপ্ত সালামের তোলা। অর্থাৎ গতকাল রোববার রাতের স্যাটেলাইট থেকে ধারণ করা ছাত্র জমায়েত দাবিতে ভাইরাল ছবিটি ২০১৩ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। ছবিটি তোলেন সুদীপ্ত সালাম।
এদিকে ছবিটি সম্প্রতি ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে আজ বিকেল সাড়ে ৫টায় সুদীপ্ত সালাম নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বলেন, ‘আমার তোলা গণজাগরণ মঞ্চের ছবি কোটা আন্দোলনের ছবি বলে চালানোর তীব্র নিন্দা জানাই।’
প্রতিদিন নিয়ম করে একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না— এমন ধারণা অনেকের। এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে পোস্ট হয়েছে। কিন্তু আসলেই কি নিয়মিত আপেল খেলে কোনো অসুখ বিসুখ হয় না; চিকিৎসকের কাছে যেতে হয় না? এই দাবির সত্যতা কতটুকু। চিকিৎসা বিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজ
৫ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
১ দিন আগেমনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
২ দিন আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
২ দিন আগে