ফ্যাক্টচেক ডেস্ক
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে এই সহায়তা দেওয়া হচ্ছে। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ সহায়তার আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘৬ষ্ঠ–১০ম শ্রেণি: প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা সহায়তা–আবেদন শুরু।’
দাবিটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গত সোমবার (২৯ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
বিজ্ঞপ্তিটির বিষয়ে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও সমমান পর্যায়ে (৬ষ্ঠ–১০ম শ্রেণিতে) ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হবে। ভর্তি সহায়তা পাওয়ার জন্য ই–ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন করতে হবে।’
আবেদনের জন্য কোন শিক্ষার্থীরা যোগ্য হবে সে প্রসঙ্গে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাংলাদেশের বেসামরিক সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান আর্থিক এ অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা, মাতা, অভিভাবকের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তির বিষয়বস্তু ও আবেদনের শর্ত থেকে স্পষ্ট, মাধ্যমিকের প্রত্যেক শিক্ষার্থীই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থ সহায়তা পাবে না। এ সহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এ সহায়তা পাওয়ার যোগ্যতা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে।
আবেদন করা যাবে যেভাবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি সহায়তা পাওয়ার জন্য অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনে শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদের কপি, পিতা, মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সুপারিশ (নির্ধারিত ফর্মে) আপলোড করতে হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য গত ১ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে ভর্তি সহায়তা দেওয়া হয়ে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে এই সহায়তা দেওয়া হচ্ছে। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ সহায়তার আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘৬ষ্ঠ–১০ম শ্রেণি: প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা সহায়তা–আবেদন শুরু।’
দাবিটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে গত সোমবার (২৯ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
বিজ্ঞপ্তিটির বিষয়ে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও সমমান পর্যায়ে (৬ষ্ঠ–১০ম শ্রেণিতে) ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করা হবে। ভর্তি সহায়তা পাওয়ার জন্য ই–ভর্তি সহায়তা ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ভর্তি সহায়তার আবেদন করতে হবে।’
আবেদনের জন্য কোন শিক্ষার্থীরা যোগ্য হবে সে প্রসঙ্গে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাংলাদেশের বেসামরিক সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান আর্থিক এ অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা, মাতা, অভিভাবকের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অস্বচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তির বিষয়বস্তু ও আবেদনের শর্ত থেকে স্পষ্ট, মাধ্যমিকের প্রত্যেক শিক্ষার্থীই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থ সহায়তা পাবে না। এ সহায়তা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এ সহায়তা পাওয়ার যোগ্যতা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা আছে।
আবেদন করা যাবে যেভাবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি সহায়তা পাওয়ার জন্য অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে লিংকে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনে শিক্ষার্থী সর্বশেষ যে শ্রেণি বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার সত্যায়িত নম্বরপত্র বা সনদের কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদের কপি, পিতা, মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সুপারিশ (নির্ধারিত ফর্মে) আপলোড করতে হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য গত ১ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে।
সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগে