ফ্যাক্টচেক ডেস্ক
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেডের এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, বাবর আজমের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাট দিয়ে ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন হেড।
‘খেলার সময়’ নামে ফেসবুক গ্রুপে ‘ফিলিস্তিন আমার’ আইডি থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক পোস্টে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর একটা পর্যন্ত ৩৩ হাজার প্রতিক্রিয়া ও দুশোর বেশি মন্তব্য পড়েছে। এটি প্রায় দেড়শবার শেয়ার হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, বাবর আজমের উপহারের ব্যাট দিয়ে ভারতের বিরুদ্ধে খেলে ট্রেভিস হেডের সেঞ্চুরি বা শত রান সংগ্রহের দাবি করে যে ছবিটি প্রচারিত হয়েছে, তা সাম্প্রতিক নয়। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় ওই ছবি তোলা হয়। তখন বাবর আজম ট্রেভিস হেডকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। পরে চলতি বছরের জুনে লন্ডনের ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেড ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন। সে সময় পাকিস্তানি সমর্থকেরা দাবি করেন, বাবর আজমের উপহারের ব্যাট দিয়েই ভারতের বিরুদ্ধে ওই সেঞ্চুরি করেন হেড।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকারে চলতি বছরের ৯ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি নিয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদন অনুযায়ী, ট্রেভিস হেড ফাইনালে ১৬৩ বলে ১৭৪ রান সংগ্রহ গড়েন। ওই ইনিংসের পর ফেসবুকে হেড ও বাবর আজমকে তুলে ধরে ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, বাবর হেডের হাতে একটি ব্যাট তুলে দিচ্ছেন। সেটি ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় উপহার হিসেবে দেওয়া হয় বলে ক্যাপশনে লেখা আছে। পাকিস্তানের সমর্থকেরা তখন দাবি করেন, এটাই হেডকে বাবরের উপহার দেওয়া ব্যাট।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসে একই দিনে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরির পর পাকিস্তানের সমর্থকেরা তার হাতে গ্রে-নিকোলস ব্র্যান্ডের একটি ব্যাট দেখতে পান। এরপরই ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকার সময়ের হেডকে বাবর আজমের ব্যাট গিফট করার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাবর ও ট্রেভিস হেড একই কোম্পানির উৎপাদিত ব্যাট ব্যবহার করে থাকেন।
গ্রে-নিকোলসের ওয়েবসাইট ও ইনস্টাগ্রাম পেজ ঘুরেও এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
ট্রেভিস হেডের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
বাবর আজমের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলেও একই বিষয়ের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও উপরের ঘটনাগুলোর যোগসূত্র পাওয়া যায়। এসবসহ কোনো প্রতিবেদনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরি করা ব্যাটটি নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তবে সেসব প্রতিবেদন থেকে অন্তত একটি বিষয় নিশ্চিত হয়েছে, তা হলো- বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ভারতের বিপক্ষে ট্রেভিস হেডের সেঞ্চুরি করার দাবিটির সঙ্গে সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। এই বিশ্বকাপে ট্রেভিস হেডের করা সেঞ্চুরি সম্পর্কেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ের ম্যাচে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড।
সিদ্ধান্ত
ভারতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ১২০ বলে ১৩৭ রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড। তাঁর এই সেঞ্চুরির জন্য পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের উপহার দেওয়া ব্যাটের অবদান দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফাইনালের বেশ আগেই ‘বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ট্রেভিস হেডের সেঞ্চুরি’ করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেভিস হেডের এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সম্প্রতি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে, বাবর আজমের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ব্যাট দিয়ে ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন হেড।
‘খেলার সময়’ নামে ফেসবুক গ্রুপে ‘ফিলিস্তিন আমার’ আইডি থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক পোস্টে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর একটা পর্যন্ত ৩৩ হাজার প্রতিক্রিয়া ও দুশোর বেশি মন্তব্য পড়েছে। এটি প্রায় দেড়শবার শেয়ার হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, বাবর আজমের উপহারের ব্যাট দিয়ে ভারতের বিরুদ্ধে খেলে ট্রেভিস হেডের সেঞ্চুরি বা শত রান সংগ্রহের দাবি করে যে ছবিটি প্রচারিত হয়েছে, তা সাম্প্রতিক নয়। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় ওই ছবি তোলা হয়। তখন বাবর আজম ট্রেভিস হেডকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন। পরে চলতি বছরের জুনে লন্ডনের ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেড ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন। সে সময় পাকিস্তানি সমর্থকেরা দাবি করেন, বাবর আজমের উপহারের ব্যাট দিয়েই ভারতের বিরুদ্ধে ওই সেঞ্চুরি করেন হেড।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকারে চলতি বছরের ৯ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি নিয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ওই প্রতিবেদন অনুযায়ী, ট্রেভিস হেড ফাইনালে ১৬৩ বলে ১৭৪ রান সংগ্রহ গড়েন। ওই ইনিংসের পর ফেসবুকে হেড ও বাবর আজমকে তুলে ধরে ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়। তাতে দেখা যায়, বাবর হেডের হাতে একটি ব্যাট তুলে দিচ্ছেন। সেটি ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সময় উপহার হিসেবে দেওয়া হয় বলে ক্যাপশনে লেখা আছে। পাকিস্তানের সমর্থকেরা তখন দাবি করেন, এটাই হেডকে বাবরের উপহার দেওয়া ব্যাট।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসে একই দিনে প্রকাশিত আরেক প্রতিবেদন থেকে জানা যায়, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরির পর পাকিস্তানের সমর্থকেরা তার হাতে গ্রে-নিকোলস ব্র্যান্ডের একটি ব্যাট দেখতে পান। এরপরই ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকার সময়ের হেডকে বাবর আজমের ব্যাট গিফট করার ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, বাবর ও ট্রেভিস হেড একই কোম্পানির উৎপাদিত ব্যাট ব্যবহার করে থাকেন।
গ্রে-নিকোলসের ওয়েবসাইট ও ইনস্টাগ্রাম পেজ ঘুরেও এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
ট্রেভিস হেডের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
বাবর আজমের ব্যাট সম্পর্কে দেখুন এখানে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলেও একই বিষয়ের এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তা থেকেও উপরের ঘটনাগুলোর যোগসূত্র পাওয়া যায়। এসবসহ কোনো প্রতিবেদনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রেভিস হেডের সেঞ্চুরি করা ব্যাটটি নিয়ে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তবে সেসব প্রতিবেদন থেকে অন্তত একটি বিষয় নিশ্চিত হয়েছে, তা হলো- বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ভারতের বিপক্ষে ট্রেভিস হেডের সেঞ্চুরি করার দাবিটির সঙ্গে সদ্যসমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। এই বিশ্বকাপে ট্রেভিস হেডের করা সেঞ্চুরি সম্পর্কেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদ স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান করে স্বাগতিকেরা। জবাবে ৪২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ের ম্যাচে ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড।
সিদ্ধান্ত
ভারতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ১২০ বলে ১৩৭ রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রেভিস হেড। তাঁর এই সেঞ্চুরির জন্য পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের উপহার দেওয়া ব্যাটের অবদান দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ফাইনালের বেশ আগেই ‘বাবর আজমের উপহার দেওয়া ব্যাটে ট্রেভিস হেডের সেঞ্চুরি’ করার দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২১ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগে