বাজারে আসছে ইলন মাস্কের স্মার্টফোন, পৃথিবী থেকে মঙ্গলে হবে যোগাযোগ—দাবির ভিত্তি কী

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৬: ৩৭
Thumbnail image

স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি আবার আলোচনায় এসেছেন ‘টেসলা পাই’ নামের একটি ফোনকে ঘিরে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, এই বছরের শেষে টেসলা পাই ফোন বাজারে লঞ্চ করবেন ইলন মাস্ক। আর এই ফোনে এমন তিনটি ফিচার আছে, যা অন্য কোনো ফোনে নেই। ফিচার তিনটি হলো: এই ফোনে চার্জ দিতে হবে না, এটি স্বয়ংক্রিয়ভাবে সৌরশক্তিতে রিচার্জ হবে। ফোনে ইন্টারনেট সংযোগ লাগবে না, কারণ এটি সরাসরি ইলন মাস্কের স্টারলিঙ্কের (মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা) সঙ্গে যুক্ত থাকবে। এই ফোনের মাধ্যমে পৃথিবী, চাঁদ ও মঙ্গল গ্রহেও যোগাযোগ করা যাবে। 

এই বছরের শেষেই বাজারে আসছে ‘টেসলা পাই’ ফোন দাবিতে পোস্ট। ছবি: ফেসবুকদেশে ফেসবুক ব্যবহারকারীদের এসব দাবি সংবলিত ‘রাজা সাঈয়েদ কামাল (Raja Saeed Kamal)’ নামের একটি পাকিস্তানি অ্যাকাউন্টের পোস্ট ব্যাপকভাবে শেয়ার দিতে দেখা গেছে। গত বুধবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৮টায় অ্যাকাউন্টটিতে ‘টেসলা পাই’ ফোন সংক্রান্ত পোস্টটি দেওয়া হয়। এটি আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৪৯ হাজার শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৬২ হাজারের বেশি। 

বাংলাদেশি ভেরিফায়েড ইউটিউব চ্যানেল ‘স্টার গল্প গ্লোবাল’ নামের একটি চ্যানেলে ‘টেসলা পাই’ ফোন নিয়ে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) একটি ভিডিও পোস্ট করে। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লাখ ১৭ হাজার। ভিডিওটির বর্ণনায় বলা হয়েছে, ‘টেসলা পাই ফোন দিয়ে টেসলার তৈরি মোটরযান নিয়ন্ত্রণ করা যাবে। ফোনটিতে থাকবে নিকোলা নামের একটি এআই অ্যাসিস্ট্যান্ট। পক্ষাঘাতগ্রস্ত মানুষেরা “মাইন্ড”–এর মাধ্যমে এই ফোন চালাতে পারবেন। তবে এর জন্য ওই ব্যক্তির মস্তিষ্কে ইলন মাস্কের নিউরালিংকের চিপ স্থাপন করতে হবে।’ ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ করছে। 

ভিডিওটিতে আরও বলা হয়েছে, ইলন মাস্কের দাবি অনুযায়ী, এই ফোনের দাম ১০০ থেকে ২৫০ ডলার। যদিও ভিডিওটিতে এসব দাবির পক্ষে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। 

এই বছরের শেষেই বাজারে আসছে ‘টেসলা পাই’ ফোন দাবিতে পোস্ট। ছবি: ফেসবুকইলন মাস্ক কি এমন ফোন আনছেন?
যাচাই করে দেখা যায়, ইলন মাস্কের ‘টেসলা পাই’ ফোন আনার দাবিটি নতুন নয়। এটি দীর্ঘদিন ধরেই ইন্টারনেটে ঘুরছে। বার্তা সংস্থা এএফপির ফ্যাক্টচেক বিভাগ ২০২৩ সালের ১৭ জুন টেসলা ফোনের দাবিটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই সময় মিয়ানমারের বাজারে টেসলার স্মার্টফোন আসার একটি দাবি ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, টেসলা বাজারে এমন একটি স্মার্টফোন আনতে যাচ্ছে, যেটিতে স্টারলিঙ্কের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ওই সময়ও টেসলার অফিশিয়াল ওয়েবসাইটের বরাতে এমন কোনো স্মার্টফোন আনার ঘোষণার সত্যতা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চেও টেসলার এমন কোনো স্মার্টফোন আনার দাবির সত্যতা পাওয়া যায়নি। 

‘টেসলা পাই’ স্মার্টফোনের কথিত ফিচারগুলো কাল্পনিক। ছবি: ইউটিউব একই দাবি ছড়িয়েছিল ২০২২ সালেও। ওই বছর ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টলি জানায়, স্মার্টফোন আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি টেসলা। এটি গুজব এবং গুজবটি অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। এএফপির হংকং বিভাগও ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে টেসলার স্মার্টফোন আনার ঘোষণাটির কোনো সত্যতা নেই বলে জানায়।

পরে দাবিটির সূত্রপাত যাচাইয়ে ইউটিউবে ‘এডিআর স্টুডিও এমজিএমটি (adrstudiomgmt)’ নামের একটি চ্যানেলে ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। সম্প্রতি কথিত ‘টেসলা পাই’ ফোনের সৌরশক্তিতে চার্জ, স্টারলিঙ্ক সংযোগ, মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রণে যেসব ফিচারের কথা বলা হচ্ছে, এই ভিডিওতেও প্রায় একই ফিচারের বর্ণনা রয়েছে। 

স্মার্টফোন সম্পর্কে ইলন মাস্কের টুইট। ছবি: এক্স ভিডিওটি সম্পর্কে ‘এডিআরস্টুডিওএমজিএমটি’ নামের চ্যানেলটি জানিয়েছে, ভিডিওটিতে টেসলা ফোনের যেসব ফিচারের কথা বলা হয়েছে, সেসব ফিচার চ্যানেলটির নিজস্ব ধারণা। 

ভারতীয় ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টলি জানিয়েছে, ‘টেসলা পাই’ ফোন সম্পর্কিত দাবির সূত্রপাত এ ভিডিও থেকেই। 

সুতরাং এটি নিশ্চিত যে, এই বছরের শেষ নাগাদ বাজারে টেসলার পাই ফোন আসছে, এমন দাবি একটি পুরোনো গুজব, যেটি অন্তত ২০২১ সাল থেকে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। আর টেসলাও এখন পর্যন্ত মোবাইল ফোন তৈরির ঘোষণা দেয়নি। 

স্মার্টফোন সম্পর্কে ইলন মাস্কের টুইট। ছবি: এক্স ইলন মাস্ক নিজেও ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে একটি বার্তায় বলেন, ‘স্মার্ট ওয়াচ ও ফোন— এসব পুরোনো প্রযুক্তি। ভবিষ্যতের প্রযুক্তি হচ্ছে নিউরালিঙ্ক।’ 

আবার ‘লিজ হুইলার (Liz Wheeler)’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ইলন মাস্ককে মেনশন করে ২০২২ সালের নভেম্বরে তাঁর স্মার্টফোন তৈরির পরিকল্পনা সম্পর্কে জানতে টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘যদি অ্যাপল ও গুগল তাদের অ্যাপ স্টোর থেকে এক্স অ্যাপ্লিকেশন সরিয়ে দেয়, তাহলে ইলন মাস্কের উচিত নিজের স্মার্টফোন তৈরি করা। ...ইলন যদি মঙ্গলে যাওয়ার রকেট বানাতে পারেন, তাঁর জন্য ছোট একটা স্মার্টফোন বানানো কিছুই না, তাই না!’

এই টুইটের উত্তরে ইলন মাস্ক লেখেন, ‘আমি অবশ্যই আশা করব, এমন কিছু হবে না। তবে, হ্যাঁ, যদি অন্য কোনো বিকল্প না থাকে, আমি অবশ্যই বিকল্প ফোন তৈরি করব।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত