ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন ছিল উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দির। গত ২২ জানুয়ারি (সোমবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মাধ্যমে তাঁদের এই স্বপ্ন পূর্ণতা পায়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর দীর্ঘদিন ধরেই এখানে রামমন্দির প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় ছিল। হিন্দুধর্মাবলম্বীদের বড় অংশের দাবি, এই মসজিদ নির্মিত হয়েছিল ঐতিহাসিক রাম জন্মভূমির ওপর। সেই সূত্র ধরেই মসজিদটি ভেঙে ফেলা হয়।
এই রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মসজিদের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাবরি মসজিদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন চারটি মসজিদের ছবি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। পরে মসজিদগুলো বাবরি মসজিদের কি না তা যাচাই করে দেখা হয়।
বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ১:
রিভার্স ইমেজ অনুসন্ধানে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইটে বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিতে বিদ্যমান মসজিদটির পরিচয় সম্পর্কে বিশ্বকোষটিতে বলা হয়, এটি ভারতের কর্ণাটকে অবস্থিত গুলবার্গ দুর্গ জামে মসজিদ। ইসলামিক আর্কিটেকচার ইন ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটে মসজিদটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মসজিদটি উত্তর পারস্য থেকে আগত রাফি নামে একজন স্থপতির নকশায় নির্মাণ করা হয়।
বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ২ এবং ৩:
বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট ফ্লিকারে এটি খুঁজে পাওয়া যায়। মসজিদটির পরিচয়ে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলায় অবস্থিত কাবুলিবাগ মসজিদ। মোগল সম্রাট বাবর মসজিদটি নির্মাণ করেছিলেন।
পরে মসজিদটি সম্পর্কে হরিয়ানা রাজ্যের পর্যটন বিষয়ক ওয়েবসাইটেও একই মসজিদের ছবি খুঁজে পাওয়া যায়। সেখানেও মসজিদটির পরিচয় উল্লেখ করা হয়েছে এটি কাবুলিবাগ মসজিদ। এটি ভারতে নির্মিত প্রথম মোগল স্থাপত্য। ১৫২৬ সালে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ জয় স্মরণীয় করে রাখতে মসজিদটি নির্মাণ করেন বাবর। একই ওয়েবসাইটে বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, এই ছবিটিও কাবুলিবাগ মসজিদেরই।
বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ৪:
বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত চতুর্থ ছবিটি অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনে ২০১৩ সালের ৯ আগস্ট বিশ্বের নানা দেশে রমজান মাস পালন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ওই দিন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা দুর্গে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করছিলেন।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট অ্যালামিতে ফিরোজ শাহ কোটলা দুর্গে অবস্থিত মসজিদটির একই ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো ভারতে অবস্থিত ভিন্ন ভিন্ন মসজিদের।
কেমন ছিল বাবরি মসজিদ?
মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি ১৫২৮ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে একদল উগ্র হিন্দুত্ববাদী।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইট থেকে জানা যায়, মসজিদটিতে মুসলমানদের কিবলার প্রাচীর বরাবর তিনটি গম্বুজ ছিল। ওয়েবসাইটটিতে মসজিদটির একটি ছবিও যুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতেও মসজিদটির একই ছবি খুঁজে পাওয়া যায়।
ভারতে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির দল ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দীর্ঘ ৫০ বছরের স্বপ্ন ছিল উত্তর প্রদেশের অযোধ্যার রামমন্দির। গত ২২ জানুয়ারি (সোমবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মাধ্যমে তাঁদের এই স্বপ্ন পূর্ণতা পায়। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার পর দীর্ঘদিন ধরেই এখানে রামমন্দির প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় ছিল। হিন্দুধর্মাবলম্বীদের বড় অংশের দাবি, এই মসজিদ নির্মিত হয়েছিল ঐতিহাসিক রাম জন্মভূমির ওপর। সেই সূত্র ধরেই মসজিদটি ভেঙে ফেলা হয়।
এই রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মসজিদের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ছবিগুলো বাবরি মসজিদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন চারটি মসজিদের ছবি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের নজরে এসেছে। পরে মসজিদগুলো বাবরি মসজিদের কি না তা যাচাই করে দেখা হয়।
বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ১:
রিভার্স ইমেজ অনুসন্ধানে বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইটে বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিতে বিদ্যমান মসজিদটির পরিচয় সম্পর্কে বিশ্বকোষটিতে বলা হয়, এটি ভারতের কর্ণাটকে অবস্থিত গুলবার্গ দুর্গ জামে মসজিদ। ইসলামিক আর্কিটেকচার ইন ইন্ডিয়া নামের একটি ওয়েবসাইটে মসজিদটির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, মসজিদটি উত্তর পারস্য থেকে আগত রাফি নামে একজন স্থপতির নকশায় নির্মাণ করা হয়।
বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ২ এবং ৩:
বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট ফ্লিকারে এটি খুঁজে পাওয়া যায়। মসজিদটির পরিচয়ে ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এটি ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলায় অবস্থিত কাবুলিবাগ মসজিদ। মোগল সম্রাট বাবর মসজিদটি নির্মাণ করেছিলেন।
পরে মসজিদটি সম্পর্কে হরিয়ানা রাজ্যের পর্যটন বিষয়ক ওয়েবসাইটেও একই মসজিদের ছবি খুঁজে পাওয়া যায়। সেখানেও মসজিদটির পরিচয় উল্লেখ করা হয়েছে এটি কাবুলিবাগ মসজিদ। এটি ভারতে নির্মিত প্রথম মোগল স্থাপত্য। ১৫২৬ সালে সংঘটিত পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে যুদ্ধ জয় স্মরণীয় করে রাখতে মসজিদটি নির্মাণ করেন বাবর। একই ওয়েবসাইটে বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত তৃতীয় ছবিটিও খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, এই ছবিটিও কাবুলিবাগ মসজিদেরই।
বাবরি মসজিদ দাবিতে প্রচারিত ছবি যাচাই ৪:
বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত চতুর্থ ছবিটি অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনে ২০১৩ সালের ৯ আগস্ট বিশ্বের নানা দেশে রমজান মাস পালন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ওই দিন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা দুর্গে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করছিলেন।
এই সূত্রে পরবর্তী অনুসন্ধানে ছবি শেয়ারিং ওয়েবসাইট অ্যালামিতে ফিরোজ শাহ কোটলা দুর্গে অবস্থিত মসজিদটির একই ছবি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো ভারতে অবস্থিত ভিন্ন ভিন্ন মসজিদের।
কেমন ছিল বাবরি মসজিদ?
মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সেনাপতি মীর বাকি ১৫২৮ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। ১৯৯২ সালে মসজিদটি ভেঙে ফেলে একদল উগ্র হিন্দুত্ববাদী।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ওয়েবসাইট থেকে জানা যায়, মসজিদটিতে মুসলমানদের কিবলার প্রাচীর বরাবর তিনটি গম্বুজ ছিল। ওয়েবসাইটটিতে মসজিদটির একটি ছবিও যুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাতেও মসজিদটির একই ছবি খুঁজে পাওয়া যায়।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১ দিন আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে