ফ্যাক্টচেক ডেস্ক
আর কদিন পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। যদিও ইতিমধ্যে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তাঁরা। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় আশঙ্কা আছে হোয়াইটওয়াশের।
টাইগারদের এমন পারফরম্যান্সে সমালোচনায় সয়লাব সংবাদমাধ্যমসহ দেশের সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর একটি বক্তব্য ফটোকার্ড আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হারা প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলে। তারা যখন খেলে, ওই ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করে। স্বাভাবিকভাবেই তারা আমাদের চেয়ে বেশি দোয়া পায়।’
ফেসবুকে ভাইরাল হওয়া নাজমুল হাসান শান্তর কথিত এই বক্তব্য সমালোচনার পালে দিয়েছে নতুন হাওয়া। তাঁর বক্তব্যের কথিত ফটোকার্ডটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের মন্তব্য জুড়ে দিচ্ছেন। যেমন—মনিরা রওনক বুবলি নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘টিম থেকে এগুলারে বাদ দিলে পরে যদি ক্রিকেট দলের কিছু হয়। নিজের ব্যর্থতাও আল্লাহর ঘাড়ে চাপাবে এই অপদার্থগুলা। ট্যাক্সের টাকায় এইসব অপদার্থ পুষতে চাই না আমরা।’
জান্নাতুল আরিফ নামে আরেকজন লিখেছেন, ‘দোয়া না, তোমাদেরকে জুতা দেওয়া দরকার!! জনগণের টাকার দাম নাই!! ছাগলের দল!!’ নিও হ্যাপি চাকমা লিখেছেন, ‘অকৃতকার্যতার দায় দেশবাসীর, দোয়া ক্যান কম করছেন?’
আবার কথিত এই বক্তব্য নিয়ে করা অনেক পোস্টের কমেন্ট বক্সেও টাইগারদের প্রতি নিজেদের রাগ, হতাশা উগরে দিয়েছেন সমর্থকেরা। যেমন—ভাইরাল এক পোস্টের কমেন্ট বক্সে ফয়সাল আহমেদ নামে একজন লিখেছেন, ‘মায়ের দোয়া ক্রিকেট টিম সব সময় মানুষের দোয়া দিয়ে জিততে চায়। নিজেদের কোনো যোগ্যতা নাই। সব সময় মানুষের দোয়া দিয়ে জিততে চায়।’ মুহাম্মদ কাউসার নামে আরেকজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এমন কথা একজন অধিনায়ক বলতে পারে, এটা অবিশ্বাস্য!
একইভাবে কথিত বক্তব্যটি নিয়ে সন্দেহ প্রকাশ করে ইফতেখায়রুল ইসলাম লিখেছেন, ‘এই কথা কি সত্যিই বলছে? উত্তর “হ্যাঁ” হলে, মিয়া খেলা খেলতে শেখো আগে, পটর পটর কথা তো বাচ্চা পোলাপানও কয়! বেফাঁস কথা বেশি বের হলে মিডিয়া ম্যানেজার দিয়ে কথা বলান জনাবে আলী। ফালতু যত সব! উত্তর “না” হলে আমার ওপরের বলার জন্য দুঃখিত হে জনাবে আলী!
নাজমুল হাসান শান্ত কি দোয়া চেয়ে সত্যিই এমন কিছু বলেছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সিরিজের হারের কারণ হিসেবে দেশটির খেলোয়াড়দের বেশি দোয়া পাওয়াসংক্রান্ত নাজমুল হাসান শান্তর কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বভাবতই শান্ত এমন বক্তব্য দিলে সেটি মূলধারার সংবাদমাধ্যমে প্রচারিত হতো।
পরে দাবিটির উৎস যাচাইয়ে ফেসবুকে খুঁজে ‘Rashat Rahman Zico’ নামের জনপ্রিয় ফেসবুক পেজে আজ শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে কথিত বক্তব্যটি নিয়ে দেওয়া একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে ‘কৌশিক অর্ণব’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টকে সূত্র হিসেবে উল্লেখ করে লেখা হয়, শান্ত এমন কিছু বলেন নাই। ‘কৌশিক অর্ণব’ এটি বানিয়েছেন। পরে ‘কৌশিক অর্ণব’-এর ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আজ বেলা ১১টা ৯ মিনিটে দেওয়া সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘তা ছাড়া শুধু আমেরিকার জনসংখ্যাই তো আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ।’
পোস্টটির কমেন্ট বক্সে কৌশিক অর্ণব নিজেও একাধিক কমেন্টের উত্তরে জানান, নাজমুল হাসান শান্ত দোয়া নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। এ ছাড়া কমেন্টে তিনি হ্যাশট্যাগ দিয়ে ‘সার্কাজম অ্যালার্ট’ অর্থাৎ এটি ব্যঙ্গাত্মক পোস্ট এমন ইঙ্গিতও দিয়েছেন। সার্কাজম পোস্ট থেকে বক্তব্যটি বাস্তব দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অর্থাৎ আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলে। তারা যখন খেলে, ওই ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করে। স্বাভাবিকভাবেই, তারা আমাদের চেয়ে বেশি দোয়া পায়’ শীর্ষক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ভাইরাল মন্তব্যটি বানোয়াট।
বাংলাদেশ ক্রিকেটে ‘দোয়া সংস্কৃতি’
চলমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ ঘিরে অধিনায়ক নাজমুল হাসান শান্তর বক্তব্যটি বানোয়াট হলেও বাংলাদেশ ক্রিকেটে দোয়া চাওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। গত বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল টাইগার শিবির। ওই সময় দেশের এক সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউতে বিশ্বকাপ দলের সদস্য শেখ মেহেদি নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস হারিয়ে এখন সমর্থকদের দোয়ার ওপর ভরসা করে বলেন, ‘দোয়া করা ছাড়া আর কোনো অপশন নাই।’
একই বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে যেন টসে জিতে আগে ব্যাটিং করতে পারেন, সে জন্য দোয়া চেয়ে ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ‘দোয়া করেন, যেন টসে জিতি।’
আবার গত ২১ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে বিশেষ রানিং টেস্টের আয়োজন করে বিসিবি। সেখানে ছিলেন তিন ফরম্যাট—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ওই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান শান্ত। একপর্যায়ে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন নাজমুল হাসান শান্তও।
খেলায় মনোযোগ না থাকা, বাজে পারফরম্যান্স, দলের অভ্যন্তরে নানা কোন্দলের মধ্যে দর্শক-সমর্থকদের কাছে বারবার এভাবে দোয়া চাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সোশ্যাল মিডিয়ায় ‘মায়ের দোয়া ক্রিকেট দল’ নামে ব্যঙ্গ করা হয়।
আর কদিন পরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। যদিও ইতিমধ্যে দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তাঁরা। বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতায় আশঙ্কা আছে হোয়াইটওয়াশের।
টাইগারদের এমন পারফরম্যান্সে সমালোচনায় সয়লাব সংবাদমাধ্যমসহ দেশের সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তর একটি বক্তব্য ফটোকার্ড আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হারা প্রসঙ্গে শান্ত বলেছেন, ‘আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলে। তারা যখন খেলে, ওই ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করে। স্বাভাবিকভাবেই তারা আমাদের চেয়ে বেশি দোয়া পায়।’
ফেসবুকে ভাইরাল হওয়া নাজমুল হাসান শান্তর কথিত এই বক্তব্য সমালোচনার পালে দিয়েছে নতুন হাওয়া। তাঁর বক্তব্যের কথিত ফটোকার্ডটি শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের মন্তব্য জুড়ে দিচ্ছেন। যেমন—মনিরা রওনক বুবলি নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘টিম থেকে এগুলারে বাদ দিলে পরে যদি ক্রিকেট দলের কিছু হয়। নিজের ব্যর্থতাও আল্লাহর ঘাড়ে চাপাবে এই অপদার্থগুলা। ট্যাক্সের টাকায় এইসব অপদার্থ পুষতে চাই না আমরা।’
জান্নাতুল আরিফ নামে আরেকজন লিখেছেন, ‘দোয়া না, তোমাদেরকে জুতা দেওয়া দরকার!! জনগণের টাকার দাম নাই!! ছাগলের দল!!’ নিও হ্যাপি চাকমা লিখেছেন, ‘অকৃতকার্যতার দায় দেশবাসীর, দোয়া ক্যান কম করছেন?’
আবার কথিত এই বক্তব্য নিয়ে করা অনেক পোস্টের কমেন্ট বক্সেও টাইগারদের প্রতি নিজেদের রাগ, হতাশা উগরে দিয়েছেন সমর্থকেরা। যেমন—ভাইরাল এক পোস্টের কমেন্ট বক্সে ফয়সাল আহমেদ নামে একজন লিখেছেন, ‘মায়ের দোয়া ক্রিকেট টিম সব সময় মানুষের দোয়া দিয়ে জিততে চায়। নিজেদের কোনো যোগ্যতা নাই। সব সময় মানুষের দোয়া দিয়ে জিততে চায়।’ মুহাম্মদ কাউসার নামে আরেকজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এমন কথা একজন অধিনায়ক বলতে পারে, এটা অবিশ্বাস্য!
একইভাবে কথিত বক্তব্যটি নিয়ে সন্দেহ প্রকাশ করে ইফতেখায়রুল ইসলাম লিখেছেন, ‘এই কথা কি সত্যিই বলছে? উত্তর “হ্যাঁ” হলে, মিয়া খেলা খেলতে শেখো আগে, পটর পটর কথা তো বাচ্চা পোলাপানও কয়! বেফাঁস কথা বেশি বের হলে মিডিয়া ম্যানেজার দিয়ে কথা বলান জনাবে আলী। ফালতু যত সব! উত্তর “না” হলে আমার ওপরের বলার জন্য দুঃখিত হে জনাবে আলী!
নাজমুল হাসান শান্ত কি দোয়া চেয়ে সত্যিই এমন কিছু বলেছেন?
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সিরিজের হারের কারণ হিসেবে দেশটির খেলোয়াড়দের বেশি দোয়া পাওয়াসংক্রান্ত নাজমুল হাসান শান্তর কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বভাবতই শান্ত এমন বক্তব্য দিলে সেটি মূলধারার সংবাদমাধ্যমে প্রচারিত হতো।
পরে দাবিটির উৎস যাচাইয়ে ফেসবুকে খুঁজে ‘Rashat Rahman Zico’ নামের জনপ্রিয় ফেসবুক পেজে আজ শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে কথিত বক্তব্যটি নিয়ে দেওয়া একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে ‘কৌশিক অর্ণব’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টকে সূত্র হিসেবে উল্লেখ করে লেখা হয়, শান্ত এমন কিছু বলেন নাই। ‘কৌশিক অর্ণব’ এটি বানিয়েছেন। পরে ‘কৌশিক অর্ণব’-এর ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আজ বেলা ১১টা ৯ মিনিটে দেওয়া সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘তা ছাড়া শুধু আমেরিকার জনসংখ্যাই তো আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ।’
পোস্টটির কমেন্ট বক্সে কৌশিক অর্ণব নিজেও একাধিক কমেন্টের উত্তরে জানান, নাজমুল হাসান শান্ত দোয়া নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। এ ছাড়া কমেন্টে তিনি হ্যাশট্যাগ দিয়ে ‘সার্কাজম অ্যালার্ট’ অর্থাৎ এটি ব্যঙ্গাত্মক পোস্ট এমন ইঙ্গিতও দিয়েছেন। সার্কাজম পোস্ট থেকে বক্তব্যটি বাস্তব দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
অর্থাৎ আমেরিকার টিমে ছয়টা দেশ থেকে আসা প্লেয়াররা খেলে। তারা যখন খেলে, ওই ছয় দেশের মানুষই তাদের জন্য দোয়া করে। স্বাভাবিকভাবেই, তারা আমাদের চেয়ে বেশি দোয়া পায়’ শীর্ষক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর ভাইরাল মন্তব্যটি বানোয়াট।
বাংলাদেশ ক্রিকেটে ‘দোয়া সংস্কৃতি’
চলমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ ঘিরে অধিনায়ক নাজমুল হাসান শান্তর বক্তব্যটি বানোয়াট হলেও বাংলাদেশ ক্রিকেটে দোয়া চাওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। গত বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল টাইগার শিবির। ওই সময় দেশের এক সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউতে বিশ্বকাপ দলের সদস্য শেখ মেহেদি নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস হারিয়ে এখন সমর্থকদের দোয়ার ওপর ভরসা করে বলেন, ‘দোয়া করা ছাড়া আর কোনো অপশন নাই।’
একই বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে যেন টসে জিতে আগে ব্যাটিং করতে পারেন, সে জন্য দোয়া চেয়ে ওই সময়ের অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, ‘দোয়া করেন, যেন টসে জিতি।’
আবার গত ২১ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে বিশেষ রানিং টেস্টের আয়োজন করে বিসিবি। সেখানে ছিলেন তিন ফরম্যাট—টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। ওই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান শান্ত। একপর্যায়ে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন নাজমুল হাসান শান্তও।
খেলায় মনোযোগ না থাকা, বাজে পারফরম্যান্স, দলের অভ্যন্তরে নানা কোন্দলের মধ্যে দর্শক-সমর্থকদের কাছে বারবার এভাবে দোয়া চাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সোশ্যাল মিডিয়ায় ‘মায়ের দোয়া ক্রিকেট দল’ নামে ব্যঙ্গ করা হয়।
নোয়াখালী সদর উপজেলার দুই নং দাদপুর নলুয়া বাজার এলাকায় তিন যুবলীগ নেতা–কর্মী নির্যাতন করে হত্যা করার দাবিতে ফেসবুকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, তিন ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে। এর মধ্যে দুজন প্রায় অর্ধনগ্ন। একটিতে ছবিতে একজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে কিরিচ ও
২ ঘণ্টা আগেফ্যাক্টচেক, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভাইরাল, ভুয়া পোস্ট, সংঘর্ষ, রাজধানী, সেনাবাহিনী, বিক্ষোভ, রিকশা
১ দিন আগেদীপ্তির বক্তব্য দাবিতে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দীপ্তি চৌধুরীর ছবিযুক্ত ফটোকার্ডটিতে লেখা, ‘আমার নানীর ফুফাতো বোনের স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন।’
১ দিন আগেআজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২ দিন আগে