ফ্যাক্টচেক ডেস্ক
‘ভূমি আইন’ শিরোনামে নতুন একটি আইন সম্প্রতি পাস হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। এবিষয়ে এক লিফলেটে লেখা আছে, ‘ভূমি আইন পাস হয়েছে এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি প্রচারিত ওই লিফলেটসহ এমন একটি ভিডিও আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত ৩৩ হাজার বারের বেশি দেখা হয়েছে। ফেসবুকেও বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তথ্যটি প্রচার হতে দেখা গেছে।
ভূমি আইন পাস হওয়া এবং তা ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ভূমি মন্ত্রণালয় কর্তৃক পাসকৃত সর্বশেষ আইন হলো ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩।’ এটি গত বছরের ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয়, ১৮ সেপ্টেম্বর আইনটির গেজেট প্রকাশ হয়।
২০২৩ সালে পাসকৃত অন্যান্য আইনের মধ্যে ভূমি সংস্কার আইন, ২০২৩, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩। ওয়েবসাইটটি খুঁজে তাতে উল্লিখিত আইনগুলোতে ‘ভূমি আইন’ নামে কিছু খুঁজে পাওয়া যায়নি।
এর আগে একই বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ সংসদে পাসের বিষয়ে উদ্যোগের কথা জানান। পরে সেপ্টেম্বরে সেটা পাস হয়।
ভূমি আইন নামে কোনো আইন পাস ও কার্যকর হয়েছে কি না জানতে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত লিফলেটটি ভুয়া। ভূমি আইন নামে কোনো আইন নেই।’
উপড়ের আলোচনা থেকে স্পষ্ট, ভূমি আইন পাস হওয়া এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই নামে কোনো আইনই নেই।
‘ভূমি আইন’ শিরোনামে নতুন একটি আইন সম্প্রতি পাস হয়েছে দাবি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে। এবিষয়ে এক লিফলেটে লেখা আছে, ‘ভূমি আইন পাস হয়েছে এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।’ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি প্রচারিত ওই লিফলেটসহ এমন একটি ভিডিও আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত ৩৩ হাজার বারের বেশি দেখা হয়েছে। ফেসবুকেও বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তথ্যটি প্রচার হতে দেখা গেছে।
ভূমি আইন পাস হওয়া এবং তা ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
দাবিটির সত্যতা যাচাইয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ভূমি মন্ত্রণালয় কর্তৃক পাসকৃত সর্বশেষ আইন হলো ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩।’ এটি গত বছরের ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয়, ১৮ সেপ্টেম্বর আইনটির গেজেট প্রকাশ হয়।
২০২৩ সালে পাসকৃত অন্যান্য আইনের মধ্যে ভূমি সংস্কার আইন, ২০২৩, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩। ওয়েবসাইটটি খুঁজে তাতে উল্লিখিত আইনগুলোতে ‘ভূমি আইন’ নামে কিছু খুঁজে পাওয়া যায়নি।
এর আগে একই বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তৎকালীন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ সংসদে পাসের বিষয়ে উদ্যোগের কথা জানান। পরে সেপ্টেম্বরে সেটা পাস হয়।
ভূমি আইন নামে কোনো আইন পাস ও কার্যকর হয়েছে কি না জানতে ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ানের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রচারিত লিফলেটটি ভুয়া। ভূমি আইন নামে কোনো আইন নেই।’
উপড়ের আলোচনা থেকে স্পষ্ট, ভূমি আইন পাস হওয়া এবং এটি ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এই নামে কোনো আইনই নেই।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। তাতে হাসিনাকে কথা বলতে শোনা যায়, গুলি খাওয়ার পর আবু সাঈদকে চার–পাঁচ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
১২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকও। সম্প্রতি সারজিস শিশু মডেল অভিনেত্রী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিয়ের প্রস্তাব দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১৮ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২ দিন আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ দিন আগে