ফ্যাক্টচেক ডেস্ক
শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। তবে সকাল থেকে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কোনো কর্মী–সমর্থককে দেখা যায়নি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র–জনতা নূর হোসেন চত্বর ঘিরে রেখেছে। গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।
এ কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে ব্যাপক সরব আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা। বিভিন্ন ভিডিও, ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজধানীর জিরো পয়েন্টের কর্মসূচি বাস্তবায়নে দলটির সমর্থকেরা জড়ো হচ্ছেন।
‘বঙ্গবন্ধুর সৈনিক আমরা’ নামের একটি ফেসবুক পেজে ৩২ সেকেন্ডের এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শুভ সকাল নূর চত্বরের দিকে যাচ্ছে। শুভ হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
রোববার বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি শেয়ার হয়েছে ১ হাজার ২০০, রিয়েকশন পড়েছে ১ হাজার ১০০ এবং দেখা হয়েছে ৬৯ হাজারের বেশি।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, শহীদ নূর হোসেন চত্বরের দিকে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি গত আগস্ট মাসের।
ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মানুষ, ভবনসহ অন্যান্য অবকাঠামোর মিল রয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি গোপালগঞ্জের। ওই সময় সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা আট দফা দাবিও উপস্থাপন করে। ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়’–এর ব্যানারে ওই দিন গোপালগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সূত্রে গুগল ম্যাপে ভিডিওটি ধারণের স্থানটি খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটি ধারণ করা হয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাবের অদূরে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে।
সুতরাং এটি নিশ্চিত, প্রায় তিন মাস আগে গোপালগঞ্জে সংখ্যালঘু ধারণ করা একটি ভিডিও রাজধানীতে আজ আওয়ামী লীগের সমাবেশের দাবিতে প্রচার করা হচ্ছে।
শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। তবে সকাল থেকে জিরো পয়েন্টে আওয়ামী লীগের কোনো কর্মী–সমর্থককে দেখা যায়নি। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র–জনতা নূর হোসেন চত্বর ঘিরে রেখেছে। গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।
এ কর্মসূচিকে কেন্দ্র করে অনলাইনে ব্যাপক সরব আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা। বিভিন্ন ভিডিও, ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, রাজধানীর জিরো পয়েন্টের কর্মসূচি বাস্তবায়নে দলটির সমর্থকেরা জড়ো হচ্ছেন।
‘বঙ্গবন্ধুর সৈনিক আমরা’ নামের একটি ফেসবুক পেজে ৩২ সেকেন্ডের এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শুভ সকাল নূর চত্বরের দিকে যাচ্ছে। শুভ হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
রোববার বিকেল ৪টা পর্যন্ত ভিডিওটি শেয়ার হয়েছে ১ হাজার ২০০, রিয়েকশন পড়েছে ১ হাজার ১০০ এবং দেখা হয়েছে ৬৯ হাজারের বেশি।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে দেখা যায়, শহীদ নূর হোসেন চত্বরের দিকে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি গত আগস্ট মাসের।
ভাইরাল ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ১২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটিতে থাকা মানুষ, ভবনসহ অন্যান্য অবকাঠামোর মিল রয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যায়, প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি গোপালগঞ্জের। ওই সময় সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা আট দফা দাবিও উপস্থাপন করে। ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়’–এর ব্যানারে ওই দিন গোপালগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু রোডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সূত্রে গুগল ম্যাপে ভিডিওটি ধারণের স্থানটি খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ভিডিওটি ধারণ করা হয়েছে গোপালগঞ্জ প্রেসক্লাবের অদূরে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে।
সুতরাং এটি নিশ্চিত, প্রায় তিন মাস আগে গোপালগঞ্জে সংখ্যালঘু ধারণ করা একটি ভিডিও রাজধানীতে আজ আওয়ামী লীগের সমাবেশের দাবিতে প্রচার করা হচ্ছে।
চিত্রনায়িকা শবনম বুবলি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্রকর্ম নিয়ে তিনি প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নববধূর সাজে কিছু ছবি ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি তার দ্বিতীয় বিয়ের ছবি।
২ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পতনের পর জণসাধারণের আনীত অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের অনেক নেতা-
৩ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে একাধিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের খবর সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়ে
৪ দিন আগেচলতি বছরের জুনে হাইকোর্টের রায়ে ২০১৮ সালের কোটা বাতিল–সংক্রান্ত প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করার পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। এ রায়ের পর কোটা সংস্কার দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনে সরকার বাধা দিলে তা সংঘাত ও সহিংসতায় রূপ নেয়। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটে...
৬ দিন আগে