ফ্যাক্টচেক ডেস্ক
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বে ফুটবল খেলুড়ে জাতির সংখ্যা ২১০টি। তবে বিশ্ব ফুটবলের সমর্থক বিবেচনায় বাংলাদেশের দর্শকদের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা দুই দেশ আর্জেন্টিনা আর ব্রাজিল। বিশ্বকাপ, কোপা আমেরিকা বা ফুটবলের অন্য যে কোনো আসরে এই দুই দেশের কারও উপস্থিতি মানেই বাংলাদেশে চায়ের দোকানে ঝড়, সোশ্যাল মিডিয়ায় দুই গ্রুপের দ্বৈরথ। দেশের সমর্থকদের এ উন্মাদনার সুযোগে আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের লক্ষ্য করে ফেসবুকে ছলনার ফাঁদ পেতেছে ‘Argentine Football Association-AFA (Albiceleste)’ নামের একটি পেজ। একই নামে পেজটির অধীনে আছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।
পেজটিতে গতকাল রোববার (১৯ মে) রাত ৯টা ৫৫ মিনিটে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ের পর বাংলাদেশি কিছু সমর্থকের আনন্দ উল্লাসের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়, আর্জেন্টিনার ২০২২ সালের শিরোপা জয়ের পর মধ্যরাতে উৎসব করছেন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকেরা। এ উৎসবকে ‘টোটাল ম্যাডনেস’ উল্লেখ করে ক্যাপশনে আরও লেখা হয়, আর্জেন্টিনা থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি।
পোস্টটির কমেন্টবক্সেও বাংলাদেশি সমর্থকেরা ইংরেজিতে কমেন্ট করে এ ভালোবাসার জবাব দিয়েছেন। অনেকেই দুই দেশের পতাকার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’ প্রায় একই ক্যাপশনে গত শনিবারও (১৮ মে) পেজটি থেকে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের আরেকটি ভিডিও পোস্ট করা হয়। পেজটি ঘুরে দেখা যায়, এমন বহু পোস্ট দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে।
আবার আজ সোমবার (২০ মে) আর্জেন্টিনার জার্সি গায়ে, পতাকা হাতে বাংলাদেশি এক খুদে ভক্তের আনন্দ উদ্যাপনের একটি ভিডিও পোস্ট করা হয় পেজটিতে। এই পোস্টের কমেন্টবক্সে বেশ কয়েকজন বাংলাদেশি ভক্ত সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে আর্জেন্টিনার ভোট দেওয়ার কথাটি স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, ‘Brother Don’t support israel. Israel is the terrorist country in the world. ’
পেজটি থেকে আবার কখনো কখনো রোমান হরফে স্প্যানিশ ভাষাতেও পোস্ট দেওয়া হয়। যেমন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ইন্টার মিলানের সেন্টার ফরোয়ার্ড লাওতারোর একটি ছবি শেয়ার করে স্প্যানিশ ভাষায় লেখা হয়, ‘El Toro’, যার বাংলা লড়াইয়ের ষাঁড়। কোনো কোনো পোস্টে বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা হয়েছে— Gracias Bangladesh। বাংলায় যার অর্থ কৃতজ্ঞতা বাংলাদেশ।
তবে কেবল বাংলাদেশ নয়, পেজটি থেকে অন্যান্য দেশের আর্জেন্টাইন ভক্তদের আনন্দ উদ্যাপনের ভিডিও ক্লিপও পোস্ট করতে দেখা গেছে। যেমন, গত ৭ জানুয়ারি পেজটিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আর্জেন্টাইন ভক্তদের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ উদ্যাপনের ভিডিও পোস্ট করা হয়।
পেজটির ইন্ট্রোতে দাবি করা হয়েছে, এটি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল ফ্যান পেজ। পেজটির ফলোয়ার ৭২ হাজার, লাইক ৩১ হাজার। পেজটিতে এএফএর অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরের ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। এ পর্যন্ত পেজটি দেখে যে কারওরই মনে হতে পারে এটি আর্জেন্টিনা থেকে পরিচালিত এএফএর অফিশিয়াল ফ্যান পেজ!
কিন্তু এএফএর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া সূত্রে তাদের কোনো অফিশিয়াল ফ্যান পেজ সম্পর্কে জানা যায় না।
তাই পেজটির প্রকৃত পরিচয় জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পেজটি খোলা হয়েছে ২০২০ সালের ২৮ আগস্ট। ওই সময় পেজটির নাম ছিল ‘AFA Fans’। একই দিন পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Argentine Football Association–AFA’। এরপরই জানা যায় পেজটির ছলনার আসল তথ্য। পেজ ট্রান্সপারেন্সি অনুযায়ী, পেজটির অ্যাডমিন দুজন এবং তাঁরা উভয়েই বাংলাদেশি! অর্থাৎ পেজটি পরিচালিত হয় বাংলাদেশ থেকে।
বাংলাদেশি অ্যাডমিনেরাই বাংলাদেশি সমর্থকদের উদ্যাপনের ভিডিওগুলো পোস্ট করে ক্যাপশনে লিখে দেন, ‘We love Bangladesh from Argentina।’ কখনো বা রোমান হরফে স্প্যানিশ ভাষায় বাংলাদেশিদের উদ্দেশে লেখা হয়, ‘Gracias Bangladesh’। না বুঝে এমন ছলনাতে মজে যান বাংলাদেশি অনেক আর্জেন্টাইন সমর্থক!
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বে ফুটবল খেলুড়ে জাতির সংখ্যা ২১০টি। তবে বিশ্ব ফুটবলের সমর্থক বিবেচনায় বাংলাদেশের দর্শকদের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা দুই দেশ আর্জেন্টিনা আর ব্রাজিল। বিশ্বকাপ, কোপা আমেরিকা বা ফুটবলের অন্য যে কোনো আসরে এই দুই দেশের কারও উপস্থিতি মানেই বাংলাদেশে চায়ের দোকানে ঝড়, সোশ্যাল মিডিয়ায় দুই গ্রুপের দ্বৈরথ। দেশের সমর্থকদের এ উন্মাদনার সুযোগে আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের লক্ষ্য করে ফেসবুকে ছলনার ফাঁদ পেতেছে ‘Argentine Football Association-AFA (Albiceleste)’ নামের একটি পেজ। একই নামে পেজটির অধীনে আছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও।
পেজটিতে গতকাল রোববার (১৯ মে) রাত ৯টা ৫৫ মিনিটে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ের পর বাংলাদেশি কিছু সমর্থকের আনন্দ উল্লাসের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে ইংরেজিতে লেখা হয়, আর্জেন্টিনার ২০২২ সালের শিরোপা জয়ের পর মধ্যরাতে উৎসব করছেন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকেরা। এ উৎসবকে ‘টোটাল ম্যাডনেস’ উল্লেখ করে ক্যাপশনে আরও লেখা হয়, আর্জেন্টিনা থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি।
পোস্টটির কমেন্টবক্সেও বাংলাদেশি সমর্থকেরা ইংরেজিতে কমেন্ট করে এ ভালোবাসার জবাব দিয়েছেন। অনেকেই দুই দেশের পতাকার ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’ প্রায় একই ক্যাপশনে গত শনিবারও (১৮ মে) পেজটি থেকে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের আরেকটি ভিডিও পোস্ট করা হয়। পেজটি ঘুরে দেখা যায়, এমন বহু পোস্ট দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে।
আবার আজ সোমবার (২০ মে) আর্জেন্টিনার জার্সি গায়ে, পতাকা হাতে বাংলাদেশি এক খুদে ভক্তের আনন্দ উদ্যাপনের একটি ভিডিও পোস্ট করা হয় পেজটিতে। এই পোস্টের কমেন্টবক্সে বেশ কয়েকজন বাংলাদেশি ভক্ত সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিনের বিপক্ষে আর্জেন্টিনার ভোট দেওয়ার কথাটি স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, ‘Brother Don’t support israel. Israel is the terrorist country in the world. ’
পেজটি থেকে আবার কখনো কখনো রোমান হরফে স্প্যানিশ ভাষাতেও পোস্ট দেওয়া হয়। যেমন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ইন্টার মিলানের সেন্টার ফরোয়ার্ড লাওতারোর একটি ছবি শেয়ার করে স্প্যানিশ ভাষায় লেখা হয়, ‘El Toro’, যার বাংলা লড়াইয়ের ষাঁড়। কোনো কোনো পোস্টে বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা হয়েছে— Gracias Bangladesh। বাংলায় যার অর্থ কৃতজ্ঞতা বাংলাদেশ।
তবে কেবল বাংলাদেশ নয়, পেজটি থেকে অন্যান্য দেশের আর্জেন্টাইন ভক্তদের আনন্দ উদ্যাপনের ভিডিও ক্লিপও পোস্ট করতে দেখা গেছে। যেমন, গত ৭ জানুয়ারি পেজটিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আর্জেন্টাইন ভক্তদের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার জয়ের পর আনন্দ উদ্যাপনের ভিডিও পোস্ট করা হয়।
পেজটির ইন্ট্রোতে দাবি করা হয়েছে, এটি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল ফ্যান পেজ। পেজটির ফলোয়ার ৭২ হাজার, লাইক ৩১ হাজার। পেজটিতে এএফএর অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরের ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে। এ পর্যন্ত পেজটি দেখে যে কারওরই মনে হতে পারে এটি আর্জেন্টিনা থেকে পরিচালিত এএফএর অফিশিয়াল ফ্যান পেজ!
কিন্তু এএফএর ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া সূত্রে তাদের কোনো অফিশিয়াল ফ্যান পেজ সম্পর্কে জানা যায় না।
তাই পেজটির প্রকৃত পরিচয় জানার চেষ্টা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। পেজ ট্রান্সপারেন্সি বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পেজটি খোলা হয়েছে ২০২০ সালের ২৮ আগস্ট। ওই সময় পেজটির নাম ছিল ‘AFA Fans’। একই দিন পেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘Argentine Football Association–AFA’। এরপরই জানা যায় পেজটির ছলনার আসল তথ্য। পেজ ট্রান্সপারেন্সি অনুযায়ী, পেজটির অ্যাডমিন দুজন এবং তাঁরা উভয়েই বাংলাদেশি! অর্থাৎ পেজটি পরিচালিত হয় বাংলাদেশ থেকে।
বাংলাদেশি অ্যাডমিনেরাই বাংলাদেশি সমর্থকদের উদ্যাপনের ভিডিওগুলো পোস্ট করে ক্যাপশনে লিখে দেন, ‘We love Bangladesh from Argentina।’ কখনো বা রোমান হরফে স্প্যানিশ ভাষায় বাংলাদেশিদের উদ্দেশে লেখা হয়, ‘Gracias Bangladesh’। না বুঝে এমন ছলনাতে মজে যান বাংলাদেশি অনেক আর্জেন্টাইন সমর্থক!
পরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
১৮ ঘণ্টা আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
১ দিন আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১ দিন আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
৩ দিন আগে