সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশির মৃত্যুর খবর ভাইরাল, যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯: ২৬
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ২৭

সৌদি আরবে ‘আগুন লেগে ২০ বাংলাদেশির নিহত’ হওয়ার একটি তথ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। রাহিন আহমেদ রহিম নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টা ৫১মিনিটে এমন এক পোস্ট দেওয়া হয়। এতে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে দেড়শ বারের বেশি। ইসলামিক জ্ঞান নামের প্রায় ৮ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ থেকেও একই অ্যাকাউন্ট থেকে তথ্যটি শেয়ার হতে দেখা যায়। এতে এক হাজারের বেশি রিয়েকশন পড়েছে। 

পোস্ট দুটিসহ ফেসবুকে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি মৃত্যুর তথ্যটি পুরোনো। চলতি বছরের গত মার্চে সৌদি আরবে ঘটা সড়ক দুর্ঘটনার তথ্যকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে। 

তথ্যে সত্যতা নিয়ে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো অনুসন্ধানে নির্ভরযোগ্য তথ্য বা সূত্র খুঁজে পাওয়া যায়নি। দেশীয় ও সৌদি গণমাধ্যমেও আগুনে ২০ জনের বেশি বাংলাদেশি হতাহতের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

ফেসবুকে প্রচারিত কিছু কিছু পোস্টে সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি নিহতের কথিত ঘটনাটির স্থান এবং কিছু ছবি খুঁজে পাওয়া যায়। এসব পোস্টে দাবি করা হয়, ঘটনাটি ঘটেছে সৌদি আরবের খামিস মুশাইদ এলাকায়। 

পোস্টগুলোতে উল্লিখিত এ স্থান ও ছবিগুলোর সূত্রে অনুসন্ধানে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজে চলতি বছরের গত ২৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসের ২০ আরোহী নিহত এবং আরও ২৯ জন আহত হন। হতাহতের মধ্যে সৌদি আরবের নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। খামিস মুশাইদ থেকে আভা যাওয়ার সময় আশির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ফেসবুকে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।

পুরোনো ছবি নতুন করে প্রচার। ছবি: আল আরাবিয়া 

সৌদি আরবের আরেকটি সংবাদমাধ্যম আরব নিউজও একইদিনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবারিয়ার সূত্রে একই তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন টি দেখুন এখানে। 

২৮ মার্চ ফেসবুকে প্রায় একই তথ্য ও ছবি সংবলিত পোস্টও খুঁজে পাওয়া যায়। এমন একটি পোস্ট দেখুন এখানে। 

একই ঘটনা নিয়ে চলতি বছরের ২৮ মার্চের পোস্ট। ছবি: ফেসবুক  

এই ঘটনা নিয়ে ওই সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রকাশ করে। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ২৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম শাখা) কাজী এমদাদের বরাত দিয়ে জানায়, মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ বাংলাদেশি নিহত হন। মক্কাগামী ওই বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি ছিলেন। এ দুর্ঘটনায় ২৯ মার্চ পর্যন্ত ২৪ জন মারা যান। 

এ ছাড়া ফেসবুকে প্রচারিত তথ্যটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, সৌদি আরবে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। 

সিদ্ধান্ত
চলতি বছরের গত ২৮ মার্চ ওমরাহ করতে মক্কা যাওয়ার পথে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ১৮ জন বাংলাদেশি নিহত হন। প্রায় ৮ মাসের এই ঘটনাটিকেই সাম্প্রতিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত