ফ্যাক্টচেক ডেস্ক
সৌদি আরবে ‘আগুন লেগে ২০ বাংলাদেশির নিহত’ হওয়ার একটি তথ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। রাহিন আহমেদ রহিম নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টা ৫১মিনিটে এমন এক পোস্ট দেওয়া হয়। এতে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে দেড়শ বারের বেশি। ইসলামিক জ্ঞান নামের প্রায় ৮ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ থেকেও একই অ্যাকাউন্ট থেকে তথ্যটি শেয়ার হতে দেখা যায়। এতে এক হাজারের বেশি রিয়েকশন পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি মৃত্যুর তথ্যটি পুরোনো। চলতি বছরের গত মার্চে সৌদি আরবে ঘটা সড়ক দুর্ঘটনার তথ্যকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে।
তথ্যে সত্যতা নিয়ে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো অনুসন্ধানে নির্ভরযোগ্য তথ্য বা সূত্র খুঁজে পাওয়া যায়নি। দেশীয় ও সৌদি গণমাধ্যমেও আগুনে ২০ জনের বেশি বাংলাদেশি হতাহতের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকে প্রচারিত কিছু কিছু পোস্টে সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি নিহতের কথিত ঘটনাটির স্থান এবং কিছু ছবি খুঁজে পাওয়া যায়। এসব পোস্টে দাবি করা হয়, ঘটনাটি ঘটেছে সৌদি আরবের খামিস মুশাইদ এলাকায়।
পোস্টগুলোতে উল্লিখিত এ স্থান ও ছবিগুলোর সূত্রে অনুসন্ধানে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজে চলতি বছরের গত ২৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসের ২০ আরোহী নিহত এবং আরও ২৯ জন আহত হন। হতাহতের মধ্যে সৌদি আরবের নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। খামিস মুশাইদ থেকে আভা যাওয়ার সময় আশির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ফেসবুকে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
সৌদি আরবের আরেকটি সংবাদমাধ্যম আরব নিউজও একইদিনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবারিয়ার সূত্রে একই তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন টি দেখুন এখানে।
২৮ মার্চ ফেসবুকে প্রায় একই তথ্য ও ছবি সংবলিত পোস্টও খুঁজে পাওয়া যায়। এমন একটি পোস্ট দেখুন এখানে।
এই ঘটনা নিয়ে ওই সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রকাশ করে। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ২৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম শাখা) কাজী এমদাদের বরাত দিয়ে জানায়, মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ বাংলাদেশি নিহত হন। মক্কাগামী ওই বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি ছিলেন। এ দুর্ঘটনায় ২৯ মার্চ পর্যন্ত ২৪ জন মারা যান।
এ ছাড়া ফেসবুকে প্রচারিত তথ্যটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, সৌদি আরবে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।
সিদ্ধান্ত
চলতি বছরের গত ২৮ মার্চ ওমরাহ করতে মক্কা যাওয়ার পথে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ১৮ জন বাংলাদেশি নিহত হন। প্রায় ৮ মাসের এই ঘটনাটিকেই সাম্প্রতিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
সৌদি আরবে ‘আগুন লেগে ২০ বাংলাদেশির নিহত’ হওয়ার একটি তথ্য ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। রাহিন আহমেদ রহিম নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টা ৫১মিনিটে এমন এক পোস্ট দেওয়া হয়। এতে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ৩ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টটি শেয়ার হয়েছে দেড়শ বারের বেশি। ইসলামিক জ্ঞান নামের প্রায় ৮ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ থেকেও একই অ্যাকাউন্ট থেকে তথ্যটি শেয়ার হতে দেখা যায়। এতে এক হাজারের বেশি রিয়েকশন পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি মৃত্যুর তথ্যটি পুরোনো। চলতি বছরের গত মার্চে সৌদি আরবে ঘটা সড়ক দুর্ঘটনার তথ্যকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে।
তথ্যে সত্যতা নিয়ে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো অনুসন্ধানে নির্ভরযোগ্য তথ্য বা সূত্র খুঁজে পাওয়া যায়নি। দেশীয় ও সৌদি গণমাধ্যমেও আগুনে ২০ জনের বেশি বাংলাদেশি হতাহতের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকে প্রচারিত কিছু কিছু পোস্টে সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি নিহতের কথিত ঘটনাটির স্থান এবং কিছু ছবি খুঁজে পাওয়া যায়। এসব পোস্টে দাবি করা হয়, ঘটনাটি ঘটেছে সৌদি আরবের খামিস মুশাইদ এলাকায়।
পোস্টগুলোতে উল্লিখিত এ স্থান ও ছবিগুলোর সূত্রে অনুসন্ধানে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজে চলতি বছরের গত ২৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ প্রতিবেদন থেকে জানা যায়, মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসের ২০ আরোহী নিহত এবং আরও ২৯ জন আহত হন। হতাহতের মধ্যে সৌদি আরবের নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। খামিস মুশাইদ থেকে আভা যাওয়ার সময় আশির প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ফেসবুকে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়।
সৌদি আরবের আরেকটি সংবাদমাধ্যম আরব নিউজও একইদিনে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবারিয়ার সূত্রে একই তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন টি দেখুন এখানে।
২৮ মার্চ ফেসবুকে প্রায় একই তথ্য ও ছবি সংবলিত পোস্টও খুঁজে পাওয়া যায়। এমন একটি পোস্ট দেখুন এখানে।
এই ঘটনা নিয়ে ওই সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোও সংবাদ প্রকাশ করে। ইংরেজি দৈনিক ডেইলি স্টার ২৯ মার্চ সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম শাখা) কাজী এমদাদের বরাত দিয়ে জানায়, মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ বাংলাদেশি নিহত হন। মক্কাগামী ওই বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৪ জন বাংলাদেশি ছিলেন। এ দুর্ঘটনায় ২৯ মার্চ পর্যন্ত ২৪ জন মারা যান।
এ ছাড়া ফেসবুকে প্রচারিত তথ্যটির সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, সৌদি আরবে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।
সিদ্ধান্ত
চলতি বছরের গত ২৮ মার্চ ওমরাহ করতে মক্কা যাওয়ার পথে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ১৮ জন বাংলাদেশি নিহত হন। প্রায় ৮ মাসের এই ঘটনাটিকেই সাম্প্রতিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন— এই দাবিতে যমুনা টেলিভিশনের লোগোসহ একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে লেখা আছে, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা।’
১ ঘণ্টা আগেমনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
১৮ ঘণ্টা আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
১ দিন আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
১ দিন আগে