ফ্যাক্টচেক ডেস্ক
অভিনেত্রী তানজিন তিশার হাসপাতালের পোশাক পরা একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি আসলেই আত্মহত্যা করতে গিয়েছিলেন। হাসান ভ্লগস নামে এক ফেসবুক পেজ থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক ভিডিও আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ১০ হাজার এবং দুশোর বেশি মন্তব্য পড়েছে। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, তানজিন তিশা আত্মহত্যা করতে গিয়েছিলেন দাবি করে প্রচারিত ভিডিওটি একটি নাটকের অংশ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট নামে এক ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি ‘কোথায় খুঁজি তারে নামে’ একটি নাটক খুঁজে পাওয়া যায়। নাটকটির ৩৭ মিনিট সময়কালের সঙ্গে ফেসবুকে প্রচারিত দৃশ্যটির মিল খুঁজে পাওয়া যায়। নাটকটি দেখুন এখানে।
নাটকটি সম্পর্কে জানা যায়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তানজিন তিশা ও ফারহান অভিনীত এই নাটক মুক্তি পায়। এই নাটকে এক টেলিভিশন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন তিশা, ক্যানসার আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার চরিত্রের।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর তানজিন তিশা হঠাৎ হাসপাতালে ভর্তি হন। রাজারবাগের বাসা থেকে তাঁর বোন তাঁকে নিয়ে হাসপাতালে যান। তানজিন তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মহত্যা চেষ্টার খবরটিকে ভুল বলে জানান অভিনেত্রী নিজেই। সেদিন সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দেন তিশা।
সিদ্ধান্ত
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি তানজিন তিশা ও ফারহান অভিনীত ‘কোথায় খুঁজি তারে’ নামে একটি নাটক মুক্তি পায়। এতে তিশা ক্যানসার আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেন। ওই নাটকের খণ্ডিত অংশ তানজিন তিশার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি আসলেই আত্মহত্যা করতে গিয়েছিলেন।
অভিনেত্রী তানজিন তিশার হাসপাতালের পোশাক পরা একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, তিনি আসলেই আত্মহত্যা করতে গিয়েছিলেন। হাসান ভ্লগস নামে এক ফেসবুক পেজ থেকে গত রোববার (১৯ নভেম্বর) প্রচারিত এমন এক ভিডিও আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ১০ হাজার এবং দুশোর বেশি মন্তব্য পড়েছে। পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।
অনুসন্ধানে দেখা যায়, তানজিন তিশা আত্মহত্যা করতে গিয়েছিলেন দাবি করে প্রচারিত ভিডিওটি একটি নাটকের অংশ।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সুলতান এন্টারটেইনমেন্ট নামে এক ইউটিউব চ্যানেলে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি ‘কোথায় খুঁজি তারে নামে’ একটি নাটক খুঁজে পাওয়া যায়। নাটকটির ৩৭ মিনিট সময়কালের সঙ্গে ফেসবুকে প্রচারিত দৃশ্যটির মিল খুঁজে পাওয়া যায়। নাটকটি দেখুন এখানে।
নাটকটি সম্পর্কে জানা যায়, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তানজিন তিশা ও ফারহান অভিনীত এই নাটক মুক্তি পায়। এই নাটকে এক টেলিভিশন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেন তিশা, ক্যানসার আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তার চরিত্রের।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর তানজিন তিশা হঠাৎ হাসপাতালে ভর্তি হন। রাজারবাগের বাসা থেকে তাঁর বোন তাঁকে নিয়ে হাসপাতালে যান। তানজিন তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ১৬ নভেম্বর সন্ধ্যায় আত্মহত্যা চেষ্টার খবরটিকে ভুল বলে জানান অভিনেত্রী নিজেই। সেদিন সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দেন তিশা।
সিদ্ধান্ত
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি তানজিন তিশা ও ফারহান অভিনীত ‘কোথায় খুঁজি তারে’ নামে একটি নাটক মুক্তি পায়। এতে তিশা ক্যানসার আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেন। ওই নাটকের খণ্ডিত অংশ তানজিন তিশার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি আসলেই আত্মহত্যা করতে গিয়েছিলেন।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
১ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২০ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগে