ফ্যাক্টচেক ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে গত ২৭ জানুয়ারি হত্যাকাণ্ডের শিকার হন বিকাশ সরকার, তাঁর স্ত্রী স্বর্ণা সরকার ও তাঁদের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি। পরে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে তাড়াশ থানা পুলিশ এসে ঘরের তালা ভেঙে বিকাশ, তাঁর স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার কিছু বাংলাদেশি অ্যাকাউন্টে নিহত এই তিনজনের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘একই সনাতনী পরিবারের স্বামী স্ত্রী ও কন্যা সন্তানকে জবাই করে হত্যা করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।... ওদের টার্গেট প্রতিদিন হিন্দুদের দেশ ছাড়া করা।’
এছাড়া ভারতীয় কিছু এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকেও হত্যাকাণ্ডের শিকার পরিবারটির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘পরিবারটিকে মুসলমানরা গলা কেটে হত্যা করেছে। ইসলামিক টেররিস্ট (Izlamic Terrorist) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার (পয়লা ফেব্রুয়ারি) একটি টুইট করে দাবি করা হয়, বাংলাদেশে একটি হিন্দু পরিবারের তিন সদস্যকে মুসলমানরা নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে। এটা কি ইসলাম?’
দাবিটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। সিরাজগঞ্জের এই ঘটনা নিয়ে গত বৃহস্পতিবারে (পয়লা ফেব্রুয়ারি) আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়। এর আগেরদিন বুধবার (৩১ জানুয়ারি) আলোচিত ঘটনাটি নিয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ব্যবসায়িক কাজে আর্থিক লেনদেনের বিরোধের জেরে সিরাজগঞ্জের তাড়াশে মা–বাবা–মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। প্রথমে মেয়ে, এরপর মা এবং সবার শেষে হত্যা করা হয় বাবাকে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন রাজিব কুমার ভৌমিক (৩৫) নামে এক যুবক। তিনি সম্পর্কে নিহত বিকাশ চন্দ্র সরকারের ভাগনে। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত রাজিব কুমার ভৌমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁর বাবা মারা যাওয়ার পর ২০২১ সাল থেকে মামা বিকাশ চন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে খাদ্যশস্য কেনাবেচার ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। পরে এই ব্যবসা ঘিরেই তাঁদের মধ্যে বিরোধ ঘটে। একপর্যায়ে গত ২২ জানুয়ারি রাজিব কুমার ভৌমিক তাঁর মামার দাবিকৃত টাকা ফেরত দেওয়ার কথা বলে বাসায় আসেন। ওই সময় বাসায় মামার অনুপস্থিতির সুযোগে মামি ও মামাতো বোন তুষিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রাজিব কুমার ভৌমিক লোহার রড দিয়ে প্রথমে মাথায় আঘাত করেন এবং মৃত্যু নিশ্চিত করতে পরে একে একে তিনজনের গলা কাটেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও গলা কাটায় ব্যবহৃত হাসুয়াও উদ্ধার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই হত্যাকাণ্ডের এই ঘটনার পর নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলা সম্পর্কে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার বাদী সুকমলের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। মামলার এজাহারে পূর্বশত্রুতার জেরে বোনজামাই, বোন ও ভাগনিকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ও সপরিবারে নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাসের মামলার এজাহার সূত্রে এটি নিশ্চিত যে, হত্যাকাণ্ডের এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পৃক্ততা নেই। বরং ব্যবসায়িক কাজে আর্থিক লেনদেনের বিরোধের জেরে নিজ ভাগনে রাজিব কুমার ভৌমিকের হাতে খুন হন তাঁরা।
সিরাজগঞ্জের তাড়াশে গত ২৭ জানুয়ারি হত্যাকাণ্ডের শিকার হন বিকাশ সরকার, তাঁর স্ত্রী স্বর্ণা সরকার ও তাঁদের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি। পরে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে তাড়াশ থানা পুলিশ এসে ঘরের তালা ভেঙে বিকাশ, তাঁর স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার কিছু বাংলাদেশি অ্যাকাউন্টে নিহত এই তিনজনের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘একই সনাতনী পরিবারের স্বামী স্ত্রী ও কন্যা সন্তানকে জবাই করে হত্যা করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।... ওদের টার্গেট প্রতিদিন হিন্দুদের দেশ ছাড়া করা।’
এছাড়া ভারতীয় কিছু এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকেও হত্যাকাণ্ডের শিকার পরিবারটির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘পরিবারটিকে মুসলমানরা গলা কেটে হত্যা করেছে। ইসলামিক টেররিস্ট (Izlamic Terrorist) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত বৃহস্পতিবার (পয়লা ফেব্রুয়ারি) একটি টুইট করে দাবি করা হয়, বাংলাদেশে একটি হিন্দু পরিবারের তিন সদস্যকে মুসলমানরা নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে। এটা কি ইসলাম?’
দাবিটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। সিরাজগঞ্জের এই ঘটনা নিয়ে গত বৃহস্পতিবারে (পয়লা ফেব্রুয়ারি) আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়। এর আগেরদিন বুধবার (৩১ জানুয়ারি) আলোচিত ঘটনাটি নিয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ব্যবসায়িক কাজে আর্থিক লেনদেনের বিরোধের জেরে সিরাজগঞ্জের তাড়াশে মা–বাবা–মেয়েকে গলা কেটে হত্যা করা হয়। প্রথমে মেয়ে, এরপর মা এবং সবার শেষে হত্যা করা হয় বাবাকে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন রাজিব কুমার ভৌমিক (৩৫) নামে এক যুবক। তিনি সম্পর্কে নিহত বিকাশ চন্দ্র সরকারের ভাগনে। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত রাজিব কুমার ভৌমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁর বাবা মারা যাওয়ার পর ২০২১ সাল থেকে মামা বিকাশ চন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে খাদ্যশস্য কেনাবেচার ব্যবসায় যুক্ত ছিলেন তিনি। পরে এই ব্যবসা ঘিরেই তাঁদের মধ্যে বিরোধ ঘটে। একপর্যায়ে গত ২২ জানুয়ারি রাজিব কুমার ভৌমিক তাঁর মামার দাবিকৃত টাকা ফেরত দেওয়ার কথা বলে বাসায় আসেন। ওই সময় বাসায় মামার অনুপস্থিতির সুযোগে মামি ও মামাতো বোন তুষিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রাজিব কুমার ভৌমিক লোহার রড দিয়ে প্রথমে মাথায় আঘাত করেন এবং মৃত্যু নিশ্চিত করতে পরে একে একে তিনজনের গলা কাটেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও গলা কাটায় ব্যবহৃত হাসুয়াও উদ্ধার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই হত্যাকাণ্ডের এই ঘটনার পর নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলা সম্পর্কে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলার বাদী সুকমলের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। মামলার এজাহারে পূর্বশত্রুতার জেরে বোনজামাই, বোন ও ভাগনিকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ও সপরিবারে নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাসের মামলার এজাহার সূত্রে এটি নিশ্চিত যে, হত্যাকাণ্ডের এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পৃক্ততা নেই। বরং ব্যবসায়িক কাজে আর্থিক লেনদেনের বিরোধের জেরে নিজ ভাগনে রাজিব কুমার ভৌমিকের হাতে খুন হন তাঁরা।
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
২ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
২১ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
৩ দিন আগে