ফ্যাক্টচেক ডেস্ক
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আাসা পাহাড়ি ঢলের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে ছিল সিলেট অঞ্চল। সম্প্রতি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সংবাদমাধ্যমে আজ সোমবার (২৪ জুন) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সকালে জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে আবার বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হয়েছে।
সিলেটের এ বন্যার জন্য সোশ্যাল মিডিয়ায় ফারাক্কা বাঁধকে দায়ী করে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি বাঁধ উপচে পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বাঁধটিকে ফারাক্কা বাঁধ উল্লেখ করে দাবি করা হচ্ছে, এই বাঁধের কারণে সিলেটে বন্যার ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ২০২২ সালের বন্যাকেও হার মানাবে ২০২৪ সালের বন্যা।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘মায়ার দুনিয়া’ নামের এক অ্যাকাউন্টে ৫ দিন আগে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার (২৪ জুন) বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৭ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার, শেয়ার হয়েছে ৪ হাজার ২০০-এর বেশি। একই ভিডিও ফেসবুকেও রিল আকারে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সত্যম শর্মা’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ভিডিওটি ২০১৭ সালের ২৭ জুলাই পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে বাঁধটি সম্পর্কে বলা হয়েছে, এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধ। সত্যম শর্মা ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনাকারী নিজেই ভিডিওটি ধারণ করেন।
এই সূত্রে পরবর্তীতে খুঁজে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সরকারি ওয়েবসাইটে বাঁধটির একাধিক ছবি পাওয়া যায়। এসব ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ওয়েবসাইটটি থেকে জানা যায়, এটি ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপর অবস্থিত। এই নদীর কোনো অংশ বাংলাদেশে প্রবেশ করেনি। ফলে এই বাঁধের পানি ছাড়লে তাতে বাংলাদেশের সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। গুগল আর্থে খুঁজেও একই স্থানে বাঁধটির অবস্থানের চিত্র পাওয়া যায়। এ ছাড়া ফারাক্কা বাঁধের সঙ্গেও ভাইরাল বাঁধটির অমিল পাওয়া যায়।
অর্থাৎ ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত একটি বাঁধের ভিডিওকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে ফারাক্কা বাঁধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
সিলেটের বন্যার সঙ্গে কী ফারাক্কা বাঁধের সম্পর্ক আছে
ভারতের সরকারি ওয়েবসাইটের তথ্য মতে, ফারাক্কা বাঁধের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মাঝামাঝি স্থানে গঙ্গা নদীর ওপর। এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশের ওপর ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়েছে।
বিবিসি বাংলার ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর প্রবল বৃষ্টিপাতের কারণে ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেটের সব কটি খুলে দেয় ভারত। এতে রাজশাহীসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়। অপরদিকে সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি অঞ্চল।
অর্থাৎ ভৌগোলিকভাবে রাজশাহী বিভাগ সিলেটের চেয়ে ফারাক্কা বাঁধের কাছে অবস্থিত। ফলে ফারাক্কা বাঁধ খুলে দিলে আগে রাজশাহী অঞ্চল বন্যা কবলিত হওয়ার কথা স্বাভাবিকভাবে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে সম্প্রতি রাজশাহীতে বন্যা হওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আাসা পাহাড়ি ঢলের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে ছিল সিলেট অঞ্চল। সম্প্রতি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সংবাদমাধ্যমে আজ সোমবার (২৪ জুন) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার সকালে জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে আবার বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা তৈরি হয়েছে।
সিলেটের এ বন্যার জন্য সোশ্যাল মিডিয়ায় ফারাক্কা বাঁধকে দায়ী করে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে একটি বাঁধ উপচে পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বাঁধটিকে ফারাক্কা বাঁধ উল্লেখ করে দাবি করা হচ্ছে, এই বাঁধের কারণে সিলেটে বন্যার ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। ২০২২ সালের বন্যাকেও হার মানাবে ২০২৪ সালের বন্যা।
শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ‘মায়ার দুনিয়া’ নামের এক অ্যাকাউন্টে ৫ দিন আগে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার (২৪ জুন) বিকেল ৪টা পর্যন্ত প্রায় ২৭ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে রিয়েকশন পড়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার, শেয়ার হয়েছে ৪ হাজার ২০০-এর বেশি। একই ভিডিও ফেসবুকেও রিল আকারে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘সত্যম শর্মা’ নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে ভিডিওটি ২০১৭ সালের ২৭ জুলাই পোস্ট করা হয়েছিল। ভিডিওটির ক্যাপশনে বাঁধটি সম্পর্কে বলা হয়েছে, এটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধ। সত্যম শর্মা ইউটিউব অ্যাকাউন্টটি পরিচালনাকারী নিজেই ভিডিওটি ধারণ করেন।
এই সূত্রে পরবর্তীতে খুঁজে ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সরকারি ওয়েবসাইটে বাঁধটির একাধিক ছবি পাওয়া যায়। এসব ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ওয়েবসাইটটি থেকে জানা যায়, এটি ঝাড়খণ্ডের দামোদর নদীর ওপর অবস্থিত। এই নদীর কোনো অংশ বাংলাদেশে প্রবেশ করেনি। ফলে এই বাঁধের পানি ছাড়লে তাতে বাংলাদেশের সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। গুগল আর্থে খুঁজেও একই স্থানে বাঁধটির অবস্থানের চিত্র পাওয়া যায়। এ ছাড়া ফারাক্কা বাঁধের সঙ্গেও ভাইরাল বাঁধটির অমিল পাওয়া যায়।
অর্থাৎ ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত একটি বাঁধের ভিডিওকে ইন্টারনেট থেকে সংগ্রহ করে ফারাক্কা বাঁধের দাবিতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
সিলেটের বন্যার সঙ্গে কী ফারাক্কা বাঁধের সম্পর্ক আছে
ভারতের সরকারি ওয়েবসাইটের তথ্য মতে, ফারাক্কা বাঁধের অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার মাঝামাঝি স্থানে গঙ্গা নদীর ওপর। এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশের ওপর ব্যাপক ও ভয়াবহ ক্ষতিকর প্রভাব পড়েছে।
বিবিসি বাংলার ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই বছর প্রবল বৃষ্টিপাতের কারণে ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেটের সব কটি খুলে দেয় ভারত। এতে রাজশাহীসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক জেলার নিম্নাঞ্চল তলিয়ে যায়। অপরদিকে সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি অঞ্চল।
অর্থাৎ ভৌগোলিকভাবে রাজশাহী বিভাগ সিলেটের চেয়ে ফারাক্কা বাঁধের কাছে অবস্থিত। ফলে ফারাক্কা বাঁধ খুলে দিলে আগে রাজশাহী অঞ্চল বন্যা কবলিত হওয়ার কথা স্বাভাবিকভাবে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে সম্প্রতি রাজশাহীতে বন্যা হওয়ার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
৬ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১২ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগে