ভুটান কি একমাত্র কার্বন নেগেটিভ দেশ, সেখানে কি দূষণ নেই

ফ্যাক্টচেক  ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৪২
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭: ২৯

ভুটান পৃথিবীর একমাত্র দেশ। এই দেশ কখনো পানি ও খাদ্য সংকট বা পানি ও বাতাস দূষণের সমস্যায় পড়েনি। এটি একমাত্র কার্বন নেগেটিভ দেশ, যা কার্বন উৎপাদনের চেয়ে শোষণ করে বেশি— এমন দাবিতে একটি ফটোকার্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা তথ্য’ নামের ৭ লাখ ২২ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ৫ ফেব্রুয়ারি আবিদুল ইসলাম রাফি নামের এক অ্যাকাউন্ট থেকে দেওয়া সবচেয়ে ভাইরাল ফটোকার্ডটি পাওয়া যায়। ফটোকার্ডটিতে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৯ হাজারের বেশি রিয়েকশন পড়েছে, শেয়ার হয়েছে ৫০০ বারের বেশি। দাবিটি যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ। 

ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ? 
কি-ওয়ার্ড অনুসন্ধানে অস্ট্রেলিয়ার ক্লাইমেট কাউন্সিলের ওয়েবসাইটে ২০১৭ সালের ২ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় ভুটান পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি পায়। 

বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে ২০২১ সালের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেবল ভুটান নয়, কার্বন নেগেটিভ ক্লাব নামে কয়েকটি দেশের সমন্বয়ে একটি ক্লাব গড়ে উঠছে, যাতে দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম যুক্ত হয়েছে। ওই বছরের শেষে উত্তর আমেরিকার দেশ পানামারও এই ক্লাবে যুক্ত হওয়ার কথা।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, পানামা, ভুটান ও সুরিনাম এই তিন দেশ মিলে কার্বন নেগেটিভ জোট গঠন করে বিশ্বের মাত্র তিনটি কার্বন নেগেটিভ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। পানামা সরকারের সরকারি ওয়েবসাইটে একই বছরের ২ নভেম্বর কপ ২৬ সম্মেলন চলার সময় পানামা, ভুটান ও সুরিনাম মিলে কার্বন নেগেটিভ জোট গঠনের সিদ্ধান্তের কথা জানা যায়। অর্থাৎ ওই সময় ভুটান ছাড়াও কার্বন নেগেটিভ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে সুরিনাম ও পানামা। 

বিশ্ব জনসংখ্যা এবং জনমিতি পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ওয়েবসাইটে ২০২৪ সালের কার্বন নেগেটিভ দেশের একটি তালিকা খুঁজে পাওয়া যায়। এই তালিকায় ভুটান ছাড়াও পানামা ও সুরিনামের নাম আছে। অর্থাৎ ভুটান পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশ হিসেবে নাম লেখালেও এর সঙ্গে আরও দুটি যুক্ত হয়েছে, যারা কার্বন নেগেটিভ। 

প্রসঙ্গত, কার্বন নেগেটিভ দেশ মানে হলো, এই দেশগুলো বায়ুমণ্ডলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, তার চেয়ে বেশি শোষণ করে।

বর্তমানে পৃথিবীতে কার্বন নেগেটিভ দেশের সংখ্যা ভুটানসহ তিনটিভুটানের পানি, বাতাস কেমন? 
ভুটানের বায়ু দূষণ নিয়ে অনুসন্ধানে গবেষণা জার্নাল স্প্রিঞ্জার লিংকে ২০২১ সালে প্রকাশিত একটি নিবন্ধ পাওয়া যায়। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভুটানের রাজধানী থিম্পুর বাতাসে পিএম ২ দশমিক ৫ বা ধূলিকণা ও ২ দশমিক ৫ মাইক্রোমিটারের ছোট পদার্থের উপস্থিতি নিয়ে গবেষণার ভিত্তিতে প্রবন্ধটি লেখা হয়। এতে দেখা যায়, সেই শহরে এই তিন বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মানের চেয়েও পিএম ২ দশমিক ৫ অনেক বেশি পরিমাণে ছিল। 

ভুটানের জাতীয় টিভি ও রেডিও সম্প্রচার সংস্থা ভুটান ব্রডকাস্টিং করপোরেশনের ওয়েবসাইটে ২০১৮ সালের ২২ জানুয়ারি দেশটির বায়ু দূষণ নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে ভুটানের ন্যাশনাল এনভায়রনমেন্ট কমিশনের বরাত দিয়ে বলা হয়, ভুটানের বায়ু দূষণ গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা একইসঙ্গে দেশটির মানুষদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করছে। ভুটানের বায়ু দূষণের দায়ী দুটি ধূলিকণা হলো পিএম ১০ এবং পিএম ২ দশমিক ৫। এই কণাগুলো হৃৎপিণ্ড এবং ফুসফুসকে প্রভাবিত করতে পারে এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে শীতের সময় থিম্পুর বাতাস সবচেয়ে খারাপ থাকে। 

অপরদিকে পানি দূষণ নিয়ে অনুসন্ধানে গবেষণা জার্নাল এমডিপিআইয়ে ২০২১ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, ভুটানে পানি দূষণ ক্রমবর্ধমান সমস্যা হয়ে উঠছে। দেশটিতে বর্জ্য পানির অবকাঠামোগত সংকটের কারণে সেগুলো বসতি এবং শিল্প প্রতিষ্ঠানের পয়োনিষ্কাশন ব্যবস্থার সাথে সঠিকভাবে সংযুক্ত নয়। দেশটিতে ব্যক্তিগত মালিকানাধীন ছোট ব্যক্তিগত সেপটিক ট্যাঙ্কগুলো বর্জ্য সংগ্রহের প্রধান বিকল্প। এই স্বতন্ত্র সেপটিক ট্যাঙ্কগুলোর ঝুঁকি বেশি এবং এগুলো নদীর অববাহিকাকে দূষিত করতে পারে। এ ছাড়া ভুটানের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসের কারণে সেখানকার নদীগুলো মরদেহের সমাধিস্থল হিসেবেও ব্যবহার হয়। দেশটিতে মৃত শিশুকে কাঠের পাত্রের মধ্যে রেখে দাহ করার পরিবর্তে নদীতে ডুবিয়ে দেওয়া হয় এবং মৃতদের ছাইও নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এসব কারণে দেশটির পানি দূষণ ক্রমশ বেড়ে চলছে। 

আরেকটি গবেষণা জার্নাল সায়েন্স ডিরেক্টে প্রকাশিত ২০২৩ সালের দেশটির পানি গুণমান নিয়ে প্রকাশিত আরেক গবেষণা থেকেও জানা যায়,  ভুটানে শহুরে অবকাঠামো উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে শহর এবং গ্রামের প্রাকৃতিক জলাধারের পানির গুণমান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

অর্থাৎ ভুটানের পানি, বাতাস কখনো দূষণ সমস্যার সম্মুখীন না হওয়ার তথ্যটি সঠিক নয়।

 ভুটানে পানি দূষণের চিত্রভুটানের খাদ্য পরিস্থিতি
ভুটানের খাদ্য পরিস্থিতি নিয়ে অনুসন্ধানে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওয়েবসাইট সূত্রে দেখা যায়, দেশটির খাদ্যসামগ্রীর প্রায় ৫০ শতাংশ আমদানি করতে হয়। 

এ ছাড়া বার্তা সংস্থা রয়টার্সে ২০২২ সালের ২৬ মে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্রমবর্ধমান জ্বালানি আমদানি ব্যয় এবং বিশ্বব্যাপী শস্যের ঘাটতির কারণে দেশটিতে খাদ্যের অভ্যন্তরীণ দাম বেড়েছে, যা ভুটানের বিশেষ করে দেশটির গ্রামীণ এলাকায় মানুষের জন্য খাদ্য সংকটের ঝুঁকি তৈরি করেছে। এই প্রতিবেদন থেকেও জানা যায়, ভুটান খাদ্য চাহিদা পূরণে মূলত আমদানির ওপর নির্ভর করে। ২০২১ সালে দেশটি ভারত থেকে গম ও চাল আমদানি করে। ওই বছর দেশটি ৩০ দশমিক ৩৫ মিলিয়ন ডলারের খাদ্যশস্য আমদানি করেছে। অর্থাৎ ভুটান পুরোপুরি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত