সাহস মোস্তাফিজ
এমএসটি ফাতেমা আক্তার নামের ফেসবুক পেজটি আজকের দিন শুরু করেছে ‘শুভ সকাল’ পোস্ট দিয়ে। পেজটির কথা মনে আছে তো আপনাদের? মনে না থাকলে একটু সময় নিয়ে পড়ে আসুন গত ১৪ আগস্ট আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগে প্রকাশিত ‘পুরোনো ভিডিও লাইভ করে পরীমণি ও অপুকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার’ শিরোনামের প্রতিবেদনটি।
ফেসবুকে আজকাল পেজ বা গ্রুপ খুলে নানা বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা দেখা যায়। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন ও এর সমর্থক নাম নিয়ে খোলা এসব পেজ বা গ্রুপে দেখা যায় বিকৃত তথ্য, ভুয়া ভিডিও, ভুয়া ছবি।
বিভ্রান্তি ছড়ানোর কৌশল হিসেবে সম্প্রতি পুরোনো ভিডিও লাইভ মোডে প্রচারের হার বেড়েছে। সাম্প্রতিক কোনো আলোচিত ঘটনাকে কেন্দ্র করে পুরোনো ভিডিওগুলো সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে লাইভ প্রচার করা হয়।
ক্যাপশনে ‘লাইভ’ শব্দটি দেখলে বা লাইভের নোটিফিকেশন পেলে সাধারণ দর্শক ধরে নেন সেটি সরাসরিই প্রচার করা হচ্ছে। কিন্তু সাধারণ স্ট্রিমিং সফটওয়্যার দিয়েই ঘরে বসে পুরোনো ভিডিও ফেসবুক বা ইউটিউবে লাইভ দেখানো সম্ভব।
শুরুতেই যে পেজের কথা বলছিলাম, সেটি ছিল এমনই একটি পেজ। গত ৩ আগস্ট পেজটি খোলা হয়। ১৪ আগস্ট আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ ওই পেজের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিদিন একাধিক পুরোনো ভিডিও লাইভ মোডে প্রচার করে পেজটি থেকে বিভ্রান্তি ছড়ানো হতো। মাত্র ১১ দিনে পেজটির ফলোয়ার সংখ্যা সাড়ে ৩ লাখে পৌঁছে যায়।
‘জুমার নামাজ শেষে পরি মনির সব গোমর ফাঁস করলেন মিশা সওদাগর ও মৌসুমি’, ‘এফডিসিতে পরি মনি ও মৌসুমিকে হয়রানির প্রতিবাদে মিশাকে যা বললেন ওমর সানি লাইভ ভিডিও দেখুন’, ‘জন্মদিনে বন্ধুদের মুখে কেক মাখালেন পরীমনি দুষ্টুমি করে দেখুন ভিডিও’, ‘আবারও বোরকা পড়ে ছেলে কে নিয়ে শাকিব খানের হসপিটালে অপু বিশ্বাস!’ ‘পরি মনি কে নিয়ে এইবার মুখ খুললেন নায়িকা মৌসুমী!’—এ রকম শিরোনাম দিয়ে ভিন্ন প্রসঙ্গের পুরোনো ভিডিও লাইভ মোডে প্রচার করতে দেখা যেত পেজটিতে। একেকটি ভিডিওতে কয়েক লাখ রিঅ্যাকশন পড়তে দেখা যেত। কোনো কোনো ভিডিওতে মন্তব্য পড়ত ১০ হাজারের বেশি।
পেজটিতে আজ সকালে ঢুকে দেখা গেল ভিন্ন চিত্র। মুছে ফেলা হয়েছে বিতর্কিত সব ভিডিও। অ্যাবাউট সেকশনে আগে লেখা ছিল—‘ভাইরাল ভিডিও দেখতে এই পেজে চোখ রাখুন।’ এখন সেখানে লেখা ‘আসসালামু আলাইকুম, স্বাগতম।’
পেজটি ঘুরে দেখা গেল, ১১ আগস্টের আগে করা সব পোস্ট মুছে ফেলা হয়েছে। অনলাইনে মেক-আপ সামগ্রী ও পোশাক বিক্রি-সংক্রান্ত কিছু পোস্ট চোখে পড়ছে। মন্তব্যের ঘরে দরদাম নিয়েও হাঁকডাক চোখে পড়ল। অবশ্য নির্দিষ্ট কোনো পণ্য বা ব্র্যান্ডের কেনাবেচা হচ্ছে না এতে।
পেজে ইনবক্স করে জানতে চাইলাম, এই পেজ থেকে মেক-আপ সামগ্রীর অর্ডার নেওয়া হয় কি না। উত্তরও এল দ্রুতই।
এ ধরনের পেজ কে বা কারা চালায়, সেটি ফ্যাক্টচেকের কোনো টুল ব্যবহার করে বের করা সম্ভব হয়নি। তবে সাইবার অপরাধ তদন্ত বিভাগ নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে কাজ করছে। যেখানে অপরাধ আছে, সেখানে নিয়ন্ত্রণটাই জরুরি। পাশাপাশি নতুন করে যেন অপরাধী না বাড়ে, সেই উদ্যোগ নেওয়াটাও জরুরি।
ফেসবুকে সাড়ে ৪ লাখ মানুষ যে পেজ ফলো করেন, সেই পেজে যদি কোনো ভুয়া তথ্য ছড়ায়, তাহলে তার মাত্রা কত ব্যাপক হয়, তা পেজটি মাত্র ১১ দিনেই দেখিয়েছে। ফেসবুকে এমন কয়েক হাজার পেজ বা গ্রুপ আছে, যেখানে প্রতিটিতে লাখ লাখ আইডি যুক্ত। এই প্রতিটি আইডির বন্ধু তালিকাকে বিবেচনায় নিলে এর বিস্তার সহজেই অনুমেয়।
আজকের পত্রিকা ফ্যাক্টচেকের প্রতিবেদনে পেজটির অসাধু কর্মকাণ্ড তুলে ধরার পর পেজের কনটেন্টের এই পরিবর্তন আমাদের আশাবাদী করে। পরিবর্তনের অবশ্য অন্য কারণও থাকতে পারে। হতে পারে পেজের অ্যাডমিনরা ঘাপটি মারার কৌশল নিয়েছে। সুযোগ পেলেই হয়তো আবার ফিরবে পুরোনো রূপে। আর যদি সত্যিই শুভ বুদ্ধির উদয় হয়, তবে তো সকলের জন্যই মঙ্গল।
এমএসটি ফাতেমা আক্তার নামের ফেসবুক পেজটি আজকের দিন শুরু করেছে ‘শুভ সকাল’ পোস্ট দিয়ে। পেজটির কথা মনে আছে তো আপনাদের? মনে না থাকলে একটু সময় নিয়ে পড়ে আসুন গত ১৪ আগস্ট আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগে প্রকাশিত ‘পুরোনো ভিডিও লাইভ করে পরীমণি ও অপুকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার’ শিরোনামের প্রতিবেদনটি।
ফেসবুকে আজকাল পেজ বা গ্রুপ খুলে নানা বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা দেখা যায়। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন ও এর সমর্থক নাম নিয়ে খোলা এসব পেজ বা গ্রুপে দেখা যায় বিকৃত তথ্য, ভুয়া ভিডিও, ভুয়া ছবি।
বিভ্রান্তি ছড়ানোর কৌশল হিসেবে সম্প্রতি পুরোনো ভিডিও লাইভ মোডে প্রচারের হার বেড়েছে। সাম্প্রতিক কোনো আলোচিত ঘটনাকে কেন্দ্র করে পুরোনো ভিডিওগুলো সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করে লাইভ প্রচার করা হয়।
ক্যাপশনে ‘লাইভ’ শব্দটি দেখলে বা লাইভের নোটিফিকেশন পেলে সাধারণ দর্শক ধরে নেন সেটি সরাসরিই প্রচার করা হচ্ছে। কিন্তু সাধারণ স্ট্রিমিং সফটওয়্যার দিয়েই ঘরে বসে পুরোনো ভিডিও ফেসবুক বা ইউটিউবে লাইভ দেখানো সম্ভব।
শুরুতেই যে পেজের কথা বলছিলাম, সেটি ছিল এমনই একটি পেজ। গত ৩ আগস্ট পেজটি খোলা হয়। ১৪ আগস্ট আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ ওই পেজের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিদিন একাধিক পুরোনো ভিডিও লাইভ মোডে প্রচার করে পেজটি থেকে বিভ্রান্তি ছড়ানো হতো। মাত্র ১১ দিনে পেজটির ফলোয়ার সংখ্যা সাড়ে ৩ লাখে পৌঁছে যায়।
‘জুমার নামাজ শেষে পরি মনির সব গোমর ফাঁস করলেন মিশা সওদাগর ও মৌসুমি’, ‘এফডিসিতে পরি মনি ও মৌসুমিকে হয়রানির প্রতিবাদে মিশাকে যা বললেন ওমর সানি লাইভ ভিডিও দেখুন’, ‘জন্মদিনে বন্ধুদের মুখে কেক মাখালেন পরীমনি দুষ্টুমি করে দেখুন ভিডিও’, ‘আবারও বোরকা পড়ে ছেলে কে নিয়ে শাকিব খানের হসপিটালে অপু বিশ্বাস!’ ‘পরি মনি কে নিয়ে এইবার মুখ খুললেন নায়িকা মৌসুমী!’—এ রকম শিরোনাম দিয়ে ভিন্ন প্রসঙ্গের পুরোনো ভিডিও লাইভ মোডে প্রচার করতে দেখা যেত পেজটিতে। একেকটি ভিডিওতে কয়েক লাখ রিঅ্যাকশন পড়তে দেখা যেত। কোনো কোনো ভিডিওতে মন্তব্য পড়ত ১০ হাজারের বেশি।
পেজটিতে আজ সকালে ঢুকে দেখা গেল ভিন্ন চিত্র। মুছে ফেলা হয়েছে বিতর্কিত সব ভিডিও। অ্যাবাউট সেকশনে আগে লেখা ছিল—‘ভাইরাল ভিডিও দেখতে এই পেজে চোখ রাখুন।’ এখন সেখানে লেখা ‘আসসালামু আলাইকুম, স্বাগতম।’
পেজটি ঘুরে দেখা গেল, ১১ আগস্টের আগে করা সব পোস্ট মুছে ফেলা হয়েছে। অনলাইনে মেক-আপ সামগ্রী ও পোশাক বিক্রি-সংক্রান্ত কিছু পোস্ট চোখে পড়ছে। মন্তব্যের ঘরে দরদাম নিয়েও হাঁকডাক চোখে পড়ল। অবশ্য নির্দিষ্ট কোনো পণ্য বা ব্র্যান্ডের কেনাবেচা হচ্ছে না এতে।
পেজে ইনবক্স করে জানতে চাইলাম, এই পেজ থেকে মেক-আপ সামগ্রীর অর্ডার নেওয়া হয় কি না। উত্তরও এল দ্রুতই।
এ ধরনের পেজ কে বা কারা চালায়, সেটি ফ্যাক্টচেকের কোনো টুল ব্যবহার করে বের করা সম্ভব হয়নি। তবে সাইবার অপরাধ তদন্ত বিভাগ নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে কাজ করছে। যেখানে অপরাধ আছে, সেখানে নিয়ন্ত্রণটাই জরুরি। পাশাপাশি নতুন করে যেন অপরাধী না বাড়ে, সেই উদ্যোগ নেওয়াটাও জরুরি।
ফেসবুকে সাড়ে ৪ লাখ মানুষ যে পেজ ফলো করেন, সেই পেজে যদি কোনো ভুয়া তথ্য ছড়ায়, তাহলে তার মাত্রা কত ব্যাপক হয়, তা পেজটি মাত্র ১১ দিনেই দেখিয়েছে। ফেসবুকে এমন কয়েক হাজার পেজ বা গ্রুপ আছে, যেখানে প্রতিটিতে লাখ লাখ আইডি যুক্ত। এই প্রতিটি আইডির বন্ধু তালিকাকে বিবেচনায় নিলে এর বিস্তার সহজেই অনুমেয়।
আজকের পত্রিকা ফ্যাক্টচেকের প্রতিবেদনে পেজটির অসাধু কর্মকাণ্ড তুলে ধরার পর পেজের কনটেন্টের এই পরিবর্তন আমাদের আশাবাদী করে। পরিবর্তনের অবশ্য অন্য কারণও থাকতে পারে। হতে পারে পেজের অ্যাডমিনরা ঘাপটি মারার কৌশল নিয়েছে। সুযোগ পেলেই হয়তো আবার ফিরবে পুরোনো রূপে। আর যদি সত্যিই শুভ বুদ্ধির উদয় হয়, তবে তো সকলের জন্যই মঙ্গল।
সরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
৮ ঘণ্টা আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১৪ ঘণ্টা আগেবর্তমানে দিল্লিতেই অবস্থান করছেন হাসিনা। ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর তিনি আর প্রকাশ্যে আসেননি। সম্প্রতি ফেসবুকে তাঁর ১৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতে তাঁর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
২ দিন আগেসম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি কল রেকর্ডে শেখ হাসিনার কণ্ঠে দাবি করা হয়, ‘চাকরির বয়স নিয়ে আন্দোলন করতে যমুনার সামনে গেল, সাথে সাথে গুলি করল। সেখানে একজন মারা গেল এবং পিটিয়ে উঠিয়ে দিল।’
৩ দিন আগে