ফ্যাক্টচেক ডেস্ক
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।
আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’ নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।
২০২৩–২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাজধানীর হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী তানজিম মুনতাকা সর্বা। ১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন। সম্প্রতি তাঁর পড়াশোনার ডেইলি রুটিন দাবি করে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। রুটিনের রুটিনের পাশে তানজিম মুনতাকা সর্বার ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তানজিম মুনতাকা সর্বা’র ডেইলি রুটিন।’
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘মিম লেট (memelate)’ নামের একটি ওয়েবসাইটে ভাইরাল রুটিনটি খুঁজে পাওয়া যায়। রুটিনের ছবিটি ২০২১ সালের ৭ জুলাই ওয়েবসাইটটিতে প্রকাশ করা হয়। ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ডিএমসি রুটিন, বাংলা ভাইরাল মিম টেমপ্লেট।’
প্রশ্নোত্তরমূলক ওয়েবসাইট কৌরাতেও দুই বছর আগে ‘মেডিকেলের প্রস্তুতি নিতে হলে কীভাবে টাইম–টেবিল বানানো উচিত?’ শিরোনামে একই রুটিন খুঁজে পাওয়া যায়। কৌরাতে ছবিটি প্রকাশ করেন সাজিদ এনাম নামে এক ব্যবহারকারী।
এই দুটি ছবিতেই রুটিনের ওপরে ইংরেজিতে লেখা রয়েছে ‘এইচএসসি ২১, ডিএমসি টপার’ এবং নিচে লেখা রয়েছে ‘ডিএমসি টপার ইমরান হাসান শোভন’। তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটিতে ‘এইচএসসি ২১’ লেখাটি নেই। এই পরিবর্তন ছাড়া দুটি রুটিনের মধ্যে কোনো তফাত নেই।
আরও খুঁজতে গিয়ে ‘ডিএমসি টপার (DMC TOPPER)’ নামের প্রায় ৭৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘HSC-21 ব্যাচের রুটিনটা দিলাম। ইনশাআল্লাহ HSC-22 এর জন্য ও খুব শীঘ্রই রুটিন তৈরি করবো।’ ক্যাপশনে আপলোড করা একই রুটিনের ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি ২০২১ সালের ১২ জুন পোস্ট করেন ইমরান হাসান শোভন।
ইমরান হাসান শোভন সম্পর্কে তাঁর ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, তিনি যশোর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন ইন্টার্ন এবং ডিএমসি টপার গ্রুপটির অ্যাডমিন।
অর্থাৎ তানজিম মুনতাকা সর্বার ডেইলি রুটিন দাবিতে ভাইরাল ছবিটি তাঁর প্রস্তুত করা নয়। রুটিনটি ২০২১ সালে নিজের নাম যুক্ত করে পোস্ট করেন ইমরান হাসান শোভন নামে একজন মেডিকেল শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি সরকারি মেডিকেলের ইন্টার্ন। তিনি রুটিনটি তৈরি করেছিলেন মূলত ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য।
শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
৬ ঘণ্টা আগেসম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও কল নিয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে আজ শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল পালন করতে বলা হয়েছে। সেসঙ্গে প্রত্যেক এলাকায় মিছিল-মিটিংয়ের আয়োজনের কথা বলতে শোনা যায়। তবে শেখ হাসিনার পরিবার কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে হরতালের বিষয়ে এখনও কিছু
১২ ঘণ্টা আগেএকটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগে