ফ্যাক্টচেক ডেস্ক
উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আজ রোববার (৮ এপ্রিল) দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের মতে, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (ইএসটি) অনুযায়ী, আজ বেলা ১টা থেকে বিকেল ৪টা এবং বাংলাদেশ সময় ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এ সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে দেখা না গেলেও, বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই বিরল দৃশ্য সরাসরি দেখার সুযোগ থাকছে।
তবে এরই মধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা চন্দ্রগ্রহণের কোনো ছবি নয়। এটি প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ডিজিটাল আর্ট।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক অনলাইন আর্ট কমিউনিটি ‘ডেভিয়ান আর্ট’-এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। শিল্পীদের এই উন্মুক্ত প্ল্যাটফর্মটিতে ২০০৯ সালের ২০ নভেম্বর ছবিটি ‘Eclipse’ শিরোনামে পোস্ট করা হয়। ছবিটি পোস্ট করা হয় ‘A4 size-ska’ নামের একটি অ্যাকাউন্ট থেকে।
(ডেভিয়ান আর্টের)
ছবিটির বিস্তারিত বিবরণীতে অ্যাকাউন্টটি থেকে বলা হয়েছে, ছবিটি ‘Terragen 2’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে। ১৬টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তসরকার গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) ডেটা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এটি ‘A4 size-ska’ অ্যাকাউন্ট থেকে ডেভিয়ান আর্ট ওয়েবসাইটে করা প্রথম পোস্ট।ছবিটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ‘A4 size-ska’ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলা হয়, ‘Eclipse’ ছবিটি নির্মাতার অনুমতি ছাড়া ফেসবুকে ব্যবহার করা হচ্ছে। যা আমার কপিরাইটকে লঙ্ঘন করে। তাই কেউ ছবিটি কপিরাইট ছাড়া শেয়ার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইতিপূর্বে ছবিটি একই দাবিতে ভাইরাল হলে মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘মিসবার’ ২০২১ সালের ৩০ জুলাই একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে ‘মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি’ দাবিতে ভাইরাল ছবিটি একটি ডিজিটাল আর্ট।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আজ রোববার (৮ এপ্রিল) দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের মতে, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (ইএসটি) অনুযায়ী, আজ বেলা ১টা থেকে বিকেল ৪টা এবং বাংলাদেশ সময় ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এ সূর্যগ্রহণ। বাংলাদেশ থেকে দেখা না গেলেও, বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই বিরল দৃশ্য সরাসরি দেখার সুযোগ থাকছে।
তবে এরই মধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে।আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ছবিটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা চন্দ্রগ্রহণের কোনো ছবি নয়। এটি প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ডিজিটাল আর্ট।
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক অনলাইন আর্ট কমিউনিটি ‘ডেভিয়ান আর্ট’-এর ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়। শিল্পীদের এই উন্মুক্ত প্ল্যাটফর্মটিতে ২০০৯ সালের ২০ নভেম্বর ছবিটি ‘Eclipse’ শিরোনামে পোস্ট করা হয়। ছবিটি পোস্ট করা হয় ‘A4 size-ska’ নামের একটি অ্যাকাউন্ট থেকে।
(ডেভিয়ান আর্টের)
ছবিটির বিস্তারিত বিবরণীতে অ্যাকাউন্টটি থেকে বলা হয়েছে, ছবিটি ‘Terragen 2’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়েছে। ১৬টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তসরকার গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির (ইএসও) ডেটা নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এটি ‘A4 size-ska’ অ্যাকাউন্ট থেকে ডেভিয়ান আর্ট ওয়েবসাইটে করা প্রথম পোস্ট।ছবিটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ‘A4 size-ska’ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে বলা হয়, ‘Eclipse’ ছবিটি নির্মাতার অনুমতি ছাড়া ফেসবুকে ব্যবহার করা হচ্ছে। যা আমার কপিরাইটকে লঙ্ঘন করে। তাই কেউ ছবিটি কপিরাইট ছাড়া শেয়ার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইতিপূর্বে ছবিটি একই দাবিতে ভাইরাল হলে মধ্যপ্রাচ্য ভিত্তিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘মিসবার’ ২০২১ সালের ৩০ জুলাই একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে ‘মহাকাশ স্টেশন থেকে চন্দ্রগ্রহণের তোলা দুর্লভ ছবি’ দাবিতে ভাইরাল ছবিটি একটি ডিজিটাল আর্ট।
একটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
৫ দিন আগে