ফ্যাক্টচেক ডেস্ক
ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে আবারও ঢাকা মাতিয়ে গেলেন এই পাকিস্তানি শিল্পী। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘জেন জি (Gen Z)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে রাত পৌনে ৮টা পর্যন্ত ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, শেয়ার ও কমেন্ট পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। আবার কেউ কমেন্ট করেছেন ছাত্রলীগের এ নেতারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? আরেফিন হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে লিখেছেন, ‘এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার সেলিব্রেটি ইমেজে! বাহ্ সেলুকাস সত্যিই বিচিত্র এই দেশ!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ এপ্রিল পোস্ট করা হয়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকার বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলেন আতিফ আসলাম। সে সময় তাঁর সঙ্গে ছবি তুলেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
সংবাদমাধ্যম ছাড়াও ওই সময় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও আতিফ আসলামের সঙ্গে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিটি পোস্ট করা হয়েছিল।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভাইরাল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, পুরোনো।
ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে আবারও ঢাকা মাতিয়ে গেলেন এই পাকিস্তানি শিল্পী। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ নামের একটি কনসার্টে অংশ নেন আতিফ। এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে দেখা গেছে দাবিতে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
‘জেন জি (Gen Z)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে রাত পৌনে ৮টা পর্যন্ত ১৫ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে, শেয়ার ও কমেন্ট পড়েছে দেড় শতাধিক। এসব কমেন্টে কেউ কেউ ছবিটি এডিট করা বলে দাবি করেছেন। আবার কেউ কমেন্ট করেছেন ছাত্রলীগের এ নেতারা কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? আরেফিন হাসান নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে লিখেছেন, ‘এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার সেলিব্রেটি ইমেজে! বাহ্ সেলুকাস সত্যিই বিচিত্র এই দেশ!’
ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। ভিডিওটি গত ২০ এপ্রিল পোস্ট করা হয়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ১৮ এপ্রিল ঢাকার বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত কনসার্টে উপস্থিত ছিলেন আতিফ আসলাম। সে সময় তাঁর সঙ্গে ছবি তুলেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান।
সংবাদমাধ্যম ছাড়াও ওই সময় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও আতিফ আসলামের সঙ্গে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের ছবিটি পোস্ট করা হয়েছিল।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, আতিফ আসলামের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ভাইরাল ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, পুরোনো।
একটি কার্ডে ‘সেইফ এক্সিট চেয়ে দেশ ছাড়তে চান ড. ইউনুস, পাইলস জনিত রোগ তীব্র আকার ধারন’ এবং আরেকটিতে ‘পাইলস জনিত রোগে উন্নত চিকিৎসায় আগামী সপ্তাহে ফ্রান্সে যাচ্ছেন প্রধান উপদেষ্টা’—এমন লেখা রয়েছে। পরের কার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দেওয়া হয়েছে।
২ দিন আগেশেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, ‘ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’
৩ দিন আগেড. মুহাম্মদ ইউনূসের কিছু লোক মানুষকে নির্যাতন করছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘ডঃ ইউনূস ক্ষমতা দখলের পর বাংলাদেশ একটি ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়। সে ও তার গুন্ডা দল জনগণকে নির্যাতন করছে। (বাংলায় অনুদিত) ’ ভিডিওতে একজন ব্যক্তিকে কয়েকজন মিলে মারধর করতে দেখ
৪ দিন আগেলস অ্যাঞ্জেলেসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসুল্লিদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল্ভাবে প্রচারিত হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ, সবশেষে মোল্লাদের সরনাপহ্ন হলো, তার পর আযান, আল্
৫ দিন আগে