৯০ মিনিটের প্রতি মিনিটে গোল করার রেকর্ড কেবল রোনালদোর নয়

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৬: ৫৬
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ৫৫

সর্বকালের সেরা ফুটবলার কে, মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? এই প্রশ্নের উত্তরে দ্বিধা বিভক্ত গোটা বিশ্ব। প্রিয় ফুটবলারকে এগিয়ে রাখতে সমর্থকেরা এক পাও পিছু হটতে রাজি নয়। এই যেমন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে একটি তথ্য প্রচার করে দাবি করা হচ্ছে, ফুটবল বিশ্বের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোই একমাত্র ফুটবলার যিনি ক্যারিয়ারে সবগুলো ম্যাচ মিলে ৯০ মিনিটের প্রতি মিনিটেই গোল করার রেকর্ড গড়েছেন। 

ফেসবুকে ভাইরাল এমন একটি পোস্টে রিয়েকশন পড়েছে প্রায় ২০ হাজার। এসব রিয়েকশন দেখে আপাত মনে হচ্ছে, নেটিজেনরা রোনালদোর রেকর্ড নিয়ে প্রচারিত এ দাবিকে সত্য হিসেবেই ধরে নিয়েছেন। কারণ, ২০ হাজার রিয়েকশনের মধ্যে লাইক রিয়েকশনই আছে ৯ হাজারের বেশি, ভালোবাসার রিয়েকশন আছে সাড়ে ৬ হাজারের বেশি, অবাক হওয়ার  প্রতিক্রিয়াও সাড়ে ৩ হাজারের বেশি। বিপরীতে হাসির রিয়েকশন পড়েছে মাত্র ২১০টি। অর্থাৎ খুব মানুষই দাবিটিকে হেসে উড়িয়ে দিয়েছেন। 

কিন্তু আপনি কি জানেন, ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ডটি কেবল রোনালদোর একার নয়। এই রেকর্ড আছে আরও দুইজনের। 

কি-ওয়ার্ড অনুসন্ধানে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গিভ মি স্পোর্টসে ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ড নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালে প্রকাশিত এ প্রতিবেদন থেকে দেখা যায়, সে সময় ফুটবলের ইতিহাসে মাত্র দুইজন খেলোয়াড় ম্যাচের শুরু থেকে শেষ অর্থাৎ প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত প্রতি মিনিটে গোল করেছেন। এদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো এবং আরেকজন জ্বলাতন ইব্রাহিমোভিচ। 

পরে আরও খুঁজে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি সানে ২০২১ সালে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, লা লিগার একটি ম্যাচে গেতাফের বিরুদ্ধে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৭৮ মিনিটে গোল করেন উরুগুয়ের তারকা ফুটবলার  লুইস সুয়ারেজ। এই গোলের মধ্য দিয়ে লুইস সুয়ারেজ ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ডে রোনালদো ও ইব্রাহিমোভিচের পাশে নাম বসান। 

২০২১ সালে ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ড করেন লুইস সুয়ারেজ। ছবি: দ্য ডেইলি সান

একই বছরে খেলাধুলা ভিত্তিক সংবাদমাধ্যম ট্রিবিউনার প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায়, ম্যাচের প্রতি মিনিটে গোল করার রেকর্ড একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদোর নয়, বরং তার পাশে আরও নাম আছে লুইস সুয়ারেজ ও জ্বলাতন ইব্রাহিমোভিচ। অর্থাৎ ম্যাচের প্রতি মিনিটে একমাত্র রোনালদোর গোল করার রেকর্ড থাকার ভাইরাল দাবিটি মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত