অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।
যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।
বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।
মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে।
পাকস্থলীতে ক্যানসার
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।
পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার।
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।
মেছো গন্ধে কিডনি বিকল
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি।
টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয়
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।
যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে।
নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
আমরা যখন ছোট, তখন শুনেছি বড়দের কাছে, ‘বিড়ালাক্ষী মধু মক্ষী মুখে গন্ধ ছোটে’। নীল নয়না সেসব সাদা মেম পছন্দ ছিল না কারও। কিন্তু ভয়ে কিছু বলার উপায় নেই। অনুমান করা হতো, তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালো নয়–এরা মুখ ধোয় না, স্নান করে না।
যা হোক, মুখে বদ গন্ধ লোকসমাজে খুব অপ্রীতিকর আর এর কারণ সব সময় স্বাস্থ্যবিধি না মানা, তা-ও নয়। লুকিয়ে থাকা অন্তর্গত অসুখের কারণেও হতে পারে মুখে গন্ধ। এমন নয়টি স্বাস্থ্য-সমস্যা হতে পারে কারণ।
বুক জ্বালায় টক গন্ধ
যদি থাকে টক গন্ধ, তাহলে তা হতে পারে অম্ল রস গলায় উঠে যাওয়ার জন্য। এ জন্য খাবারে আনতে হবে পরিবর্তন। এ অবস্থায় পেঁয়াজ, রসুন, ঝাল মসলাদার খাবার ও মদ্যপান বাদ দিলে লাভ হয়।
মাড়ির রোগ ও দাঁত পচা গন্ধ
দাঁত পচলে এর ইঙ্গিত পাওয়া যাবে গন্ধে। দাঁতের চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই। জিঞ্জিভাইটিস আর পেরিঅডনটাইটিস দাঁত আর মাড়ির এমন দুটো প্রদাহের দ্রুত চিকিৎসা দরকার। নইলে গন্ধ বাড়তেই থাকবে।
পাকস্থলীতে ক্যানসার
ক্যানসারের জন্য হতে পারে ধাতব গন্ধ। তবে কিছু ওষুধের জন্যও এমন হয়। ফলদ গন্ধে ডায়াবেটিস এমন গন্ধ নির্দেশ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আর খুব উচ্চমাত্রার সুগার, যা জরুরি অবস্থা। অবিলম্বে চিকিৎসক দেখাতে হবে।
পচা গন্ধে ফুসফুসের ক্যানসার
মুখে এমন গন্ধ হলে অবিলম্বে চিকিৎসক দেখানো দরকার।
হতে পারে ফুসফুসে ক্যানসারের কারণে এমন গন্ধ।
মেছো গন্ধে কিডনি বিকল
শ্বাস ছাড়ার সময় মেছো গন্ধ হলে কিডনির অসুখের কারণে হতে পারে। তাই চিকিৎসক দেখাতে হবে চট জলদি।
টক দুধের গন্ধে ল্যাকটোজ অসহনীয়
অনেকের পেটে দুধ সহ্য হয় না। দুধের শর্করা ভাঙার এনজাইম অনেকের থাকে না। এ জন্য হতে পারে পেটে মোচড় দিয়ে ব্যথা আর তরল মল।
যকৃৎ বিকলে ছত্রাকের মিষ্টি গন্ধ
এমন গন্ধ হলে মনে করতে হবে যকৃৎ ভালো কাজ হয়তো করছে না। সেই সঙ্গে চোখ আর ত্বক হলুদ হতে পারে।
নোংরা ডায়াপারের গন্ধে
টনসিলগ্রন্থিতে পাথরের আশঙ্কা আছে। টনসিলে পাথর জমে এমন গন্ধ হতে পারে। তাই অবিলম্বে চিকিৎসক দেখানো উচিত।
লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
দেশে মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ায় আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ নারী। এই রোগটি ধারাবাহিকভাবে বেড়েই চলছে। অথচ তা নিয়ে তেমন উদ্যোগ চোখে পড়ছে না। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে না পারলে রোগটির বিস্তার আরও ভয়াবহ হতে পারে।
৯ ঘণ্টা আগেরোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
২ দিন আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
২ দিন আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
৩ দিন আগে