অনলাইন ডেস্ক
পৃথিবীর বুকে বসে মহাশূন্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোবটের সাহায্যে অস্ত্রোপচার করেছেন বিজ্ঞানীরা। শূন্য অভিকর্ষে এই প্রথম কোনো অস্ত্রোপচার করা হলো, তাও আবার রোবটের সাহায্যে। অস্ত্রোপচার করা রোবটটিকে মূলত পৃথিবী থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মূলত এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর খুবই ছোট আকারের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করা এই ছোট রোবটটির নাম স্পেস মিরা বা এমআইআরএ অর্থাৎ মিনিয়েচারাইজড ইন ভিভো অ্যাসিস্ট্যান্ট। পৃথিবীর মাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে মহাশূন্যে অবস্থিত ঘূর্ণমান একটি গবেষণাগারে অস্ত্রোপচারটি সম্পন্ন করে মিরা। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার লিনকন থেকে একদল গবেষক এই অস্ত্রোপচারে নির্দেশনা দেন।
বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে যদি কখনো মহাশূন্য ভ্রমণের সময় কোনো নভোচারীর জরুরি চিকিৎসার প্রয়োজন হয় সে ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি একটি বিশাল মাইলফলক। এমনকি পৃথিবীর দূরের কোনো প্রান্তে যেখানে এখনো চিকিৎসা সেবা পৌঁছায়নি সেখানেও জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসার ক্ষেত্রে এই ঘটনা একটি দারুণ সুযোগ সৃষ্টির পথ খুলে দিয়েছে।
মিরার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্চুয়াল ইনসিশনের চিফ টেকনোলজি অফিসার শেন ফ্যারিটর জানান, মাত্র ২ পাউন্ড বা ৯০০ গ্রাম ওজনের এই রোবটটিকে শূন্য অভিকর্ষে চলার মতো করে তৈরি করা হয়েছে। এ ছাড়া মানুষের দেহে ছোটখাটো কাটাছেঁড়া করতে পারে এমন কিছু যন্ত্রও জুড়ে দেওয়া হয়েছে এতে। এই রোবটটি ঠিক মানুষের মতো করেই নড়াচড়া করতে পারে। এই রোবটের ডান হাতটি মূলত কাটাছেঁড়ার যন্ত্র ধরে রাখে এবং বাম হাতটি সংশ্লিষ্ট বস্তু বা অঙ্গকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়।
শেন ফ্যারিটর বলেন, ‘এটি (মিরা রোবট) সার্জনদের জন্য অতিরিক্ত হাত ও চোখ হিসেবে কাজ করে এবং পৃথিবী থেকেই নিয়ন্ত্রণের মাধ্যমে মহাশূন্যে ছোট পরিসরে দ্রুত অস্ত্রোপচার করার সুযোগ দেয়।’ শেন এই রোবটটি তৈরি করতে বিগত ২০ বছর ধরে কাজ করেছেন।
এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনভিরাল স্পেস ফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করে মিরা এবং একদিন পর ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।
গত শনিবার মিরা এই অস্ত্রোপচারটি সম্পন্ন করে। মূলত রাবার ব্যান্ডের সাহায্যে তৈরি এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর অস্ত্রোপচার সম্পন্ন করে মিরা। এ ক্ষেত্রে মিরা এক হাতে ওই সিমুলেটেড টিস্যু ধরে ছিল এবং অপর হাতে সেটিতে ব্যবচ্ছেদ করেছে। শেন ফ্যারিটর জানিয়েছে, তাঁরা পর্যবেক্ষণ করেছে—মিরাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল সেটি সে অনুসারেই কাজ করেছে এবং প্রতিবার সেটি নির্দেশিত টিস্যুকেই ব্যবচ্ছেদ করেছে। তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে আমাদের মিশন সফল।’
তবে এই অস্ত্রোপচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে করা হচ্ছিল, রোবটটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্ভাব্য বিলম্ব অর্থাৎ পৃথিবী থেকে রোবটটিকে নির্দেশ দেওয়ার পর তা কতক্ষণ পর মিরার কাছে পৌঁছায় সেই সমস্যা কাটিয়ে ওঠাকে। বিজ্ঞানীরা দেখেছেন, এ ক্ষেত্রে মাত্র দশমিক ৮৫ সেকেন্ড বিলম্ব হয়।
এ বিষয়ে কোলোরেক্টাল সার্জন ড. মিশেল জবস্ট বলেন, ‘একজন মানুষের ক্ষেত্রে যদি রক্তপাত হয় তবে অবিলম্বে তা বন্ধ করা আমার কাজ। কিন্তু রক্তপাত হওয়া ও তারপর তা বন্ধ করার মধ্যে যদি ৮০০ থেকে ৮৫০ মিলিসেকেন্ডের ব্যবধান থাকে তবে তা আসলে একজন রোগীর জন্য আশঙ্কাজনক হয়ে দাঁড়াবে।’ ড. মিশেল জবস্ট মানুষের ওপর মিরা রোবট ব্যবহার করে অস্ত্রোপচার করা প্রথম সার্জনদের একজন।
ড. জবস্ট আরও বলেন, ‘একজন রোগীর ক্ষেত্রে মাত্র ৫ সেকেন্ড দেরিই মহাবিপর্যয় ডেকে আনতে পারে এবং এক সেকেন্ডের ভগ্নাংশ বা আধ সেকেন্ডই তাঁর জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই বিলম্ব আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
পৃথিবীর বুকে বসে মহাশূন্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোবটের সাহায্যে অস্ত্রোপচার করেছেন বিজ্ঞানীরা। শূন্য অভিকর্ষে এই প্রথম কোনো অস্ত্রোপচার করা হলো, তাও আবার রোবটের সাহায্যে। অস্ত্রোপচার করা রোবটটিকে মূলত পৃথিবী থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মূলত এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর খুবই ছোট আকারের অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার করা এই ছোট রোবটটির নাম স্পেস মিরা বা এমআইআরএ অর্থাৎ মিনিয়েচারাইজড ইন ভিভো অ্যাসিস্ট্যান্ট। পৃথিবীর মাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে মহাশূন্যে অবস্থিত ঘূর্ণমান একটি গবেষণাগারে অস্ত্রোপচারটি সম্পন্ন করে মিরা। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার লিনকন থেকে একদল গবেষক এই অস্ত্রোপচারে নির্দেশনা দেন।
বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে যদি কখনো মহাশূন্য ভ্রমণের সময় কোনো নভোচারীর জরুরি চিকিৎসার প্রয়োজন হয় সে ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা বা অস্ত্রোপচারের ক্ষেত্রে এটি একটি বিশাল মাইলফলক। এমনকি পৃথিবীর দূরের কোনো প্রান্তে যেখানে এখনো চিকিৎসা সেবা পৌঁছায়নি সেখানেও জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসার ক্ষেত্রে এই ঘটনা একটি দারুণ সুযোগ সৃষ্টির পথ খুলে দিয়েছে।
মিরার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভার্চুয়াল ইনসিশনের চিফ টেকনোলজি অফিসার শেন ফ্যারিটর জানান, মাত্র ২ পাউন্ড বা ৯০০ গ্রাম ওজনের এই রোবটটিকে শূন্য অভিকর্ষে চলার মতো করে তৈরি করা হয়েছে। এ ছাড়া মানুষের দেহে ছোটখাটো কাটাছেঁড়া করতে পারে এমন কিছু যন্ত্রও জুড়ে দেওয়া হয়েছে এতে। এই রোবটটি ঠিক মানুষের মতো করেই নড়াচড়া করতে পারে। এই রোবটের ডান হাতটি মূলত কাটাছেঁড়ার যন্ত্র ধরে রাখে এবং বাম হাতটি সংশ্লিষ্ট বস্তু বা অঙ্গকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়।
শেন ফ্যারিটর বলেন, ‘এটি (মিরা রোবট) সার্জনদের জন্য অতিরিক্ত হাত ও চোখ হিসেবে কাজ করে এবং পৃথিবী থেকেই নিয়ন্ত্রণের মাধ্যমে মহাশূন্যে ছোট পরিসরে দ্রুত অস্ত্রোপচার করার সুযোগ দেয়।’ শেন এই রোবটটি তৈরি করতে বিগত ২০ বছর ধরে কাজ করেছেন।
এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনভিরাল স্পেস ফোর্স স্টেশন থেকে যাত্রা শুরু করে মিরা এবং একদিন পর ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।
গত শনিবার মিরা এই অস্ত্রোপচারটি সম্পন্ন করে। মূলত রাবার ব্যান্ডের সাহায্যে তৈরি এক ধরনের সিমুলেটেড টিস্যুর ওপর অস্ত্রোপচার সম্পন্ন করে মিরা। এ ক্ষেত্রে মিরা এক হাতে ওই সিমুলেটেড টিস্যু ধরে ছিল এবং অপর হাতে সেটিতে ব্যবচ্ছেদ করেছে। শেন ফ্যারিটর জানিয়েছে, তাঁরা পর্যবেক্ষণ করেছে—মিরাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল সেটি সে অনুসারেই কাজ করেছে এবং প্রতিবার সেটি নির্দেশিত টিস্যুকেই ব্যবচ্ছেদ করেছে। তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে আমাদের মিশন সফল।’
তবে এই অস্ত্রোপচারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মনে করা হচ্ছিল, রোবটটির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সম্ভাব্য বিলম্ব অর্থাৎ পৃথিবী থেকে রোবটটিকে নির্দেশ দেওয়ার পর তা কতক্ষণ পর মিরার কাছে পৌঁছায় সেই সমস্যা কাটিয়ে ওঠাকে। বিজ্ঞানীরা দেখেছেন, এ ক্ষেত্রে মাত্র দশমিক ৮৫ সেকেন্ড বিলম্ব হয়।
এ বিষয়ে কোলোরেক্টাল সার্জন ড. মিশেল জবস্ট বলেন, ‘একজন মানুষের ক্ষেত্রে যদি রক্তপাত হয় তবে অবিলম্বে তা বন্ধ করা আমার কাজ। কিন্তু রক্তপাত হওয়া ও তারপর তা বন্ধ করার মধ্যে যদি ৮০০ থেকে ৮৫০ মিলিসেকেন্ডের ব্যবধান থাকে তবে তা আসলে একজন রোগীর জন্য আশঙ্কাজনক হয়ে দাঁড়াবে।’ ড. মিশেল জবস্ট মানুষের ওপর মিরা রোবট ব্যবহার করে অস্ত্রোপচার করা প্রথম সার্জনদের একজন।
ড. জবস্ট আরও বলেন, ‘একজন রোগীর ক্ষেত্রে মাত্র ৫ সেকেন্ড দেরিই মহাবিপর্যয় ডেকে আনতে পারে এবং এক সেকেন্ডের ভগ্নাংশ বা আধ সেকেন্ডই তাঁর জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই বিলম্ব আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
সুস্থভাবে জীবনযাপন করার জন্য দেহের পুষ্টির চাহিদা মেটাতে হয়। সাধারণত পুষ্টির কথা ভাবলে মনে করি সবটুকুই আমার খাদ্য থেকেই অর্জন করি। তবে এই ধারণাটি ভুল বললেন বিজ্ঞানীরা। নতুন গবেষণায় বলা যায়, মানুষ কিছু পুষ্টি বায়ু থেকেও শোষণ করতে পারে!
৩ দিন আগেবিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। হৃদরোগ, স্ট্রোক, কিডনির ক্ষতি এবং দৃষ্টি শক্তিসহ বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার প্রধান ঝুঁকির কারণ এটি। এই ধরনের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যকর জীবনযাত্রা ও বিভিন্ন ধরনের ওষুধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সম্প্রতি যুক্তরাষ
৪ দিন আগেডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে আজ রোববার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ৭৯ হাজার ৯৮৪ জন। মারা গেছে আরও আটজন।
৪ দিন আগেএমন সময়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো, যখন ইংল্যান্ডে একটি লক্ষ্যভিত্তিক ফুসফুস স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ২০২৫ সালের মার্চের মধ্যে সম্ভাব্য ৪০ শতাংশ ব্যক্তিকে স্ক্রিনিং করা এবং ২০৩০ সালের মধ্যে সবাইকে এর আওতায় আনা।
৫ দিন আগে