শিশুর জ্বর ও শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা হলে

ডা. নূরজাহান বেগম 
Thumbnail image

মনজুড়ানো বাতাসের সঙ্গে তাল মিলিয়ে চৈত্রের সূর্য তেজ ছড়াচ্ছে এখন। সেই সঙ্গে প্রচণ্ড যানজট, ধুলোবালি, দূষিত বাতাস জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অব্যাহত রোগের প্রাদুর্ভাব। দীর্ঘ দুই বছর পর স্বাভাবিকভাবে পরিবেশের সঙ্গে মিশতে গিয়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিবছর বসন্তের শুরুতে শিশুদের ভাইরাস জ্বর এবং বাতাসে ফুলের রেণু ও দূষণ বেড়ে যাওয়ার কারণে অ্যাজমাসহ শ্বাসজনিত অন্যান্য রোগ, যেমন ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ইত্যাদি বেড়ে যায়। আর গরমে দেখা দেয় ডায়রিয়া, কলেরার প্রকোপ। তবে এ বছর তা একটু তাড়াতাড়িই শুরু হয়েছে।

কেন এমন হয়

  • বাতাসে ফুলের রেণুর পরিমাণ বেড়ে যাওয়া। এ জন্য অ্যাজমা বা অ্যালার্জির তীব্রতা বাড়ে।
  • বায়ুদূষণ বেড়ে যাওয়া।
  • দিন ও রাতের বিভিন্ন সময় তাপমাত্রার তারতম্য হওয়া। এ জন্য অ্যাজমা, অ্যালার্জির প্রকোপ বাড়ে।
  • বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়া। এতে ভাইরাস, ডাস্ট মাইট, ছত্রাক বেড়ে যায়।
  • পানিশূন্যতার জন্য শরীরের অভ্যন্তরীণ কাজে বাধা তৈরি হওয়া। এতে শ্বাসনালি পরিষ্কার রাখার অভ্যন্তরীণ ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে না। ফলে শ্বাসনালিতে জীবাণুর সংক্রমণ হয়।
  • পানিশূন্যতায় হিস্টামিন-জাতীয় রাসায়নিকের নিঃসরণ বেড়ে যাওয়া। এটিও অ্যাজমা ও অ্যালার্জির প্রকোপ বাড়াতে সাহায্য করে। 

জ্বর ও শ্বাসকষ্ট এড়াতে

  • বাইরে বের হওয়ার সময় শিশুকে মাস্ক পরান।
  • এ সময় শিশুদের ফুলগাছ, পালিত পশুপাখি, বিড়াল ও কার্পেট থেকে দূরে রাখুন। এগুলো সচরাচর অ্যালার্জেন হিসেবে পরিচিত।
  • ঘন ঘন হাত-মুখ ধোয়ার অভ্যাস ধরে রাখুন।
  • জ্বর, ঠান্ডা-কাশি হলে শিশুকে স্কুলে বা অন্য শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখুন।
  • শিশু ঘেমে গেলে মুছে দিন। প্রয়োজনে কাপড় পরিবর্তন করতে হবে।
  • শিশুর পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খাবার নিশ্চিত করুন। একটি শিশুর ২৪ ঘণ্টায় কমপক্ষে ছয়বার প্রস্রাব করা স্বাভাবিক। প্রস্রাব যাতে স্বাভাবিক থাকে, সেদিকে নজর দিতে হবে। কোনোভাবেই যেন পানিশূন্যতায় না ভোগে সেটা খেয়াল রাখুন।
  • রুমের তাপমাত্রা যতটা সম্ভব আরামদায়ক রাখুন। প্রচণ্ড গরমের সময়টুকুতে সম্ভব হলে শিশুদের বাইরে বের হওয়া থেকে বিরত রাখুন।
  • প্রতিদিন শিশুকে গোসল করান।

লেখক: বিশেষজ্ঞ, পেডিয়াট্রিক আইসিইউ, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত