অনলাইন ডেস্ক
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’র টিকা জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রায় ৯০ শতাংশ কমায় বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা এবং সচেতনতা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে'র করা গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্যানসার রিসার্চ ইউকে বলছে, এই গবেষণার ফল ‘ঐতিহাসিক’। এই টিকা জীবন বাঁচাচ্ছে। প্রায় সব ধরনের জরায়ুমুখ ক্যানসার বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। আশা করা যাচ্ছে, টিকার মাধ্যমে রোগ প্রায় নির্মূল করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের জরায়ুর টিস্যুর পরীক্ষার প্রয়োজন অনেক কম হতো। যুক্তরাজ্যের ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়ে শিশুদের এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। বিভিন্ন অঞ্চলে বসবাসের ওপর ভিত্তি করে টিকা দেওয়া হয়। যুক্তরাজ্যে ছেলে শিশুদেরও এই ভ্যাকসিন দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, টিকা প্রয়োগের ফলে প্রাক-ক্যানসারের বৃদ্ধি এবং জরায়ুমুখ ক্যানসার প্রায় ৮৭ শতাংশ কমে যায়। কিং কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক পিটার সাসিয়েনি বলেছেন, ‘টিকার প্রভাব বিশাল।’
এইচপিভি প্রোগ্রামে অংশ নেওয়াদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ ক্যানসার এবং ১৭ হাজার ২০০ প্রাক-ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর তিন লাখের বেশি নারী মারা যায়। বেশির ভাগ মৃত্যুই হয় নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে। আশা করা যাচ্ছে, ওই দেশগুলোতে টিকার বড় একটি প্রভাব পড়বে। জরায়ুমুখ ক্যানসার নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অংশ হিসেবে ১০০ টিরও বেশি দেশ ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি’র টিকা জরায়ুমুখ ক্যানসার (সার্ভিক্যাল ক্যানসার) প্রায় ৯০ শতাংশ কমায় বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা এবং সচেতনতা বিষয়ক দাতব্য প্রতিষ্ঠান ক্যানসার রিসার্চ ইউকে'র করা গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ক্যানসার রিসার্চ ইউকে বলছে, এই গবেষণার ফল ‘ঐতিহাসিক’। এই টিকা জীবন বাঁচাচ্ছে। প্রায় সব ধরনের জরায়ুমুখ ক্যানসার বিভিন্ন ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে। আশা করা যাচ্ছে, টিকার মাধ্যমে রোগ প্রায় নির্মূল করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, যাদের টিকা দেওয়া হয়েছিল, তাদের জরায়ুর টিস্যুর পরীক্ষার প্রয়োজন অনেক কম হতো। যুক্তরাজ্যের ১১ থেকে ১৩ বছর বয়সী মেয়ে শিশুদের এইচপিভি টিকা দেওয়া হয়েছিল। বিভিন্ন অঞ্চলে বসবাসের ওপর ভিত্তি করে টিকা দেওয়া হয়। যুক্তরাজ্যে ছেলে শিশুদেরও এই ভ্যাকসিন দেওয়া হয়।
গবেষণায় দেখা যায়, টিকা প্রয়োগের ফলে প্রাক-ক্যানসারের বৃদ্ধি এবং জরায়ুমুখ ক্যানসার প্রায় ৮৭ শতাংশ কমে যায়। কিং কলেজ লন্ডনের গবেষক অধ্যাপক পিটার সাসিয়েনি বলেছেন, ‘টিকার প্রভাব বিশাল।’
এইচপিভি প্রোগ্রামে অংশ নেওয়াদের মধ্যে প্রায় সাড়ে ৪০০ ক্যানসার এবং ১৭ হাজার ২০০ প্রাক-ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর তিন লাখের বেশি নারী মারা যায়। বেশির ভাগ মৃত্যুই হয় নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতে। আশা করা যাচ্ছে, ওই দেশগুলোতে টিকার বড় একটি প্রভাব পড়বে। জরায়ুমুখ ক্যানসার নির্মূল করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনার অংশ হিসেবে ১০০ টিরও বেশি দেশ ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।
প্রতিদিন চা ও কফি পান করার অভ্যাস রয়েছে অনেকেরই। এবার এই অভ্যাসের একটি ভালো দিক খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তাঁদের মতে, নিয়মিত কফি এবং চা পান করলে মুখ, গলা ও কণ্ঠনালী সম্পর্কিত ক্যানসারের ঝুঁকি কমতে পারে। নতুন এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
২ দিন আগেস্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখার জন্য জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করতে যাচ্ছে, তা প্রত্যাখ্যান করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নীতিনির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা পদায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
৩ দিন আগেক্যানসার চিকিৎসায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। এই প্রযুক্তিতে ক্যানসার কোষগুলোকে মেরে ফেলার পরিবর্তে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে।
৩ দিন আগেদিনে কতবার মলত্যাগ করা হলো—সেটাকে আমরা বেশ গুরুত্ব দিয়ে থাকি। একেবারে না হওয়া কিংবা অতিরিক্ত হওয়া বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে ধরে ব্যবস্থাও নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, এটি নির্ভর করে কিছু ব্যক্তিগত ও শারীরিক বিষয়ের ওপর। কিন্তু প্রস্রাবের হার কি একই রকম কোনো নির্ধারিত নিয়মের মধ্যে পড়ে?
৪ দিন আগে