ডা. সানিয়া সুলতানা
স্তন ক্যানসার আমাদের শরীরে নিজেদের অজান্তে বেড়ে চলে। এর প্রধান কারণ, এই রোগ সম্পর্কে আমাদের অসচেতনতা। অথচ প্রাথমিক পর্যায়ে একে শনাক্ত করা গেলে অনেক রোগী বাঁচানো সম্ভব।
কীভাবে স্তন ক্যানসার হয়
স্তন গঠিত হয় চর্বিযুক্ত, তন্তুযুক্ত, গ্রন্থিযুক্ত কোষ দিয়ে। স্তনের মধ্যে থাকা কোষগুলো হঠাৎ নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে শুরু করলে এ রোগ হয়। স্তনে থাকা বিভিন্ন কোষের মধ্যে যেকোনো কোষেই এ রোগ হতে পারে। তবে প্রধানত দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত কোষেই এই প্রকার ক্যানসার বেশি দেখা যায়।
উচ্চ ঝুঁকিতে কারা
স্তন ক্যানসারের লক্ষণ কী
স্তন ক্যানসার নির্ণয় যেভাবে
এ ছাড়া পরীক্ষা করা যায় ম্যামোগ্রাম বা স্তনের এক্স-রে, স্তনের আলট্রাসাউন্ড, টিস্যু বায়োপসি।
প্রতিরোধ
পরামর্শ দিয়েছনে: ডা. সানিয়া সুলতানা, গাইনি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা চেম্বার: আলোক হেলথকেয়ার,মিরপুর-পল্লবী শাখা
স্তন ক্যানসার আমাদের শরীরে নিজেদের অজান্তে বেড়ে চলে। এর প্রধান কারণ, এই রোগ সম্পর্কে আমাদের অসচেতনতা। অথচ প্রাথমিক পর্যায়ে একে শনাক্ত করা গেলে অনেক রোগী বাঁচানো সম্ভব।
কীভাবে স্তন ক্যানসার হয়
স্তন গঠিত হয় চর্বিযুক্ত, তন্তুযুক্ত, গ্রন্থিযুক্ত কোষ দিয়ে। স্তনের মধ্যে থাকা কোষগুলো হঠাৎ নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে শুরু করলে এ রোগ হয়। স্তনে থাকা বিভিন্ন কোষের মধ্যে যেকোনো কোষেই এ রোগ হতে পারে। তবে প্রধানত দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত কোষেই এই প্রকার ক্যানসার বেশি দেখা যায়।
উচ্চ ঝুঁকিতে কারা
স্তন ক্যানসারের লক্ষণ কী
স্তন ক্যানসার নির্ণয় যেভাবে
এ ছাড়া পরীক্ষা করা যায় ম্যামোগ্রাম বা স্তনের এক্স-রে, স্তনের আলট্রাসাউন্ড, টিস্যু বায়োপসি।
প্রতিরোধ
পরামর্শ দিয়েছনে: ডা. সানিয়া সুলতানা, গাইনি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা চেম্বার: আলোক হেলথকেয়ার,মিরপুর-পল্লবী শাখা
দিনে কতবার মলত্যাগ করা হলো—সেটাকে আমরা বেশ গুরুত্ব দিয়ে থাকি। একেবারে না হওয়া কিংবা অতিরিক্ত হওয়া বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে ধরে ব্যবস্থাও নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, এটি নির্ভর করে কিছু ব্যক্তিগত ও শারীরিক বিষয়ের ওপর। কিন্তু প্রস্রাবের হার কি একই রকম কোনো নির্ধারিত নিয়মের মধ্যে পড়ে?
১ দিন আগেযুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) প্রথমবারের মতো ওষুধ জেপবাউন্ডকে ঘুমের অসুখের (স্লিপ অ্যাপনিয়া-ওএসএ) চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে। গতকাল শুক্রবার এফডিএ ঘোষণা দিয়েছে, ইলাই লিলি অ্যান্ড কোং নির্মিত এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের স্থূলতা এবং মাঝারি থেকে তীব্র পর্যায়ের ওএসএ চিকিৎসা
১ দিন আগেএখনকার মানুষ অনেক স্বাস্থ্যসচেতন। ফলে খাবারে বৈচিত্র্য এসেছে। ভাত-রুটি খাওয়ার প্রবণতা কমেছে। এবার এমন একটি খাবারের কথা জেনে রাখুন, যা শরীরে পুষ্টির ভারসাম্য বজায় রাখবে। তাতে শরীর থাকবে রোগমুক্ত। খাবারটি হলো স্প্রাউট বা অঙ্কুরিত বীজ। এই বীজ খাওয়া শুরু করা উচিত শীতেই।
২ দিন আগেশারীরিকভাবে সুস্থ থাকতে খাবার গ্রহণের গুরুত্বের বিষয়টি সবার জানা। তবে এটা জানতে হবে, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও খাবারের ব্যাপক ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন থেকে এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।
২ দিন আগে