নাক থেকে রক্ত পড়া নিয়ন্ত্রণে

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৭: ৪৭
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮: ০০

হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখলে স্বাভাবিকভাবেই মানুষ ভয় পায়। নাক দিয়ে রক্ত পড়াকে বলা হয় এপিসট্যাক্সিস। এটি কোনো রোগ নয়, রোগের লক্ষণমাত্র। অধিকাংশ ক্ষেত্রে এটি জটিল রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়। নাক, কান, গলা ছাড়াও শরীরের অন্য অনেক রোগের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না।

নাকের বিভিন্ন অপারেশন, সর্দি, টিউমার কিংবা সাইনোসাইটিসের কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। এ ছাড়া নাকের বিভিন্ন ধরনের সংক্রমণ, যেমন এট্রফিক রাইনাইটিস, রাইনসপো রিডিওসিস ইত্যাদির কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাকের মাঝখানের অতিরিক্ত বাঁকা হাড়, নাকের মাঝখানের পর্দায় ছিদ্র হলেও রক্ত পড়তে পারে। ঊর্ধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রমণ, অর্থাৎ সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসা নিন। নাকের হাড় বাঁকা থাকলে তারও চিকিৎসা নিতে হবে। সময়মতো এসবের চিকিৎসা না করালে হঠাৎ করে নাক থেকে রক্ত পড়া শুরু হয়। 

নিয়ন্ত্রণে যা করবেন

  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। 
  • নাক খুঁটবেন না। 
  • নাকের ভেতর ময়লা জমলে চিকিৎসকের পরামর্শে নাকের ড্রপ ব্যবহার করুন।
  • ভ্যাসলিন ব্যবহার করে নাক আর্দ্র রাখতে পারেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত