ফিচার ডেস্ক
দিন দিন ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এর চিকিৎসাপদ্ধতি এবং ওষুধ সহজলভ্য করার বিভিন্ন গবেষণা। এবার স্কটল্যান্ডের গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষ এআই টুল। এটি চোখ পরীক্ষার মাধ্যমে ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে সাহায্য করবে।
চোখের পেছনের রেটিনার ছবি নেওয়ার মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই ছবি বিশ্লেষণ করতে এআই সফটওয়্যার ব্যবহার করে বিজ্ঞানীরা রোগের লক্ষণ আগেই শনাক্ত করতে পারবেন।
গবেষণাটির জন্য স্কটল্যান্ড থেকে প্রায় এক মিলিয়ন চোখের স্ক্যান সংগ্রহ করেছিলেন গবেষকেরা। এটি বিশ্বের সবচেয়ে বড় চোখের তথ্যভান্ডার হিসেবে পরিচিতি পেয়েছে। এর সঙ্গে এআই প্রযুক্তির সাহায্যে একটি অ্যালগরিদম তৈরি করা হয়েছে। সেটি চোখের রক্তনালিগুলোর অবস্থা মূল্যায়ন করতে পারে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অপথালমোলজি বিভাগের অধ্যাপক বালজিয়ান ধিলন বলেছেন, ‘চোখ থেকে আমরা অনেক ধরনের তথ্য পেতে পারি, যা আগে জানা ছিল না। রেটিনায় মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য থাকে। চোখের একটি সাধারণ ছবি দিয়েই আমরা ভবিষ্যতে মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেটি বলতে পারব।’
ডিমেনশিয়ায় আক্রান্ত হলে মানুষের মস্তিষ্কের কোষগুলো সঠিক কাজকর্ম বন্ধ করে দেয়। এর ফলে স্মৃতি, চিন্তা এবং ভাষার সমস্যা হয়। এই রোগের কোনো নিরাময় পদ্ধতি না থাকলেও দ্রুততম সময়ে শনাক্ত করতে পারলে চিকিৎসা শুরু করা সম্ভব।
এ ছাড়া রোগীর পরিবারও এ বিষয়ে আগাম প্রস্তুতি নিতে পারে।
ডেভিড স্টিল একজন অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর মায়ের চোখের সমস্যা থাকায় তিনি নিয়মিত চোখের চিকিৎসকের কাছে যেতেন। শুরুর দিকে ডেভিডের মায়ের চোখের সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হিসেবে শনাক্ত হয়েছিল। পরবর্তী সময়ে চিকিৎসকেরা বুঝতে পারেন, সেই সমস্যা আসলে আলঝেইমার। এমন অবস্থা থেকে মস্তিষ্কে সেরিব্রাল ব্লাইন্ডনেস
তৈরি হয়। তার ফলে তাঁর মা চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না।
মায়ের আলঝেইমার রোগের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ডেভিড স্টিল বলেন, ‘যদি ১০ বছর আগে ডিমেনশিয়া শনাক্ত করা যেত, তাহলে আমাদের পরিবারকে এমন কষ্টের সময় পার করতে হতো না। আমার বাবা পুরো সময়টা মায়ের দেখাশোনা করেছেন। তিনি অন্তত একটা প্রস্তুতি নিতে পারতেন।’
এডিনবরার আরেক বিশেষজ্ঞ অপটোমেট্রিস্ট ইয়ন ক্যামেরন বলেন, ‘চোখ একটি বিশেষ অঙ্গ। এর মাধ্যমে শুধু শরীরের অন্যান্য অংশ; যেমন হার্ট, রক্তচাপ, ডায়াবেটিস ও মস্তিষ্কের সমস্যার লক্ষণ বোঝা যায়। চোখের মাধ্যমে আমাদের সার্বিক স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়।’
গবেষণা দল আশা করছে, ২০২৬ সালের মধ্যে এই প্রযুক্তি স্কটল্যান্ডের অপটিশিয়ানদের কাছে আরও বিস্তৃতভাবে চালু হবে। এর মাধ্যমে ডিমেনশিয়ার মতো গুরুতর রোগগুলো আরও দ্রুত এবং আগাম শনাক্ত করা সম্ভব হবে। এতে রোগীদের জীবনযাত্রা সম্পর্কে আগেই সচেতন হওয়া সম্ভব হবে।
দিন দিন ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এর চিকিৎসাপদ্ধতি এবং ওষুধ সহজলভ্য করার বিভিন্ন গবেষণা। এবার স্কটল্যান্ডের গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষ এআই টুল। এটি চোখ পরীক্ষার মাধ্যমে ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে সাহায্য করবে।
চোখের পেছনের রেটিনার ছবি নেওয়ার মাধ্যমে মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই ছবি বিশ্লেষণ করতে এআই সফটওয়্যার ব্যবহার করে বিজ্ঞানীরা রোগের লক্ষণ আগেই শনাক্ত করতে পারবেন।
গবেষণাটির জন্য স্কটল্যান্ড থেকে প্রায় এক মিলিয়ন চোখের স্ক্যান সংগ্রহ করেছিলেন গবেষকেরা। এটি বিশ্বের সবচেয়ে বড় চোখের তথ্যভান্ডার হিসেবে পরিচিতি পেয়েছে। এর সঙ্গে এআই প্রযুক্তির সাহায্যে একটি অ্যালগরিদম তৈরি করা হয়েছে। সেটি চোখের রক্তনালিগুলোর অবস্থা মূল্যায়ন করতে পারে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অপথালমোলজি বিভাগের অধ্যাপক বালজিয়ান ধিলন বলেছেন, ‘চোখ থেকে আমরা অনেক ধরনের তথ্য পেতে পারি, যা আগে জানা ছিল না। রেটিনায় মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে অনেক তথ্য থাকে। চোখের একটি সাধারণ ছবি দিয়েই আমরা ভবিষ্যতে মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেটি বলতে পারব।’
ডিমেনশিয়ায় আক্রান্ত হলে মানুষের মস্তিষ্কের কোষগুলো সঠিক কাজকর্ম বন্ধ করে দেয়। এর ফলে স্মৃতি, চিন্তা এবং ভাষার সমস্যা হয়। এই রোগের কোনো নিরাময় পদ্ধতি না থাকলেও দ্রুততম সময়ে শনাক্ত করতে পারলে চিকিৎসা শুরু করা সম্ভব।
এ ছাড়া রোগীর পরিবারও এ বিষয়ে আগাম প্রস্তুতি নিতে পারে।
ডেভিড স্টিল একজন অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর মায়ের চোখের সমস্যা থাকায় তিনি নিয়মিত চোখের চিকিৎসকের কাছে যেতেন। শুরুর দিকে ডেভিডের মায়ের চোখের সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হিসেবে শনাক্ত হয়েছিল। পরবর্তী সময়ে চিকিৎসকেরা বুঝতে পারেন, সেই সমস্যা আসলে আলঝেইমার। এমন অবস্থা থেকে মস্তিষ্কে সেরিব্রাল ব্লাইন্ডনেস
তৈরি হয়। তার ফলে তাঁর মা চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না।
মায়ের আলঝেইমার রোগের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ডেভিড স্টিল বলেন, ‘যদি ১০ বছর আগে ডিমেনশিয়া শনাক্ত করা যেত, তাহলে আমাদের পরিবারকে এমন কষ্টের সময় পার করতে হতো না। আমার বাবা পুরো সময়টা মায়ের দেখাশোনা করেছেন। তিনি অন্তত একটা প্রস্তুতি নিতে পারতেন।’
এডিনবরার আরেক বিশেষজ্ঞ অপটোমেট্রিস্ট ইয়ন ক্যামেরন বলেন, ‘চোখ একটি বিশেষ অঙ্গ। এর মাধ্যমে শুধু শরীরের অন্যান্য অংশ; যেমন হার্ট, রক্তচাপ, ডায়াবেটিস ও মস্তিষ্কের সমস্যার লক্ষণ বোঝা যায়। চোখের মাধ্যমে আমাদের সার্বিক স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়।’
গবেষণা দল আশা করছে, ২০২৬ সালের মধ্যে এই প্রযুক্তি স্কটল্যান্ডের অপটিশিয়ানদের কাছে আরও বিস্তৃতভাবে চালু হবে। এর মাধ্যমে ডিমেনশিয়ার মতো গুরুতর রোগগুলো আরও দ্রুত এবং আগাম শনাক্ত করা সম্ভব হবে। এতে রোগীদের জীবনযাত্রা সম্পর্কে আগেই সচেতন হওয়া সম্ভব হবে।
স্বাস্থ্যসেবাকে জনমুখী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিতে গঠিত সংস্কার কমিশন ওষুধের প্রাপ্যতা, চিকিৎসা শিক্ষার মান ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। কমিশন ফেব্রুয়ারির মাঝামাঝি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে।
৪ ঘণ্টা আগেশিশুদের কানে ব্যথা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। সাধারণত ৬ থেকে ১৮ মাসের মধ্যে কানের সংক্রমণ বেশি হতে দেখা যায়। তিন বছরের কম বয়সী শতকরা ৩০ ভাগ শিশু কোনো না কোনো কারণে কানে ব্যথায় ভুগে থাকে।
২ দিন আগেডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
২ দিন আগেশরীরে রক্ত জমাট বেঁধে গেলে কিংবা ঘনত্ব বেড়ে গেলে বিপদ হতে পারে। এ ক্ষেত্রে বিশেষ করে কার্ডিওভাসকুলারজনিত সমস্যা অন্যতম। সিবিসি টেস্টের রিপোর্ট নেতিবাচক হলে শুরু হয় রক্ত তরল করার নানান ওষুধে চিকিৎসা প্রক্রিয়া। তবে আগে থেকেই রক্তে ঘনত্ব বেড়ে যাওয়ার উপসর্গগুলো বুঝতে পেরে প্রাকৃতিক নিয়ম মেনে চলার...
২ দিন আগে