ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম
কিডনি বা প্রস্রাবসংক্রান্ত যেসব নৈমিত্তিক সমস্যা আমাদের ভোগান্তিতে ফেলে, তার মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সোজা ভাষায় ইউরিন ইনফেকশন উল্লেখযোগ্য। হিসাব করে দেখা যায়, রোগীদের মধ্যে আনুমানিক শতকরা তিনজন প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকে। একটু সচেতন হলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রস্রাব যে পথে তৈরি ও নিঃসরণ হয়, তার ইনফেকশন বা প্রদাহই হলো প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সে হিসেবে এ রোগ মানে কিডনি, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশন বোঝায়। যদিও মানুষ বেশি আক্রান্ত হয় মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশনে, যাদের যথাক্রমে সিস্টাইটিস ও ইউরেথ্রাইটিস বলে। জটিল অবস্থায় ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, যাকে পাইলোনেফ্রাইটিস বলে।
কাদের বেশি হয়
ইউরিন ইনফেকশন সাধারণত মূত্রনালি থেকে ওপরে কিডনি পর্যন্ত ছড়ায়। নারীদের মূত্রনালি লম্বায় অপেক্ষাকৃত ছোট এবং অবস্থান পায়ুপথের কাছাকাছি হওয়ায় পুরুষদের তুলনায় নারীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
কারা বেশি ঝুঁকিতে থাকেন
লক্ষণ
প্রতিরোধব্যবস্থা
পরীক্ষা
চিকিৎসা
সাধারণত রোগবাহী জীবাণু চিহ্নিত করে তার বিপরীতে কর্মক্ষম অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে চিকিৎসা করা হয়। অপর্যাপ্ত ও ভুল চিকিৎসা উল্টো বিপদ ডেকে আনতে পারে।
চিকিৎসা না করা বা অপচিকিৎসার জটিলতা
লেখক: রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
কিডনি বা প্রস্রাবসংক্রান্ত যেসব নৈমিত্তিক সমস্যা আমাদের ভোগান্তিতে ফেলে, তার মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সোজা ভাষায় ইউরিন ইনফেকশন উল্লেখযোগ্য। হিসাব করে দেখা যায়, রোগীদের মধ্যে আনুমানিক শতকরা তিনজন প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকে। একটু সচেতন হলে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রস্রাব যে পথে তৈরি ও নিঃসরণ হয়, তার ইনফেকশন বা প্রদাহই হলো প্রস্রাবে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সে হিসেবে এ রোগ মানে কিডনি, ইউরেটার, মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশন বোঝায়। যদিও মানুষ বেশি আক্রান্ত হয় মূত্রথলি ও মূত্রনালির ইনফেকশনে, যাদের যথাক্রমে সিস্টাইটিস ও ইউরেথ্রাইটিস বলে। জটিল অবস্থায় ইনফেকশন কিডনি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, যাকে পাইলোনেফ্রাইটিস বলে।
কাদের বেশি হয়
ইউরিন ইনফেকশন সাধারণত মূত্রনালি থেকে ওপরে কিডনি পর্যন্ত ছড়ায়। নারীদের মূত্রনালি লম্বায় অপেক্ষাকৃত ছোট এবং অবস্থান পায়ুপথের কাছাকাছি হওয়ায় পুরুষদের তুলনায় নারীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।
কারা বেশি ঝুঁকিতে থাকেন
লক্ষণ
প্রতিরোধব্যবস্থা
পরীক্ষা
চিকিৎসা
সাধারণত রোগবাহী জীবাণু চিহ্নিত করে তার বিপরীতে কর্মক্ষম অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে চিকিৎসা করা হয়। অপর্যাপ্ত ও ভুল চিকিৎসা উল্টো বিপদ ডেকে আনতে পারে।
চিকিৎসা না করা বা অপচিকিৎসার জটিলতা
লেখক: রেসিডেন্ট, নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
পুরুষদের উদ্দেশ্যে অধ্যাপক হোয়াইট বলেন, ‘আপনার কোমরের মাপ দেখুন। যদি বেশি ওজন থাকে, যদি পেট বড় হয়ে যায়, তাহলে এর পরিবর্তন আনার চেষ্টা করুন। শরীরচর্চা করুন, বাইরে যান, মানুষের সঙ্গে কথা বলুন। সুযোগ পেলেই স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করান। আর শরীরে কোনো পরিবর্তন দেখলে বা সমস্যা দেখা দিলে সাহায্য
১৮ ঘণ্টা আগে‘দেখতে দেখতে আমার বাবুটা বড় হয়ে গেল।’ এ বাক্য যেমন শিশুকে কোলে ধরে রাখতে না পারার আক্ষেপ, পাশাপাশি একটা নিশ্চয়তাও যে শিশু স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে। শিশুরা দুরন্ত হবে, খেলায় মেতে থাকবে, আবদার করবে আর ‘দেখতে দেখতে’ বেড়ে উঠবে।
২ দিন আগেএপ্রিল মাস এসে গেছে। তীব্র গরমের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার। গরম একা আসে না, সঙ্গে কিছু অসুখ-বিসুখও নিয়ে আসে। এই গরমে যে যতই লেবুর শরবত আর ফ্যানের বাতাসে নিজেকে বাঁচাতে চান না কেন, রোগবালাই কিন্তু লুকিয়ে বসে আছে ঠিকই! তাই জানতে হবে গরমের বিশেষ পাঁচ রোগ এবং এর সমাধান।
২ দিন আগেআমাদের চারপাশে ঘাপটি মেরে থাকা নীরব ঘাতক ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে মানবস্বাস্থ্য। শব্দদূষণ বা অতিরিক্ত কোলাহল সেগুলোর মধ্যে অন্যতম। আর বিষয়টি আমরা খুব একটা পাত্তা দিই না। কিন্তু এটি হৃদ্রোগ, ডায়াবেটিস, এমনকি ডিমেনশিয়ার মতো রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গবেষণা বলছে, শুধু ইউরোপেই প্রতিবছর ১২ হাজার মানুষ
২ দিন আগে