Ajker Patrika

২ মাস পরই কমতে থাকে ফাইজারের টিকার কার্যকারিতা 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩: ৫৬
২ মাস পরই কমতে থাকে ফাইজারের টিকার কার্যকারিতা 

ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনা টিকার দুই ডোজ নেওয়ার দুই মাস পরই কমতে থাকে কার্যকারিতা। তবে এটি করোনায় মৃত্যু ও এই রোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯০ শতাংশ কমাতে সক্ষম। গতকাল বুধবার এ-সম্পর্কিত দুটি গবেষণার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও কাতারে গবেষণাগুলো করা হয়েছে। আর এই গবেষণা চিকিৎসাবিষয়ক সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে ফাইজারের টিকার পূর্ণ ডোজ দেওয়া ব্যক্তিদের সচেতন হয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 

ইসরায়েলে হওয়া গবেষণায় অংশ নেন ৪ হাজার ৮০০ স্বাস্থ্যকর্মী। গবেষণায় দেখা গেছে, ৬৫ বছর এবং এর বেশি বয়সীদের দুই ডোজ ফাইজারের টিকা নেওয়ার পর অ্যান্টিবডি দ্রুত কমতে থাকে। 

এ নিয়ে ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টারের চিকিৎসক গিলি রেগেভ-জোচে বলেন, `আমরা ইসরায়েলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র সেবা মেডিকেল সেন্টারে স্বাস্থ্যকর্মীদের ওপর গবেষণাটি করেছি। যেখানে অ্যান্টিবডির মাত্রা পরীক্ষা করা হয়েছে।'

গবেষকেরা বলছেন, `হাম, মাম্পস ও রুবেলার মতো অনেক টিকা অ্যান্টিবডির মাত্রা প্রতিবছর ৫ থেকে ১০ শতাংশ কমে। আমরা দেখেছি যে ফাইজার ভ্যাকসিনের কার্যকারিতা কয়েক মাস পরই কমতে থাকে।'

গবেষণায় আরও বলা হয়, যারা করোনা থেকে সুস্থ হওয়ার পর ভ্যাকসিন নেয়, তাদের মধ্যে অ্যান্টিবডি বেশি দিন টেকে।

কাতারে হওয়া গবেষণাটিও কাতারের জনগণের ওপর করা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, ফাইজারের টিকা প্রথম ডোজের পর সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দ্রুত বৃদ্ধি পায়, দ্বিতীয় ডোজের পর প্রথম মাসে অ্যান্টিবডি চূড়ান্ত পর্যায়ে থাকে। তারপর থেকে ধীরে ধীরে হ্রাস পায়।

এ নিয়ে কাতারের ওয়েইল কর্নেল মেডিসিনের কর্মকর্তা লাইথ আবু রাদাদ বলেন, চার মাস পর দ্রুত কমতে থাকে। পরবর্তী মাসগুলোতে অ্যান্টিবডির পরিমাণ ২০ শতাংশে নেমে আসে। তবে এই টিকা করোনায় মৃত্যু ও এ রোগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঝুঁকি ৯০ শতাংশ কমাতে সক্ষম। 

গবেষকেরা জানান, ফাইজারের টিকার কার্যকারিতা কমা থেকে বোঝা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন স্থানে করোনার নতুন ঢেউ দেখা দিতে পারে। 

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন সম্প্রতি বয়স্ক ও সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য ফাইজার/বায়োএনটেকের বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত