অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। ১৭ বছর ধরে সিগারেট খাই। ইদানীং গলার ভেতর খুব চুলকায়। টনসিলাইটিস নেই, অ্যালার্জিও নেই। সিগারেটের কথা বললাম; কারণ, আর এমন কোনো অভ্যাস নেই, যার কারণে এটা হতে পারে। বেশ কয়েকবার সিগারেটের অভ্যাস ছাড়তে চেয়েছি। কিন্তু মানসিক চাপ হলে না খেয়ে পারি না। কীভাবে পরিত্রাণ পাব, সেটা জানাবেন অনুগ্রহ করে। দীপু রহমান, চট্টগ্রাম
উত্তর: আপনার যে সমস্যা হচ্ছে, সে জন্য প্রথম কাজ সিগারেট ছাড়তে হবে। তবে এর জন্য প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। মানসিক চাপ কমানোর জন্য নিজের শখের চর্চা করতে পারেন। সৃজনশীল কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে।
প্রশ্ন: হার্ট অ্যাটাকের আগে কি কোনো উপসর্গ দেখা দেয়? কী করে বুঝব হার্ট অ্যাটাক হচ্ছে? নাম প্রকাশে অনিচ্ছুক, বগুড়া
উত্তর: হার্ট অ্যাটাকের উপসর্গ হলো বুকের ব্যথা। এই ব্যথা পরিশ্রমে বাড়ে, বিশ্রামে উপশম হয়। এমনভাবে বারবার হয়। ফলে বুকের ব্যথাকে অবহেলা করবেন না।
প্রশ্ন: ইদানীং ঘাড়ে খুব ব্যথা হয়। প্রেশার স্বাভাবিক। অবশ্য টানা আট ঘণ্টা কম্পিউটারে কাজ করতে হয়। ঘাড়ব্যথার এটা কোনো কারণ কি না, জানি না। কিন্তু ইদানীং ব্যথাটা কমছে না। গোসলের সময় গরম পানি ঢেলে দেখেছি, লাভ হচ্ছে না। তুলি আহমেদ, রংপুর
উত্তর: আট ঘণ্টা টানা কম্পিউটারে কাজ করলে এমন হবেই। তা ছাড়া বসার সময় সোজা হয়ে বসতে হবে। সঠিকভাবে বসে কাজ করতে হবে আর এক ঘণ্টা পরপর ১০ মিনিটের বিরতি নিতে হবে। মাঝে মাঝে সবুজের দিকে তাকাতে হবে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
প্রশ্ন: আমার বয়স ৩৫ বছর। ১৭ বছর ধরে সিগারেট খাই। ইদানীং গলার ভেতর খুব চুলকায়। টনসিলাইটিস নেই, অ্যালার্জিও নেই। সিগারেটের কথা বললাম; কারণ, আর এমন কোনো অভ্যাস নেই, যার কারণে এটা হতে পারে। বেশ কয়েকবার সিগারেটের অভ্যাস ছাড়তে চেয়েছি। কিন্তু মানসিক চাপ হলে না খেয়ে পারি না। কীভাবে পরিত্রাণ পাব, সেটা জানাবেন অনুগ্রহ করে। দীপু রহমান, চট্টগ্রাম
উত্তর: আপনার যে সমস্যা হচ্ছে, সে জন্য প্রথম কাজ সিগারেট ছাড়তে হবে। তবে এর জন্য প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। মানসিক চাপ কমানোর জন্য নিজের শখের চর্চা করতে পারেন। সৃজনশীল কাজ মানসিক চাপ কমাতে সাহায্য করে।
প্রশ্ন: হার্ট অ্যাটাকের আগে কি কোনো উপসর্গ দেখা দেয়? কী করে বুঝব হার্ট অ্যাটাক হচ্ছে? নাম প্রকাশে অনিচ্ছুক, বগুড়া
উত্তর: হার্ট অ্যাটাকের উপসর্গ হলো বুকের ব্যথা। এই ব্যথা পরিশ্রমে বাড়ে, বিশ্রামে উপশম হয়। এমনভাবে বারবার হয়। ফলে বুকের ব্যথাকে অবহেলা করবেন না।
প্রশ্ন: ইদানীং ঘাড়ে খুব ব্যথা হয়। প্রেশার স্বাভাবিক। অবশ্য টানা আট ঘণ্টা কম্পিউটারে কাজ করতে হয়। ঘাড়ব্যথার এটা কোনো কারণ কি না, জানি না। কিন্তু ইদানীং ব্যথাটা কমছে না। গোসলের সময় গরম পানি ঢেলে দেখেছি, লাভ হচ্ছে না। তুলি আহমেদ, রংপুর
উত্তর: আট ঘণ্টা টানা কম্পিউটারে কাজ করলে এমন হবেই। তা ছাড়া বসার সময় সোজা হয়ে বসতে হবে। সঠিকভাবে বসে কাজ করতে হবে আর এক ঘণ্টা পরপর ১০ মিনিটের বিরতি নিতে হবে। মাঝে মাঝে সবুজের দিকে তাকাতে হবে।
পরামর্শ দিয়েছেন, অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
রোগে-শোকে মানুষকে প্রতিনিয়ত কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের ৪০ শতাংশ মানুষের মোট আয়ের ২০ শতাংশ খরচ হচ্ছে ওষুধ কিনতেই।
১৬ ঘণ্টা আগেদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা না থাকায় ও ডাক্তারের ওপর আস্থা না থাকায় বিদেশে চিকিৎসা নিতে প্রতিবছর দেশের মানুষ ৪ বিলিয়ন ডলার খরচ করছে। স্বাস্থ্যেসেবার উন্নয়ন না হলে এর পরিমাণ দিন দিন আরও বাড়বে।
১৮ ঘণ্টা আগেআমাদের দেশে শীত উপভোগ্য মৌসুম। কিন্তু অনেকের ঠান্ডা, কাশি, জ্বর, গলাব্যথা, অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। আবার শ্বাসকষ্টজনিত সমস্যা যাদের আছে, তাদের এই মৌসুমে কষ্ট বেড়ে যায়।
১ দিন আগেত্বক অভ্যন্তরীণ অঙ্গের সংক্রমণ এবং যেকোনো ক্ষতি থেকে সুরক্ষা দেয়। তাই এর যত্নে বিশেষ মনোযোগী হওয়া প্রয়োজন। শীতকালে ত্বক শুষ্ক ও টানটান হলে দুশ্চিন্তা করবেন না। চুলকানি হলেও চিন্তার কোনো কারণ নেই। শীতের শুষ্ক আবহাওয়া ত্বকের প্রতিরক্ষামূলক তেল কমিয়ে দেয়।
১ দিন আগে