অনলাইন ডেস্ক
কম্বোডিয়ায় মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে স্বর্ণপদক পাওয়া ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে ইঁদুরটির বয়স হয়েছিল আট বছর। গত সপ্তাহের শেষের দিকে মারা যায় মাগাওয়া। এর আগের বছরই অবসরে যায় মাগাওয়া। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মাগাওয়ার বাড়ি আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল কম্বোডিয়ায়। দেশটিতে মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সম্মানের স্থানে আছে এই ইঁদুর। কর্মজীবনে শতাধিক মাইন শনাক্ত করে মাগাওয়া।
গৃহযুদ্ধের সময় কম্বোডিয়াজুড়ে আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেসব মাইন শনাক্তের কাজে আফ্রিকার তাঞ্জেনিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিয়ে আসা হয় মাগাওয়াকে। বেলজিয়ামে নিবন্ধিত তাঞ্জেনিয়াভিত্তিক দাতব্য সংস্থা অ্যাপোপোতে অনেকগুলো ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৯০ সাল থেকে প্রশিক্ষণ নেওয়া এসব ইঁদুরকে বলা হয় ‘হিরো র্যাটস’। মাগাওয়া ছিল সেই সব সাহসী ইঁদুরের একটি।
এক বিবৃতিতে দাতব্য সংস্থা অ্যাপোপোর পক্ষ থেকে বলা হয়, মাগাওয়া সুস্থ ছিল। গত সপ্তাহের বেশির ভাগ সময় খেলা করে সময় কাটিয়েছে। কিন্তু সপ্তাহের শেষে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। ওই সময় সে বেশি ঘুমাতে থাকে ও তার শেষ দিনগুলোতে খাবারের প্রতি কম আগ্রহ দেখায়।
সাহসিকতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য ২০২০ সালে মাগাওয়াকে স্বর্ণপদক দেয় যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ব্রিটেন পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস।
বিশ্বে মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে একটি কম্বোডিয়া। দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ বিস্ফোরণে তাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে।
গত সোমবারও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।
কম্বোডিয়ায় মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে স্বর্ণপদক পাওয়া ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে ইঁদুরটির বয়স হয়েছিল আট বছর। গত সপ্তাহের শেষের দিকে মারা যায় মাগাওয়া। এর আগের বছরই অবসরে যায় মাগাওয়া। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মাগাওয়ার বাড়ি আফ্রিকায় হলেও কর্মস্থল ছিল কম্বোডিয়ায়। দেশটিতে মাটিতে পুঁতে রাখা মাইন শনাক্ত করে অনেকের চোখে সম্মানের স্থানে আছে এই ইঁদুর। কর্মজীবনে শতাধিক মাইন শনাক্ত করে মাগাওয়া।
গৃহযুদ্ধের সময় কম্বোডিয়াজুড়ে আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেসব মাইন শনাক্তের কাজে আফ্রিকার তাঞ্জেনিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিয়ে আসা হয় মাগাওয়াকে। বেলজিয়ামে নিবন্ধিত তাঞ্জেনিয়াভিত্তিক দাতব্য সংস্থা অ্যাপোপোতে অনেকগুলো ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়। ১৯৯০ সাল থেকে প্রশিক্ষণ নেওয়া এসব ইঁদুরকে বলা হয় ‘হিরো র্যাটস’। মাগাওয়া ছিল সেই সব সাহসী ইঁদুরের একটি।
এক বিবৃতিতে দাতব্য সংস্থা অ্যাপোপোর পক্ষ থেকে বলা হয়, মাগাওয়া সুস্থ ছিল। গত সপ্তাহের বেশির ভাগ সময় খেলা করে সময় কাটিয়েছে। কিন্তু সপ্তাহের শেষে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। ওই সময় সে বেশি ঘুমাতে থাকে ও তার শেষ দিনগুলোতে খাবারের প্রতি কম আগ্রহ দেখায়।
সাহসিকতা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার জন্য ২০২০ সালে মাগাওয়াকে স্বর্ণপদক দেয় যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ব্রিটেন পিপলস ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস।
বিশ্বে মাইন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর মধ্যে একটি কম্বোডিয়া। দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ বিস্ফোরণে তাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে।
গত সোমবারও কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১৪ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৩২ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে