অনলাইন ডেস্ক
ঘানায় ট্রাক বিস্ফোরণে পুরো একটি শহর বিধ্বস্ত হয়ে গেছে। গত বৃহস্পতিবার সংঘটিত ওই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও অন্তত ৫৯ জন। বিস্ফোরকবাহী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিএনএন।
বিস্ফোরণের ফলে পশ্চিম ঘানার আপিয়াতে নামে ওই শহরটির অধিকাংশই মাটির সঙ্গে মিশে গেছে। কওয়াদো বেমপাহ নামে ঘটনাস্থলের পাশেই কর্মরত এক শ্রমিক সিএনএনকে বলেন, ‘সেখানকার সব ঘরবাড়িই প্রায় ধ্বংস হয়ে গেছে। মানুষজন এবং গৃহপালিত প্রাণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’ তিনি আরও বলেন, চারদিকেই কেবল মরদেহ।
প্রথমে ধারণা করা হয়েছিল, মৃতের সংখ্যা ১৭ কিন্তু পরে তা ১৩ জনে নেমে আসে। ঘানার তথ্যমন্ত্রী কোজো অপং নক্রুমা মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
কোজো নক্রুমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বিষয়ে বলেন, ‘প্রথমে মৃতের সংখ্যা ১৭ জন গণনা করা হয়। স্থানীয় বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন সংখ্যা দিচ্ছিল। পরে আমরা পরামর্শ করে সব হিসাব আমলে এনে মৃতের সংখ্যা ১৩ জন হিসাব করা হয়।’
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ আহতকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁরা আর কোনো তথ্য জানায়নি।
বিস্ফোরণের ফলে প্রায় ১০ হাজার অধিবাসীর ওই শহরটির অধিকাংশই গৃহহীন হয়ে পড়েছেন।
ঘানায় ট্রাক বিস্ফোরণে পুরো একটি শহর বিধ্বস্ত হয়ে গেছে। গত বৃহস্পতিবার সংঘটিত ওই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও অন্তত ৫৯ জন। বিস্ফোরকবাহী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিএনএন।
বিস্ফোরণের ফলে পশ্চিম ঘানার আপিয়াতে নামে ওই শহরটির অধিকাংশই মাটির সঙ্গে মিশে গেছে। কওয়াদো বেমপাহ নামে ঘটনাস্থলের পাশেই কর্মরত এক শ্রমিক সিএনএনকে বলেন, ‘সেখানকার সব ঘরবাড়িই প্রায় ধ্বংস হয়ে গেছে। মানুষজন এবং গৃহপালিত প্রাণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’ তিনি আরও বলেন, চারদিকেই কেবল মরদেহ।
প্রথমে ধারণা করা হয়েছিল, মৃতের সংখ্যা ১৭ কিন্তু পরে তা ১৩ জনে নেমে আসে। ঘানার তথ্যমন্ত্রী কোজো অপং নক্রুমা মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
কোজো নক্রুমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বিষয়ে বলেন, ‘প্রথমে মৃতের সংখ্যা ১৭ জন গণনা করা হয়। স্থানীয় বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন সংখ্যা দিচ্ছিল। পরে আমরা পরামর্শ করে সব হিসাব আমলে এনে মৃতের সংখ্যা ১৩ জন হিসাব করা হয়।’
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ আহতকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁরা আর কোনো তথ্য জানায়নি।
বিস্ফোরণের ফলে প্রায় ১০ হাজার অধিবাসীর ওই শহরটির অধিকাংশই গৃহহীন হয়ে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
২ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
২ ঘণ্টা আগে