Ajker Patrika

কেনিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ২, আহত দুই শতাধিক

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৩০
কেনিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত অন্তত ২, আহত দুই শতাধিক

কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক ভয়াবহ গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত দুজন নিহত হয়েছে। এ ছাড়া, আহতের সংখ্যা দুই শতাধিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নাইরোবির দক্ষিণ-পূর্বের এলাকা এমবাকাসিতে এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা এএফপি জানায়, দমকলকর্মীরা আজ শুক্রবার ভোরেও আগুন নেভানোর চেষ্টা করছিলেন। শহরের উপকণ্ঠে এখনো আকাশে কালো ধোঁয়া চোখে পড়ছে।

এ ঘটনায় সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে জানান, বৃহস্পতিবার রাতে এমবাকাসি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। পোস্টে তিনি লেখেন, অজানা রেজিস্ট্রেশন নম্বরের একটি লরি (ট্রাক) গ্যাসে বোঝাই ছিল। বিস্ফোরণের পর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন।

তিনি আরও বলেন, বিস্ফোরণস্থল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে ন্যূনতম ব্যাঘাত ছাড়াই উদ্ধার অভিযান চালানো যায়।

বিবিসি জানায়, বিস্ফোরণে যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের কয়েকটি বাড়িও আগুনে পুড়ে গেছে। ওই এলাকায় বসবাসরত এক সাংবাদিক বিবিসিকে জানান, বিস্ফোরণের পর সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।

জনসাধারণকে আপাতত এলাকাটিতে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। ফায়ার ইঞ্জিন মোতায়েন করাসহ উদ্ধার অভিযান চলছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমবাকাসির পুলিশ কমান্ডার ওয়েসলি কিমেটোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড সামাজিক প্ল্যাটফর্ম এক্সে এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করেছে।

কেনিয়ার রেডক্রস বলেছে, তারা এ পর্যন্ত প্রায় ২৭১ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। এ ছাড়া, ঘটনাস্থলেই ২৭ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত