অনলাইন ডেস্ক
তিউনিসিয়ার উপকূল থেকে গতকাল শুক্রবার ৪১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার উপকূলরক্ষী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জেবাবলি বলেছেন, ‘মরদেহগুলোতে পচন ধরেছে। এ থেকে বোঝা যায়, মরদেহগুলো বেশ কয়েক দিন ধরে পানিতে ডুবে ছিল।’ তিনি বার্তা সংস্থা রয়টার্স বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে উপকূলে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু নজিরবিহীন।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ লিবিয়া মানব পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করার পর সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে প্রায়ই তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটছে।
সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা এতটাই বেড়েছে যে তিউনিসিয়ার মর্গে মরদেহের জায়গা হচ্ছে। কবর দেওয়ার জায়গাও ক্রমশ ফুরিয়ে আসছে। বন্দর শহরের বিচার কর্মকর্তা ফৌজি মাসমুদি বলছেন, শুক্রবারে লঞ্চপ্যাড শহরের হাসপাতালগুলোর মর্গ মরদেহ দিয়ে ভরে গেছে।
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ থেকে তিউনিসিয়া উপকূলের দূরত্ব ১৫০ কিলোমিটারেরও কম। ফলে ইতালি পৌঁছার সহজ পথ হিসেবে দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীরা এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ ব্যবহার করেন।
তিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) নামের একটি সংগঠনের রমধনে বেন আমোর জানিয়েছেন, চলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত প্রায় ২২০টি মৃতদেহ রেকর্ড করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।
বেন আমের আরও বলেছেন, তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা এতটাই বেড়ে গেছে যে তিউনিসিয়া সরকার বাধ্য হয়ে তাদের জন্য একটি বিশেষ কবরস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। কারণ অভিবাসনপ্রত্যাশীরা বেশির ভাগই বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশের নাগরিক।
তিউনিসিয়ার উপকূল থেকে গতকাল শুক্রবার ৪১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ২১০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়ার উপকূলরক্ষী। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জেবাবলি বলেছেন, ‘মরদেহগুলোতে পচন ধরেছে। এ থেকে বোঝা যায়, মরদেহগুলো বেশ কয়েক দিন ধরে পানিতে ডুবে ছিল।’ তিনি বার্তা সংস্থা রয়টার্স বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে উপকূলে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু নজিরবিহীন।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ লিবিয়া মানব পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করার পর সাব-সাহারা আফ্রিকা, সিরিয়া ও সুদানের অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে প্রায়ই তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটছে।
সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা এতটাই বেড়েছে যে তিউনিসিয়ার মর্গে মরদেহের জায়গা হচ্ছে। কবর দেওয়ার জায়গাও ক্রমশ ফুরিয়ে আসছে। বন্দর শহরের বিচার কর্মকর্তা ফৌজি মাসমুদি বলছেন, শুক্রবারে লঞ্চপ্যাড শহরের হাসপাতালগুলোর মর্গ মরদেহ দিয়ে ভরে গেছে।
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপ থেকে তিউনিসিয়া উপকূলের দূরত্ব ১৫০ কিলোমিটারেরও কম। ফলে ইতালি পৌঁছার সহজ পথ হিসেবে দীর্ঘদিন ধরেই অভিবাসনপ্রত্যাশীরা এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ ব্যবহার করেন।
তিউনিসিয়ান ফোরাম ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস (এফটিডিইএস) নামের একটি সংগঠনের রমধনে বেন আমোর জানিয়েছেন, চলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত প্রায় ২২০টি মৃতদেহ রেকর্ড করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন।
বেন আমের আরও বলেছেন, তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা এতটাই বেড়ে গেছে যে তিউনিসিয়া সরকার বাধ্য হয়ে তাদের জন্য একটি বিশেষ কবরস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। কারণ অভিবাসনপ্রত্যাশীরা বেশির ভাগই বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশের নাগরিক।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় ২০২৪-এ বাংলাদেশিদের আশ্রয় প্রার্থনা করে আবেদনের রেকর্ড হয়েছে। যদিও তাঁদের সিংহভাগ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। আবেদনের সংখ্যার দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) ওয়েবসাইটে
৫ ঘণ্টা আগেআফগানিস্তানে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান বাহিনী। পরিবারের বরাত দিয়ে আজ সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ২৫ বছর বয়সী ওয়াজির খানকে গত ২৪ ফেব্রুয়ারি রাজধানী কাবুলের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়।
৮ ঘণ্টা আগেনগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই নগ্ন সৈকতে অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
৯ ঘণ্টা আগেইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
১০ ঘণ্টা আগে