অনলাইন ডেস্ক
মাদাগাস্কারের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮০ জন। গতকাল শুক্রবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার পরপরই পদদলনের শিকার হওয়াদের উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এ ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।’
ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপদেশটির রাজধানীর বারেয়া স্টেডিয়ামের প্রবেশপথে এই পদদলনের ঘটনা ঘটে। ঘটনার দিনে স্টেডিয়ামটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী ছিল। সেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো অজানা।
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা ঘটনার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। পরে তিনি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সেখানে ব্যাপক ধাক্কাধাক্কির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফলে প্রবেশপথে মানুষ মারা গিয়েছে এবং আহত হয়েছে।’
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা, যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে মাদাগাস্কার।
মাদাগাস্কারের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮০ জন। গতকাল শুক্রবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনার পরপরই পদদলনের শিকার হওয়াদের উদ্ধার করে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্টসে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এ ঘটনায় ১২ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হয়েছে।’
ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপদেশটির রাজধানীর বারেয়া স্টেডিয়ামের প্রবেশপথে এই পদদলনের ঘটনা ঘটে। ঘটনার দিনে স্টেডিয়ামটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী ছিল। সেখানে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত ছিল। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো অজানা।
মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা ঘটনার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। পরে তিনি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘সেখানে ব্যাপক ধাক্কাধাক্কির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফলে প্রবেশপথে মানুষ মারা গিয়েছে এবং আহত হয়েছে।’
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস মাদাগাস্কারের অন্যতম জনপ্রিয় একটি ক্রীড়া প্রতিযোগিতা, যা চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিগত প্রায় ৪০ বছর ধরে টানা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে মাদাগাস্কার।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই।
১৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা রায়ান বর্গওয়ার্ট। সম্প্রতি এই কায়াকার নিজের ডুবে যাওয়ার নাটক সাজিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রায়ান বর্তমানে পূর্ব ইউরোপের কোথাও জীবিত আছেন।
৩২ মিনিট আগেগাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১ ঘণ্টা আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে