অনলাইন ডেস্ক
সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।
তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’
তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।
আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।
আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।
দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।
সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।
তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’
তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।
আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।
আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।
দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।
ভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১৫ মিনিট আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
৩৩ মিনিট আগেট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত হওয়ার পরপরই যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সরে দাঁড়াতে হলো ম্যাট গেটজকে। কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পুরোনো মিত্র পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প।
১ ঘণ্টা আগেকংগ্রেস ভবনের সব শৌচাগার, পোশাক পরিবর্তনের কক্ষ, লকার রুমগুলো নারী–পুরুষ অনুযায়ী ভাগ করা আছে। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।
৩ ঘণ্টা আগে