অনলাইন ডেস্ক
উগান্ডার পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় তাদের মৃত্যু হয়েছে। দেশটির সরকার এবং স্থানীয় রেড ক্রস ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত রোববার নাগাদ দেশটির বুগিসু, মেবলে এবং কাপচরওয়া এলাকায় বন্যায় ১০ জনের মৃত্যু হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তবে সোমবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জনে।
উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাশিতা সাংবাদিকদের বলেন, মেবলে এবং কাপচরওয়া এলাকা থেকে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইরিন জানান, খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রীবাহী ট্রাক বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছেছে। শিগগিরই বিতরণ কাজ শুরু হবে।
দেশটিতে বেশ কয়েক দিন আগেই ভয়াবহ খরা চলছিল। খরা শেষ হতে না হতেই এই বর্ষণে প্রথম দিকে দেশটিতে স্বস্তির বাতাস বইয়ে দিলেও শোকের আবহ তৈরি করতেও খুব বেশি সময় নেয়নি।
উগান্ডার পূর্বাঞ্চল ভারী বৃষ্টিপাতের ফলে বর্তমানে বন্যার ঝুঁকিতে থাকলেও পুরো দেশটিই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তীব্র বৃষ্টিপাতের কারণে অতীতেও ব্যাপক প্রাণহানির হয়েছে। ২০১৮ সালেও দেশটির পূর্বাঞ্চলের বুদুদা জেলায় বন্যায় বাড়িঘর ভেসে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং বাস্তুচ্যুত হন আরও অনেকে। তারও আগে, ২০১০ সালে বুদুদায় প্রবল বর্ষণের পর ভূমিধসে ৮০ জনের মৃত্যু হয়েছিল।
উগান্ডার পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় তাদের মৃত্যু হয়েছে। দেশটির সরকার এবং স্থানীয় রেড ক্রস ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত রোববার নাগাদ দেশটির বুগিসু, মেবলে এবং কাপচরওয়া এলাকায় বন্যায় ১০ জনের মৃত্যু হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তবে সোমবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪ জনে।
উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাশিতা সাংবাদিকদের বলেন, মেবলে এবং কাপচরওয়া এলাকা থেকে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইরিন জানান, খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রীবাহী ট্রাক বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছেছে। শিগগিরই বিতরণ কাজ শুরু হবে।
দেশটিতে বেশ কয়েক দিন আগেই ভয়াবহ খরা চলছিল। খরা শেষ হতে না হতেই এই বর্ষণে প্রথম দিকে দেশটিতে স্বস্তির বাতাস বইয়ে দিলেও শোকের আবহ তৈরি করতেও খুব বেশি সময় নেয়নি।
উগান্ডার পূর্বাঞ্চল ভারী বৃষ্টিপাতের ফলে বর্তমানে বন্যার ঝুঁকিতে থাকলেও পুরো দেশটিই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তীব্র বৃষ্টিপাতের কারণে অতীতেও ব্যাপক প্রাণহানির হয়েছে। ২০১৮ সালেও দেশটির পূর্বাঞ্চলের বুদুদা জেলায় বন্যায় বাড়িঘর ভেসে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং বাস্তুচ্যুত হন আরও অনেকে। তারও আগে, ২০১০ সালে বুদুদায় প্রবল বর্ষণের পর ভূমিধসে ৮০ জনের মৃত্যু হয়েছিল।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৯ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৯ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৯ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৯ ঘণ্টা আগে