অনলাইন ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। পিটিআইয়ে অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে বুশরা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় ‘খালি পায়ে’ মদিনা জিয়ারতে গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ‘তাদের’ ফোন গ্রহণ করতে শুরু করেন।
এই ‘তাদের’ শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন। সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বুশরা বিবি অভিযোগ করেন, তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বাজওয়াকে প্রশ্ন করা হয়, “এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন...আমরা এমন ব্যক্তিত্ব চাই না।’
বুশরা বিবি আরও বলেন, ‘এর পর থেকেই তারাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করল এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট আখ্যা দিতে লাগল।’ এ সময় তিনি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
এদিকে, সৌদি আরবের প্রতি বুশরা বিবির অভিযোগের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে।
অপরদিকে, জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আনসার আব্বাসী বুশরা বিবির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জেনারেল বাজওয়ার কাছাকাছি সূত্রগুলো বুশরা বিবির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সূত্রগুলো বলেছে, ‘ইমরানের স্ত্রীর কারণেই সব শেষ হয়ে গেছে।’ তাঁরা আরও বলেছেন, ‘বাজওয়া ওই সফরের পর কোনো ফোন গ্রহণ করেননি।’
এ ছাড়া, পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা তাহির আশরাফি—যিনি ইমরান খানের সৌদি আরব সফরের সময় উপস্থিত ছিলেন—বুশরা বিবির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সৌদি আরব সফরে তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। পিটিআইয়ে অফিশিয়াল এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিওতে বুশরা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় ‘খালি পায়ে’ মদিনা জিয়ারতে গিয়েছিলেন, তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) কমর জাভেদ বাজওয়া ‘তাদের’ ফোন গ্রহণ করতে শুরু করেন।
এই ‘তাদের’ শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন। সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বুশরা বিবি অভিযোগ করেন, তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বাজওয়াকে প্রশ্ন করা হয়, “এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন...আমরা এমন ব্যক্তিত্ব চাই না।’
বুশরা বিবি আরও বলেন, ‘এর পর থেকেই তারাই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাতে শুরু করল এবং ইমরান খানকে ইহুদি এজেন্ট আখ্যা দিতে লাগল।’ এ সময় তিনি জানান, পিটিআই প্রতিষ্ঠাতা একটি বার্তা পাঠিয়েছেন যে, সবাইকে ২৪ নভেম্বরের প্রতিবাদে যোগ দিতে হবে। এই তারিখ কোনোভাবেই পরিবর্তন হবে না।
এদিকে, সৌদি আরবের প্রতি বুশরা বিবির অভিযোগের পর পাকিস্তান সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই মন্তব্যকে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি ‘আত্মঘাতী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে।
অপরদিকে, জ্যেষ্ঠ পাকিস্তানি সাংবাদিক আনসার আব্বাসী বুশরা বিবির মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জেনারেল বাজওয়ার কাছাকাছি সূত্রগুলো বুশরা বিবির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সূত্রগুলো বলেছে, ‘ইমরানের স্ত্রীর কারণেই সব শেষ হয়ে গেছে।’ তাঁরা আরও বলেছেন, ‘বাজওয়া ওই সফরের পর কোনো ফোন গ্রহণ করেননি।’
এ ছাড়া, পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা তাহির আশরাফি—যিনি ইমরান খানের সৌদি আরব সফরের সময় উপস্থিত ছিলেন—বুশরা বিবির অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সৌদি আরব সফরে তাঁর প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা আইসিসির ইতিহাসে একটি বিরল পদক্ষেপ।
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটির ওপর রহস্যজনক ড্রোন দেখা গেছে বলে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। কিছু কিছু মহল এমনটাও বলছেন, অজানা উড়ন্ত বস্তুগুলো (ইউএফও) বহির্জাগতিক বা এলিয়েন টাইপ কিছু হতে পারে। এই ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ব্যবহার করে। সামরিক ঘাঁটির কাছাকাছি এমন
৩ ঘণ্টা আগেএকজনের বাড়ি ইউক্রেন, একজন যুক্তরাষ্ট্রের, জার্মানিরও আছেন একজন, অন্য দুজন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের। বাইকের হ্যান্ডেল ধরে শুধু রাস্তাই নয়, নিজেদের জীবনকেও নতুন করে আবিষ্কার করেছেন এই পাঁচ নারী।
৪ ঘণ্টা আগেদীর্ঘ ১৬ বছর ধরে খোঁজাখুঁজির পর জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনার মুখোমুখি হলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। সম্প্রতি তিনি প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
৬ ঘণ্টা আগে