অনলাইন ডেস্ক
সুদানে যুদ্ধরত দলগুলো ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির সেনাবাহিনী (এসএএফ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল সোমবার বলেছেন, দুই দিনের ব্যাপক আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এর আগে গত সপ্তাহেও বেশ কয়েকটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সুদানের সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) তা মেনে চলেনি।
এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য যুক্তরাষ্ট্র সুদানের বিবদমান পক্ষ, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করবে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এ পর্যন্ত যুদ্ধে অন্তত ৪২৭ জন নিহত হয়েছে। এ ছাড়া হাসপাতালসহ অনেক জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, লোহিত সাগর, হর্ন অব আফ্রিকা ও সাহেল অঞ্চলের পার্শ্ববর্তী দেশ সুদানের সহিংসতা ক্রমশ বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই সহিংসতা সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
আন্তোনিও গুতেরেস সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সুদানকে অতল গহ্বরের কিনারা থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে নিজ নিজ ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করতে হবে। আমরা এই ভয়ানক সময়ে সুদানের পাশে আছি।’
সুদানের চলমান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে রয়েছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।
সুদানে যুদ্ধরত দলগুলো ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির সেনাবাহিনী (এসএএফ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গতকাল সোমবার বলেছেন, দুই দিনের ব্যাপক আলোচনার পর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এর আগে গত সপ্তাহেও বেশ কয়েকটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে সুদানের সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) তা মেনে চলেনি।
এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য যুক্তরাষ্ট্র সুদানের বিবদমান পক্ষ, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করবে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এ পর্যন্ত যুদ্ধে অন্তত ৪২৭ জন নিহত হয়েছে। এ ছাড়া হাসপাতালসহ অনেক জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, লোহিত সাগর, হর্ন অব আফ্রিকা ও সাহেল অঞ্চলের পার্শ্ববর্তী দেশ সুদানের সহিংসতা ক্রমশ বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই সহিংসতা সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
আন্তোনিও গুতেরেস সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সুদানকে অতল গহ্বরের কিনারা থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে নিজ নিজ ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করতে হবে। আমরা এই ভয়ানক সময়ে সুদানের পাশে আছি।’
সুদানের চলমান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে রয়েছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চার মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী ভারতীয় নারী শাহজাদি খানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ সোমবার দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান। যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীনভাবে তদন্তের পর এই ইস্যু নিয়ে গত বৃহস্পতিবার থেকে অনুসন্ধানী প্রতিবেদনের সিরিজ ‘স্পাই কপস’ প্রচার শুরু করেছে ব্রিটিশ গণমাধ্যমটি। আর এরপরই এ নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘নাৎসি’ আখ্যা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, ইহুদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম ক্রাসনায়া জভেজদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন লাভরভ। জেলেনস্কি রুশ সংস্কৃতিকে সম্মান করেন না বলে
৩ ঘণ্টা আগে