জাম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে হাকাইন্ডে হিচিলামার জয়

অনলাইন ডেস্ক
Thumbnail image

জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিজনেস ম্যাগনেট এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলেমা। আজ সোমবার নির্বাচন কমিশনের চেয়ারপারসন বিচারপতি এসাউ চুলু টেলিভিশনে দেওয়া এক ভাষণে তাঁকে প্রেসিডেন্ট ইলেক্ট ঘোষণা করেন। 

ভাষণে এসাউ চুলু বলেন, 'আমি হাকাইন্ডে হিচিলেমাকে জাম্বিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করছি।' 

এ পর্যন্ত দেশটির ১৫৬টি আসনের মধ্যে ১৫৫ টির ফল পাওয়া গেছে। সরকারিভাবে পাওয়া এই ফলে ২৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোটের মধ্যে ১৮ লাখ ১৪ হাজার ২০১ ভোট পেয়েছেন হাকাইন্ডে। 

হাকাইন্ডে হিচিলেমার জয়ে উল্লাসপ্রসঙ্গত, ৬ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট পদে আছেন এদগার লুঙ্গু। জীবনযাত্রার মানোন্নয়নে খরচ বাড়াতে থাকলেও পরিস্থিতি উন্নয়ন না হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ ছিল। এর মাঝেও লুঙ্গু পদে বহালের চেষ্টা করছিলেন। 

তবে, ৫৯ বছর বয়সী প্রবীণ বিরোধী রাজনীতিক হাকাইন্ডে হিচিলেমার কাছে তাঁর পরাজয় হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত