Ajker Patrika

১০ কোটি টাকায় বিক্রি হলো আইনস্টাইনের সেই চিঠি

অনলাইন ডেস্ক
১০ কোটি টাকায় বিক্রি হলো  আইনস্টাইনের সেই চিঠি

বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা একটি চিঠি যুক্তরাষ্ট্রে নিলামে ১২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হয়েছে। পদার্থ বিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc 2 উল্লেখ ছিল এই চিঠিটিতে। অজ্ঞাত এক নথি সংগ্রাহক ১২ লাখ মার্কিন ডলারের বেশি দামে সেই চিঠিটি কিনে নিয়েছেন। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিঠিটি ১২ লাখ ডলারের বেশি বা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ১৮ লাখ টাকায় আইনস্টাইনের চিঠিটি বিক্রি হয়েছে। নিলাম আয়োজকেরা যে প্রত্যাশা করেছিলেন তার চেয়েও তিন গুণ দামে চিঠিটি বিক্রি করা হলো।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ রকম আরও তিনটি নথি রয়েছে, যেখানে আইনস্টাইনের নিজ হাতে E=mc 2 সমীকরণটি লেখা রয়েছে।

১৯০৫ সালে আইনস্টাইনের লেখা এক বৈজ্ঞানিক নিবন্ধে E=mc 2 সমীকরণটি প্রথম প্রকাশিত হয়। এই সমীকরণ অনুযায়ী, ভর ও শক্তি প্রকৃতপক্ষে একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অর্থাৎ কোনো পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তর করা যায়।

যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান আরআর অকশন এই চিঠিটিকে নিলামে তুলেছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হলোগ্রাফিক এবং পদার্থবিজ্ঞানের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি এটি।

জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার এ চিঠিটিতে তারিখ দেওয়া আছে ২৬ অক্টোবর, ১৯৪৬। চিঠিটি পোলিশ-আমেরিকান পদার্থবিদ লুদভিগ সিলভারস্টেইনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। পরে তার বংশধররা এটি বেচে দেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি।

উল্লেখ্য, লুদভিগ সিলভারস্টেইন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত