অনলাইন ডেস্ক
অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগের নতুন নিয়ম অনুযায়ী, ৫৫ বছর বা ততোর্ধ্ব বয়সী প্রবাসীরা ৫ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন।
আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপণের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো, আবেদনকারীকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যেকোনো জায়গায় হতে পারে। তাঁকে ন্যূনতম ১০ লক্ষ দিরহাম দামের সম্পত্তির মালিক হতে হবে। অথবা ব্যাংকে ১০ লক্ষ দিরহামের সঞ্চয় থাকতে হবে। অথবা মাসিক ন্যূনতম ২০ হাজার দিরহাম (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) আয় থাকতে হবে।
এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ভিসা ৫ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে।
সরকারি ঘোষণায় আরও বলা হয়, ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে। সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে।
দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক, তাঁদের সঙ্গী এবং নির্ভরশীলরা ৫ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন। এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত ৫৫ বছর হতে হবে। আর্থিক যোগ্যতা হিসেব মাসে ১৫ হাজার দিরহাম আয় অথবা ব্যাংকে ১০ লাখ দিরহাম জমা থাকতে হবে।
এতে বলা হয়, এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা।
ভারতে লোকসভার সামনে বিজেপি ও কংগ্রেস সাংসদদের বিক্ষোভ চলাকালে হাতাহাতির ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গতকাল বৃহস্পতিবার শারীরিক আক্রমণ ও অসদাচরণের অভিযোগ তুলে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে উভয় পক্ষ।
৪ ঘণ্টা আগেঅন্যান্য উন্নত দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের তরুণ ও মধ্যবয়সীদের অকাল মৃত্যুহার অনেক বেশি। দেশটিতে বন্দুক সহিংসতা, মাদকের অতিরিক্ত ব্যবহার এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। স্থূলতার হার ইউরোপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এসব কারণে যুক্তরাষ্ট্রকে তরুণদের জন্য একটি ‘ধনী মৃত্যুফাঁদ’ বলা হয়ে থাকে।
৫ ঘণ্টা আগেকুয়েতের একটি সমবায় সমিতিতে কর্মরত একজন ক্যাশিয়ার মাগরিবের নামাজ আদায়ের সময় মারধর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে গালফ নিউজ।
৫ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানির ওপর শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প নির্বাচনের পর প্রথমবার বাণিজ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে গিয়ে ইউএস-ইইউর মধ্যে আসন্ন বাণিজ্য যুদ্ধের...
৬ ঘণ্টা আগে