অনলাইন ডেস্ক
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল দখলের পর পূর্বাঞ্চলের আরেকটি শহর দনবাসে রুশ বাহিনী হামলা জোরদার করেছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। তার আগে থেকেই রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ন্ত্রেণ নিয়েছিল। মস্কো চায়, দনবাসের শেষ অংশটুকুও নিজেদের নিয়ন্ত্রণে নিতে।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির কাছ থেকে যুদ্ধবিরতির আহ্বান এসেছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার কথা জানা গেল।
গতকাল শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে বলেন, ‘দনবাসের পরিস্থিতি অত্যন্ত খারাপ। রুশ বাহিনী স্লোভিয়ানস্ক ও সিভিয়েরোদোনেৎস্ক শহরে আক্রমণ করার চেষ্টা করছিল। কিন্তু ইউক্রেন বাহিনী তাদের রুখে দিয়েছে।’
জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পেডোলিয়াক জানিয়েছেন, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি নন তাঁরা। তিনি বলেছেন, ‘কিয়েভ মস্কোর সঙ্গে এমন কোনো চুক্তি মানবে না যেখানে আমাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয় জড়িত থাকে। যুদ্ধবিরতিতে সম্মত হলে রাশিয়া পাল্টা আঘাত হানবে। কারণ, রাশিয়া যুদ্ধবিরতি মানে না।’
রয়টার্স জানিয়েছে, পেডোলিয়াক ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসে কড়া নিরাপত্তার মধ্যে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধ থামবে না। তারা (রাশিয়া) নতুন করে আক্রমণ করবে। আরও বেশি রক্ত ঝরবে।’
গত শুক্রবার মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানাতে আটকে থাকা ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করেছেন। গত তিন মাসের যুদ্ধে মারিউপোলের বিজয়কে রাশিয়ার সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল দখলের পর পূর্বাঞ্চলের আরেকটি শহর দনবাসে রুশ বাহিনী হামলা জোরদার করেছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রুশ বাহিনী। তার আগে থেকেই রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা লুহানস্ক ও দোনেৎস্ক নিয়ন্ত্রেণ নিয়েছিল। মস্কো চায়, দনবাসের শেষ অংশটুকুও নিজেদের নিয়ন্ত্রণে নিতে।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির কাছ থেকে যুদ্ধবিরতির আহ্বান এসেছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার কথা জানা গেল।
গতকাল শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর নিয়মিত ভাষণে বলেন, ‘দনবাসের পরিস্থিতি অত্যন্ত খারাপ। রুশ বাহিনী স্লোভিয়ানস্ক ও সিভিয়েরোদোনেৎস্ক শহরে আক্রমণ করার চেষ্টা করছিল। কিন্তু ইউক্রেন বাহিনী তাদের রুখে দিয়েছে।’
জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পেডোলিয়াক জানিয়েছেন, মস্কোর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি নন তাঁরা। তিনি বলেছেন, ‘কিয়েভ মস্কোর সঙ্গে এমন কোনো চুক্তি মানবে না যেখানে আমাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয় জড়িত থাকে। যুদ্ধবিরতিতে সম্মত হলে রাশিয়া পাল্টা আঘাত হানবে। কারণ, রাশিয়া যুদ্ধবিরতি মানে না।’
রয়টার্স জানিয়েছে, পেডোলিয়াক ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসে কড়া নিরাপত্তার মধ্যে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধ থামবে না। তারা (রাশিয়া) নতুন করে আক্রমণ করবে। আরও বেশি রক্ত ঝরবে।’
গত শুক্রবার মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানাতে আটকে থাকা ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করেছেন। গত তিন মাসের যুদ্ধে মারিউপোলের বিজয়কে রাশিয়ার সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
১০ ঘণ্টা আগেভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। যাত্রীরা একটি ট্রেনে আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে নেমে আসার পর পাশের লাইনে আসা আরেকটি ট্রেনের ধাক্কায় তারা প্রাণ হারান
১১ ঘণ্টা আগেবিবিসি জানিয়েছে, গত সোমবার দিল্লির পাতিয়ালা হাউস আদালত পুলিশকে চিত্রকর্ম দুটি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিলেন। পুলিশের অভিযোগে বলা হয়, একটি আর্ট গ্যালারিতে প্রদর্শিত চিত্রকর্ম দুটি হিন্দু দেবতাদের নগ্ন রূপে চিত্রিত করেছে। বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে