মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।
শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।
তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।
শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।
তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর শুরুর দিকের কয়েক সপ্তাহ বাদে আর কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোতে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার বৈঠকে রাশিয়া ও
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক হান্না ডুগানকে আজ শুক্রবার গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সামাজিক যোগাযোগমাধ্যমে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার থেকে বাঁচাতে সহায়তা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেফিলিস্তিনি ও আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলো বলছে, বেসামরিক বহু মানুষ ইসরায়েলি বাহিনীর ক্রসফায়ারে পড়ে নিহত হয়েছে। হামাসের হামলার পর থেকে নিহতদের মধ্যে অন্তত ১৮২ জন ১৮ বছরের কম বয়সী শিশু। ইসরায়েল বলছে, এদের কেউ কেউ পাথর নিক্ষেপ ও ‘জঙ্গি’ কার্যক্রমে জড়িত ছিল। অধিকার গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে...
১১ ঘণ্টা আগেএক দশকের বেশি সময় ধরে চীনে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা বিশ্বের সর্বোচ্চ অসমাপ্ত গগনচুম্বী ভবনের নির্মাণকাজ আবার শুরু হতে যাচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহেই এই কাজ শুরু হতে পারে।
১২ ঘণ্টা আগে