অনলাইন ডেস্ক
এ বছর হজযাত্রীর সংখ্যায় কোনো সীমা রাখছে না সৌদি আরব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী সোমবার (৯ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানান। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সৌদি সরকার।
সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সাংবাদিকদের বলেন, ‘করোনা মহামারির আগে যেমন ছিল, ঠিক সেই পরিমাণ হজযাত্রীদের এবার স্বাগত জানাবে সৌদি আরব।’
মন্ত্রী আরও জানান, ‘করোনা প্রতিরোধে তিন বছরের বিধিনিষেধের পরে হজযাত্রীদের বয়সের যে শর্ত ছিল, তাও বাতিল করা হবে।’
মহামারির কারণে ২০২০ সাল থেকে হজযাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। পরের দুই বছরও হজযাত্রীর সংখ্যা কমানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় ২০২১ সালে শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন। আর ২০২২ সালে হজযাত্রী ছিলেন ৯ লাখ মতো। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।
সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত করে দেওয়া হয়। পাশাপাশি করোনার টিকা নেওয়া এবং করোনার নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। সমস্ত সক্ষম-সামর্থ্যবান মুসলমানকে অন্তত একবার হজ পালন করতে হবে। এ বছরের পবিত্র হজের সময় জুনে নির্ধারিত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতে পারতেন। এবারও এমনসংখ্যক হজযাত্রী যাবেন বলে আশা করা হচ্ছে।
এ বছর হজযাত্রীর সংখ্যায় কোনো সীমা রাখছে না সৌদি আরব। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী সোমবার (৯ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানান। করোনাভাইরাস সংক্রমণের কারণে গত তিন বছর হজযাত্রীর সংখ্যা সীমিত রেখেছিল সৌদি সরকার।
সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সাংবাদিকদের বলেন, ‘করোনা মহামারির আগে যেমন ছিল, ঠিক সেই পরিমাণ হজযাত্রীদের এবার স্বাগত জানাবে সৌদি আরব।’
মন্ত্রী আরও জানান, ‘করোনা প্রতিরোধে তিন বছরের বিধিনিষেধের পরে হজযাত্রীদের বয়সের যে শর্ত ছিল, তাও বাতিল করা হবে।’
মহামারির কারণে ২০২০ সাল থেকে হজযাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। পরের দুই বছরও হজযাত্রীর সংখ্যা কমানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় ২০২১ সালে শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন। আর ২০২২ সালে হজযাত্রী ছিলেন ৯ লাখ মতো। এর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।
সে সময় হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত করে দেওয়া হয়। পাশাপাশি করোনার টিকা নেওয়া এবং করোনার নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়।
হজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। সমস্ত সক্ষম-সামর্থ্যবান মুসলমানকে অন্তত একবার হজ পালন করতে হবে। এ বছরের পবিত্র হজের সময় জুনে নির্ধারিত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতে পারতেন। এবারও এমনসংখ্যক হজযাত্রী যাবেন বলে আশা করা হচ্ছে।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১ ঘণ্টা আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
২ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৪ ঘণ্টা আগে