অনলাইন ডেস্ক
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলমান সংঘর্ষ অবশেষে থেমেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি চলবে ৬০ দিন। তবে ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও তারা হামাসের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক আহ্বানে সাড়া দিয়ে হিজবুল্লাহর সঙ্গে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা সর্বাত্মক যুদ্ধের পর লেবাননে যুদ্ধবিরতি শুরু করেছে। তবে গাজায় লড়াই অব্যাহত থাকবে এবং ইসরায়েল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমূলে ধ্বংস করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েলি মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয়। বিষয়টি সুখবর আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই যুদ্ধবিরতি স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টা থেকে কার্যকর হবে এবং এটি লেবাননের জন্য এক ‘নতুন সূচনা।’
লেবাননে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানানো সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সরাসরি এই আলোচনায় উপস্থিত ছিল না। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরি হিজবুল্লাহর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন। লেবাননের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই হামলা চালানো বন্ধ রাখবে।
তবে যুদ্ধবিরতির সময় হিজবুল্লাহ কোনো ধরনের লঙ্ঘন করলে ইসরায়েল শক্তিশালী প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, ‘এই যুদ্ধবিরতি ইসরায়েলকে গাজায় এবং ইরানের হুমকি মোকাবিলার দিকে মনোযোগ দিতে সাহায্য করবে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে পুনরায় অস্ত্র-গোলাবারুদ ও রসদ সংগ্রহ করার সুযোগ দেবে।’ নেতানিয়াহু আরও বলেন, ‘হিজবুল্লাহ সংঘর্ষ থেকে সরে এলে, হামাস একা পড়ে যাবে। আমরা তাদের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করব।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করব, আমাদের সব বন্দিকে ঘরে ফিরিয়ে আনব। নিশ্চিত করব যে, গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না এবং আমরা উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফিরিয়ে আনব।’
এই চুক্তির অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীকে দেশটির দক্ষিণাঞ্চলে মোতায়েন করা এবং ৬০ দিনের মধ্যে ইসরায়েল ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে সরে যাবে। এই চুক্তি হিজবুল্লাহকে দক্ষিণ সীমান্ত থেকে পিছু হটে লিতানি নদীর এপারে সরিয়ে আসতেও বাধ্য করবে।
এই যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই যুদ্ধবিরতি গাজার সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে সব ধরনের সহায়তা দেবে।’ এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতি গাজায় সংঘাত বন্ধ করতে এবং বন্দীদের মুক্ত করতে একটি মাইলফলক হতে যাচ্ছে।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলমান সংঘর্ষ অবশেষে থেমেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি চলবে ৬০ দিন। তবে ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও তারা হামাসের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বৈশ্বিক আহ্বানে সাড়া দিয়ে হিজবুল্লাহর সঙ্গে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা সর্বাত্মক যুদ্ধের পর লেবাননে যুদ্ধবিরতি শুরু করেছে। তবে গাজায় লড়াই অব্যাহত থাকবে এবং ইসরায়েল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমূলে ধ্বংস করবে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েলি মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয়। বিষয়টি সুখবর আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এই যুদ্ধবিরতি স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টা থেকে কার্যকর হবে এবং এটি লেবাননের জন্য এক ‘নতুন সূচনা।’
লেবাননে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানানো সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সরাসরি এই আলোচনায় উপস্থিত ছিল না। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরি হিজবুল্লাহর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন। লেবাননের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই হামলা চালানো বন্ধ রাখবে।
তবে যুদ্ধবিরতির সময় হিজবুল্লাহ কোনো ধরনের লঙ্ঘন করলে ইসরায়েল শক্তিশালী প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেন, ‘এই যুদ্ধবিরতি ইসরায়েলকে গাজায় এবং ইরানের হুমকি মোকাবিলার দিকে মনোযোগ দিতে সাহায্য করবে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে পুনরায় অস্ত্র-গোলাবারুদ ও রসদ সংগ্রহ করার সুযোগ দেবে।’ নেতানিয়াহু আরও বলেন, ‘হিজবুল্লাহ সংঘর্ষ থেকে সরে এলে, হামাস একা পড়ে যাবে। আমরা তাদের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করব।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করব, আমাদের সব বন্দিকে ঘরে ফিরিয়ে আনব। নিশ্চিত করব যে, গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না এবং আমরা উত্তরের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফিরিয়ে আনব।’
এই চুক্তির অংশ হিসেবে লেবাননের সশস্ত্র বাহিনীকে দেশটির দক্ষিণাঞ্চলে মোতায়েন করা এবং ৬০ দিনের মধ্যে ইসরায়েল ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে সরে যাবে। এই চুক্তি হিজবুল্লাহকে দক্ষিণ সীমান্ত থেকে পিছু হটে লিতানি নদীর এপারে সরিয়ে আসতেও বাধ্য করবে।
এই যুদ্ধবিরতি প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই যুদ্ধবিরতি গাজার সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে সব ধরনের সহায়তা দেবে।’ এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতি গাজায় সংঘাত বন্ধ করতে এবং বন্দীদের মুক্ত করতে একটি মাইলফলক হতে যাচ্ছে।
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গুগল ম্যাপের নির্দেশনা অনুসরণ করে সংযোগ সড়কহীন সেতু থেকে গাড়ি পড়ে ৩ জন নিহত হয়েছেন। সেই ঘটনার পর গতকাল মঙ্গলবার গুগল জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এই দুর্ঘটনার তদন্তে তারা সহযোগিতা করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন
২ ঘণ্টা আগেজো বাইডেনের হাতে থাকা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার জটিল প্রক্রিয়া শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্পের দল। এই পরিকল্পনার বিস্তারিত তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, এই চুক্তি অনেকটাই দেশটির দীর্ঘদিনের প্রথা ভেঙে করা হয়েছে
২ ঘণ্টা আগেআগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এমনটাই মনে করছেন। তবে, এ ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের যেসব ভূখণ্ড দখল করেছে তার দাবি কিয়েভকে ত্যাগ করতে হবে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা দেশটির ফেডারেল রাজধানী ইসলামাবাদ অভিমুখে যে লং মার্চ ও অবস্থান কর্মসূচি দিয়েছিল তা শেষ হয়েছে। গত ২৪ নভেম্বর থেকে ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। টানা তিন দিনের উত্তেজনা শেষে ইমরান..
৫ ঘণ্টা আগে