অনলাইন ডেস্ক
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এক মানবাধিকারকর্মী ও দুই মানবাধিকার সংস্থা। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।
নরওয়েজীয় নোবেল কমিটি বলেছে, বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নোবেল কমিটি বলেছে, যারা শান্তিতে নোবেল পেল, তারা নিজ নিজ দেশে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় প্রচার চালিয়ে আসার জন্য তারা সুপরিচিত। তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নথিভুক্ত করার প্রচেষ্টার জন্যও বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে।
নিয়মানুযায়ী নরওয়েজীয় নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ী নির্বাচন করে থাকে। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তিতে পুরস্কার ঘোষণা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬০ বছর বয়সী বিয়ালিয়াৎস্কি নিজ দেশে ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি ১৯৯৬ সালে বেলারুশের স্বৈরাচারী নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
নোবেল শান্তি পুরস্কার কমিটি বলেছে, ‘তিনি নিজের দেশে গণতন্ত্র ও শান্তিপূর্ণ উন্নয়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন।’
বিবিসি আরও বলেছে, ২০১১-২০১৪ সালে কর ফাঁকির অভিযোগে বিয়ালিয়াৎস্কি এবং কারাগারে পাঠানো হয়েছিল। তবে তিনি সব সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
বেলারুশের বিরোধী দল এবং স্বাধীন পর্যবেক্ষকেরা লুকাশেঙ্কোর কারচুপির নির্বাচন নিয়ে ব্যাপক প্রতিবাদের পরে ২০২০ সালে তাঁকে আবার আটক করা হয়েছিল।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিলিপাইন বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মোরাতোভ। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজেদের অনন্য অবদান রাখার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
এর আগে ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি)।
বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি হিসেবে ২০০৬ নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, আলফ্রেড নোবেল নামের এক ব্যক্তি ১৮৯৫ সালের নভেম্বর মাসে তাঁর মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে একটি উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এক মানবাধিকারকর্মী ও দুই মানবাধিকার সংস্থা। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে।
নরওয়েজীয় নোবেল কমিটি বলেছে, বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নোবেল কমিটি বলেছে, যারা শান্তিতে নোবেল পেল, তারা নিজ নিজ দেশে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করে। দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনদের সমালোচনা এবং নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় প্রচার চালিয়ে আসার জন্য তারা সুপরিচিত। তারা যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মতো বিষয়গুলো নথিভুক্ত করার প্রচেষ্টার জন্যও বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে।
নিয়মানুযায়ী নরওয়েজীয় নোবেল কমিটি শান্তিতে নোবেলজয়ী নির্বাচন করে থাকে। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তিতে পুরস্কার ঘোষণা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৬০ বছর বয়সী বিয়ালিয়াৎস্কি নিজ দেশে ‘ভিয়াসনা’ নামের মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি ১৯৯৬ সালে বেলারুশের স্বৈরাচারী নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর দমন-পীড়নের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
নোবেল শান্তি পুরস্কার কমিটি বলেছে, ‘তিনি নিজের দেশে গণতন্ত্র ও শান্তিপূর্ণ উন্নয়নের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন।’
বিবিসি আরও বলেছে, ২০১১-২০১৪ সালে কর ফাঁকির অভিযোগে বিয়ালিয়াৎস্কি এবং কারাগারে পাঠানো হয়েছিল। তবে তিনি সব সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
বেলারুশের বিরোধী দল এবং স্বাধীন পর্যবেক্ষকেরা লুকাশেঙ্কোর কারচুপির নির্বাচন নিয়ে ব্যাপক প্রতিবাদের পরে ২০২০ সালে তাঁকে আবার আটক করা হয়েছিল।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফিলিপাইন বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মোরাতোভ। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিজেদের অনন্য অবদান রাখার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
এর আগে ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি)।
বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি হিসেবে ২০০৬ নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, আলফ্রেড নোবেল নামের এক ব্যক্তি ১৮৯৫ সালের নভেম্বর মাসে তাঁর মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে একটি উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান।
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ছয়টি মহাদেশের ১২৪টি দেশে তাঁরা আটক হতে পারেন।
১০ মিনিট আগেকলকাতার মেট্রোরেলে এক নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলতে জোরাজুরি করেছেন আরেক নারী। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে হিন্দিতে কথা বলতে না পারা নারীকে ‘বাংলাদেশি’ বলেও তাচ্ছিল্য করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের বিশেষ করে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় পরিবারগুলোর সন্তান দেখাশোনার কাজ বেছে নিচ্ছেন। প্রতি ঘণ্টা ১৩ থেকে ১৮ ডলার পান তাঁরা। তবে এই সম্মানী এলাকা ও প্রয়োজনের ওপর নির্ভর করে। অনেক পরিবার বেবি সিটারদের থাকা–খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে।
১ ঘণ্টা আগেইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে হামলা চালানোর পর যুদ্ধের তীব্রতা বেড়েছে। এর মধ্যে রাশিয়া জানাল, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের দালনে গ্রাম দখলে নিয়েছে তাদের সেনারা। অবশ্য রাশিয়ার গ্রাম দখলের বিষয়টি স্বীকার করেনি ইউক্রেনের জেনারেল স্টাফ।
২ ঘণ্টা আগে