Ajker Patrika

পেলের জীবনাবসানে ব্রাজিলে ৩ দিনের শোক

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৪
পেলের জীবনাবসানে ব্রাজিলে ৩ দিনের শোক

ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক তিনি। পেলে একমাত্র ফুটবলার, যিনি দেশের হয়ে তিনটি বিশ্বকাপ জিতেছেন। ফুটবলের এই মহাতারকাকে হারিয়ে শোকাহত লাতিন আমেরিকার দেশটি। এরই মধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার। শুক্রবার শোক ঘোষণা করেন প্রেসিডেন্ট জেইর বলসোনারো। 

গত এক মাস ধরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পেলে। সেখানেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পেলের শেষ ইচ্ছানুযায়ী মরদেহ নিয়ে যাওয়া হবে সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখান থেকে আগামী সোমবার (২ জানুয়ারি) কফিন নিয়ে যাওয়া হবে সান্তোস স্টেডিয়াম প্রাঙ্গণে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ‘ফুটবলের রাজার’ মরদেহ ২৪ ঘণ্টা রাখা হবে স্টেডিয়ামের মাঠে। 

মঙ্গলবার পেলের মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। ছবি: এএফপিমঙ্গলবার (৩ জানুয়ারি) মরদেহ নিয়ে শেষযাত্রা হবে সান্তোসের রাস্তায়। কফিন নিয়ে যাওয়া হবে এর পার্শ্ববর্তী একটি সড়কে, যেখানে পেলের ১০০ বছর বয়সী মা কেলেস্তে থাকেন। এরপর পারিবারিক সমাধিস্থলে সমাহিত করা হবে ‘ফুটবলের রাজাকে’। 

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের ত্রেস কোরাকোয়েস শহরে জন্মগ্রহণ করেন ‘এডসন অ্যারান্টিস দো নাসিমেন্ত’ পেলে। ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল পেলের। গলির ফুটবলেই প্রতিভার প্রথম দেখা পাওয়া যায় তাঁর, যে প্রতিভা চোখে পড়ে সান্তোসের গ্রেট ওয়ালডেমার ডি ব্রিটোর। ১৫ বছর বয়সেই পেলেকে সান্তোসের ‘বি’ দলে যোগ দেওয়ান ব্রিটো। এখানেও সহজাত প্রতিভার স্ফুরণে এক বছরের মধ্যেই জায়গা করে নেন মূল দলে। ১৬ বছর বয়সে পেলের সান্তোসের মূল দলে অভিষেক হয়। সেবার ব্রাজিলের পেশাদার ফুটবল লীগে সান্তোসের হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। আর পেছন ফিরে তাকাতে হয়নি সর্বকালের সেরা এই ফুটবলারকে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত