খাঁচার ভেতর লড়াইয়ের চ্যালেঞ্জ ইলন মাস্কের, ঠিকানা পাঠাতে বললেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২৩, ২২: ১০
Thumbnail image

মার্শাল আর্ট লড়াইয়ের সবচেয়ে কঠিনতম মঞ্চ বিবেচনা করা হয় খাঁচার ভেতরের রিংকে। এ ধরনের রিংয়ে সাধারণত জীবন বাজি রেখে লড়াই করেন প্রতিযোগিরা। সবকিছু ঠিক থাকলে এমন একটি লড়াইয়ে অবতীর্ণ হতে পারেন টেক দুনিয়ার শীর্ষ দুই ব্যক্তিত্ব ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের মাধ্যমে একে অপরের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তারা। 

বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে। প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের একটি টুইটে এক ব্যক্তি জি জুৎসু প্রতিযোগিতায় জাকারবার্গের মেডেল পাওয়ার প্রসঙ্গ আনলে মাস্ক প্রতিউত্তর দেন—‘সে রাজি থাকলে তাঁর সঙ্গে খাঁচায় লড়ার জন্য আমি প্রস্তুত।’ 

বিষয়টি নজর এড়ায়নি ফেসবুক ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের। একটি ইনস্টাগ্রাম স্টোরিতে ইলন মাস্কের মন্তব্যটির স্ক্রিনশট পোস্ট করে তাঁর উদ্দেশে জাকারবার্গ লিখেছেন, ‘ঠিকানা পাঠান।’ 

মজার বিষয় হলো—জাকারবার্গের প্রতিউত্তরটিও আমলে নিয়েছেন ইলন মাস্ক। মার্শাল আর্টের ভাষায় লড়াইকে স্বাগত জানিয়ে নিজের কৌশল সম্পর্কে তিনি জানিয়েছেন, প্রতিপক্ষের ওপর সিদ্ধুঘোটকের মতো করে তিনি কেবল শুয়ে পড়েন, আর কিছু করতে হয় না।’ 

বলে রাখা ভালো—এ ধরনের পাল্টাপাল্টি পোস্টের শুরুটা হয়েছিল জাকারবার্গের নতুন আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে আসার ঘোষণার মধ্য দিয়ে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় জাকারবার্গকে খোঁচা দিয়ে মাস্ক একটি টুইট করলে—তার নিচেই জাকারবার্গের জি জুৎসু মেডেল জয়ের প্রসঙ্গ এনেছিলেন এক নেটিজেন। তিনি লিখেছিলেন, ‘সাবধান থাকুন, আমি শুনেছি জাকারবার্গ এখন জি জুৎসু চর্চা করেন।’ 

এভাবেই বিষয়টি এত দূর গড়িয়েছে। আরেকটু গড়ালেই মজার ছলে হলেও তারা একটি খাঁচা লড়াইয়ে অবতীর্ণ হবেন—এমনটাই ভাবা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি জি জুৎসু প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের একটি ম্যাচে বিজয়ী হয়েছেন মার্ক জাকারবার্গ। ইতিপূর্বে ইলন মাস্কও নিজের মার্শাল আর্ট জ্ঞানের বিষয়ে একাধিকবার মন্তব্য করেছিলেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত