অনলাইন ডেস্ক
প্রতিকূল শক্তি ও পরিস্থিতির কারণে ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে জাতিসংঘের পুরো ব্যবস্থা। ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে এই মন্তব্য করেছেন। এ সময় তিনি জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা প্রক্রিয়াটিকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চার্লস মিশেল বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এর অর্থ বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রটিকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর বিষয়ে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমাদের যা প্রয়োজন তা হলো—প্রথমে জাতিসংঘের বিষয়ে আস্থা পুনরুদ্ধার করা।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জরুরি সমস্যাগুলোর সমাধান করা এবং জাতিসংঘের ব্যবস্থা মেরামত করা।’
ইউরোপীয় কাউন্সিলের প্রধান আরও বলেন, ‘দারিদ্র্য নির্মূলে বৈশ্বিক যে প্রচেষ্টা ছিল, তা কমে গেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বিশ্বে খাদ্য অনিরাপত্তা ও জ্বালানিসংকট তৈরি করেছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের যে জরুরি বোধ শিখিয়েছিল, তা আমরা হারিয়ে ফেলেছি। সামগ্রিকভাবে অগ্রগতি হচ্ছে খুবই ধীরগতিতে।’
এ সময় চার্লস মিশেল যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো ক্ষমতা সীমিত করার এবং এর বৈশ্বিক প্রতিনিধিত্বকে প্রসারিত করার লক্ষ্যে উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। এ সময় তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, ‘বিগত ১৯ মাস ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া কোনো লজ্জা ছাড়াই তার প্রতিবেশী দেশকে দখল করার জন্য একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
মিশেল বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো আজকের বৈশ্বিক পটভূমিকে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম নয় এবং বিষয়টি সংস্থাটির বৈধতাকে ক্ষুণ্ন করছে।’ এ সময় তিনি বলেন, জাতিসংঘকে গতিশীল করতে হলে এমন একটি মেকানিজম বা পদ্ধতি প্রতিষ্ঠিত করতে হবে, যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশের মতামতকে প্রাধান্য দেবে এবং ভেটো ক্ষমতা আরও নমনীয়ভাবে প্রয়োগ করা হবে।
প্রতিকূল শক্তি ও পরিস্থিতির কারণে ‘অথর্ব ও খোঁড়া’ হয়ে গেছে জাতিসংঘের পুরো ব্যবস্থা। ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে এই মন্তব্য করেছেন। এ সময় তিনি জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা প্রক্রিয়াটিকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চার্লস মিশেল বলেন, ‘আমাদের অবশ্যই নিজেদের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং এর অর্থ বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রটিকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর বিষয়ে এগিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমাদের যা প্রয়োজন তা হলো—প্রথমে জাতিসংঘের বিষয়ে আস্থা পুনরুদ্ধার করা।’ তিনি আরও বলেন, ‘এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জরুরি সমস্যাগুলোর সমাধান করা এবং জাতিসংঘের ব্যবস্থা মেরামত করা।’
ইউরোপীয় কাউন্সিলের প্রধান আরও বলেন, ‘দারিদ্র্য নির্মূলে বৈশ্বিক যে প্রচেষ্টা ছিল, তা কমে গেছে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বিশ্বে খাদ্য অনিরাপত্তা ও জ্বালানিসংকট তৈরি করেছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘করোনা মহামারি আমাদের যে জরুরি বোধ শিখিয়েছিল, তা আমরা হারিয়ে ফেলেছি। সামগ্রিকভাবে অগ্রগতি হচ্ছে খুবই ধীরগতিতে।’
এ সময় চার্লস মিশেল যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো ক্ষমতা সীমিত করার এবং এর বৈশ্বিক প্রতিনিধিত্বকে প্রসারিত করার লক্ষ্যে উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। এ সময় তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, ‘বিগত ১৯ মাস ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া কোনো লজ্জা ছাড়াই তার প্রতিবেশী দেশকে দখল করার জন্য একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’
মিশেল বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো আজকের বৈশ্বিক পটভূমিকে যথাযথভাবে উপস্থাপন করতে সক্ষম নয় এবং বিষয়টি সংস্থাটির বৈধতাকে ক্ষুণ্ন করছে।’ এ সময় তিনি বলেন, জাতিসংঘকে গতিশীল করতে হলে এমন একটি মেকানিজম বা পদ্ধতি প্রতিষ্ঠিত করতে হবে, যা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধিকাংশের মতামতকে প্রাধান্য দেবে এবং ভেটো ক্ষমতা আরও নমনীয়ভাবে প্রয়োগ করা হবে।
বাংলাদেশের আশ্রয় শিবিরগুলো থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ৩ থেকে ৫ হাজার যোদ্ধা সংগ্রহের ব্যাপকতার প্রতিবেদন প্রকাশ করেছে। এ ছাড়া, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের ব্যর্থ আলোচনা, জান্তার পক্ষ থেকে রোহিঙ্গা যোদ্ধাদের অর্থ এবং নাগরিকত্বের প্রস্তাব এবং বিদ্রোহীদের সঙ্গে কিছু বাংলাদেশি কর্মকর্তার...
৪২ মিনিট আগেযে রাঁধে, সে চুলও বাঁধে—এই প্রবাদের এক অনন্য উদাহরণ ভোপালের রাজকন্যা আবিদা সুলতান। তিনি ছোট বেলা থেকেই ছিলেন একেবারেই ভিন্নধর্মী এক রাজকন্যা। তিনি ছোট চুল রাখতেন, বাঘ শিকার করতেন এবং দুর্দান্ত পোলো খেলতেন। মাত্র ৯ বছর বয়স থেকেই নিজেই রোলস রয়েস গাড়ি চালাতেন, ওড়াতেন বিমানও। তলোয়ারবাজিতেও ছিলে দুর্দান্
২ ঘণ্টা আগেপূর্ব তেল আবিবের পেতাহ তিকভাহ এলাকায় একাধিক হামলায় কয়েকজন মানুষ সামান্য আহত হয়েছে। একটি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। টেলিভিশন ফুটেজে একটি অ্যাপার্টমেন্টকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।
৩ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি ইহুদি ধর্মীয় নেতা জভি কোগানকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে অভিযুক্তদের কোনো পরিচয় বা হত্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
৩ ঘণ্টা আগে