অনলাইন ডেস্ক
গত বছর অভিবাসনে রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। এত বেশি পরিমাণ অভিবাসীর আগমন দেশটির জন্য টেকসই নয়—এমনটি জানিয়ে কর্মসংস্থান ভিসার নিয়মে কড়াকড়ি আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
কর্মসংস্থান ভিসার নিয়মে যেসব পরিবর্তন আনা হবে তার মধ্যে রয়েছে—কম দক্ষতাসম্পন্ন চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার পারদর্শিতা, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দক্ষতা এবং সেই কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। কম দক্ষতাসম্পন্ন চাকরিজীবীদের সর্বোচ্চ একটানা থাকার মেয়াদও পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হবে।
নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ‘যেসব জায়গায় দক্ষতার অভাব রয়েছে, সেখানে উচ্চ দক্ষ অভিবাসীদের আকর্ষণ ও ধরে রাখার দিকে মনোযোগ দিয়েছে সরকার। যেমন—মাধ্যমিক স্তরের শিক্ষক।’
তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পায়, যেখানে দক্ষতার অভাব নেই।’
বিবৃতিতে বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ডে এসেছিল প্রায় ১ লাখ ৭৩ হাজার অভিবাসী। প্রায় রেকর্ড গড়ে ফেলা অভিবাসীর এই সংখ্যা নিউজিল্যান্ডের জন্য কিছুটা উদ্বেগের। কারণ, করোনা মহামারির পর থেকেই দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা বেড়েছে অনেক বেশি।
প্রায় ৫১ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে এত বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে মুদ্রাস্ফীতি ঘটার আশঙ্কা দেখা দেয়।
প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও বেড়েছে অভিবাসীর আগমন। আগামী দুই বছরে অভিবাসী নেওয়ার পরিমাণ অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
গত বছর অভিবাসনে রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড। এত বেশি পরিমাণ অভিবাসীর আগমন দেশটির জন্য টেকসই নয়—এমনটি জানিয়ে কর্মসংস্থান ভিসার নিয়মে কড়াকড়ি আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
কর্মসংস্থান ভিসার নিয়মে যেসব পরিবর্তন আনা হবে তার মধ্যে রয়েছে—কম দক্ষতাসম্পন্ন চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার পারদর্শিতা, সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দক্ষতা এবং সেই কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। কম দক্ষতাসম্পন্ন চাকরিজীবীদের সর্বোচ্চ একটানা থাকার মেয়াদও পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হবে।
নিউজিল্যান্ডের অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে বলেছেন, ‘যেসব জায়গায় দক্ষতার অভাব রয়েছে, সেখানে উচ্চ দক্ষ অভিবাসীদের আকর্ষণ ও ধরে রাখার দিকে মনোযোগ দিয়েছে সরকার। যেমন—মাধ্যমিক স্তরের শিক্ষক।’
তিনি বলেন, ‘একই সঙ্গে আমাদের নিশ্চিত করতে হবে যে, চাকরিতে নিউজিল্যান্ডের অধিবাসীরা যেন অগ্রাধিকার পায়, যেখানে দক্ষতার অভাব নেই।’
বিবৃতিতে বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ডে এসেছিল প্রায় ১ লাখ ৭৩ হাজার অভিবাসী। প্রায় রেকর্ড গড়ে ফেলা অভিবাসীর এই সংখ্যা নিউজিল্যান্ডের জন্য কিছুটা উদ্বেগের। কারণ, করোনা মহামারির পর থেকেই দেশটিতে অভিবাসী আগমনের সংখ্যা বেড়েছে অনেক বেশি।
প্রায় ৫১ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে এত বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে মুদ্রাস্ফীতি ঘটার আশঙ্কা দেখা দেয়।
প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও বেড়েছে অভিবাসীর আগমন। আগামী দুই বছরে অভিবাসী নেওয়ার পরিমাণ অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে